মোদের বাংলাদেশ

জি.মাওলা ১৭ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ০২:৪২:০০পূর্বাহ্ন এদেশ ৬ মন্তব্য

মোদের বাংলাদেশ

এই আমাদের স্বাধীন দেশ
লাখো জনতার রক্তের বিনিময়ে
স্বাধীন মোদের বাংলাদেশ।

শত্রুরা আজ হার মেনেছে
নত আজ তাদের শির,
লক্ষ্য আজ অর্জিত হয়েছে
ওহে প্রিয় বঙ্গবীর।

কেও হারিয়েছে প্রিয় জন
কেও বা সম্ভ্রম
তবুও তাদের মুখে হাঁসি
স্বাধীন হয়েছে যে দেশ।

জালিম শাসকের জুলুম
আজ হয়েছে অবসান
দেশবাসী আজ সব হারিয়ে
রেখেছে দেশের মান

হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
নাই কোন বিদ্বেষ
আপন হয়ে থাকব মোরা
রাইবে না দুঃখের লেশ।

স্বাধীন বাংলা নতুন দেশ
গর্ব করে দাঁড়িয়ে আজ
মোদের বাংলাদেশ।

৫৯৬জন ৫৯৬জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ