ভাল লাগার সেই রঙিন অভ্যেস এখনো ভুলতে পারিনি,
অবলীলায় তাই আজ বিকেলের মেঘটাকে ভাল লেগে গেল।
রিক্সার হুড ফেলে উচ্ছন্ন বৈরাগী বাতাসে চুল এলিয়ে
যে মেঘ উড়ে গেছে আজ দিনের প্রৌড় সময়ে,
চেয়ে চেয়ে দেখেছি, মানুষের অতিশয় ভীড় ঠেলে,
নগর নির্জনতায় দাঁড়িয়ে নিজস্ব মৌনতায়-
কিশোরী মেঘ উড়ে গেছে কী ভিষন লাজহীন অনুভঙ্গিমায়।
৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
ছোট এবং সুন্দর কবিতায় অনেক ভালো লাগা ।
নীলকন্ঠ জয়
মেঘবালিকারা ফিরে আসুক গল্প,কবিতা এবং গানে।
শুভেচ্ছা।
প্রিন্স মাহমুদ
ভাল লেগেছে ভাই ।
খসড়া
মেঘবালিকা আর অতন্দ্রীলার মাঝে খুব ঝগড়া। কেউ কাউকে সহ্য করতে পারে না।