মোদী কে না বলুন

আতা স্বপন ২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০৪:৪৮:২৮অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

মোদী কে না বলুন
মানবতার শত্রুকে না বলুন
যে বঙ্গে মুসলমান প্রধানমন্ত্রী
সে বঙ্গে একজন মুসলমান হত্যাকারী

কী করে আসতে পারে?

এক নরপশুকে না বলুন

এক নরপিচাস কে না বলুন

এক ড্রাকুলা কে না বলুন

এই বঙ্গে বঙ্গবন্ধু  বলেছিল আমি বাঙ্গালী আমি মুসলামান

সেই বঙ্গে একজন মুসলামানের খুনির পক্ষে

কি করে সাফাই গাওয়া হতে পারে?

এক ভন্ড বিশ্ব সন্ত্রাসী কে না বলুন

এক পাষন্ড ইবলিশ সহচরকে না বলুন

এক জাহেলী যুগের ফেরআউনকে না বলুন

যে বঙ্গে মাওলানা ভাসানির মত মাওলানার জন্ম

সেই বঙ্গে মসজিদ ধ্বংসকারী মাওলানা আলেম হত্যাকারী

কি করে জামাই আদর পেতে পারে?

না বলুন সবােই

কথা শুধু একটাই

মোদী তোর স্থান নাই

অলী আল্লার বাংলায়।

 

 

১২৭৯জন ১১৭৪জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ