শুরু হয়েছে মিছিল।
মৃত্যুর মিছিল!
হাঁকিয়ে নয়, নিশ্চুপে ঝড়ে যাচ্ছে প্রাণ।
অতি পরিচিত মানুষের মাঝে
পরে আছে অপরিচিত লাশের সংখ্যা।
কেউ জানবে না, কতো দীর্ঘ হবে সারি।
হয়তো আর কাঁদবেনা কেউ মৃত্যুতে।
হবেনা শোকে মুহ্যমান।
রাষ্ট্রের শোকবার্তা হয়ে যাবে বন্ধ!
মৃত্যু হবে শুধু একটি সংবাদ মাত্র।
লাশ হবে একটি সংখ্যা।
কড়ি দিয়ে নাক চেপে একদলের
চলবে বৃথা ঘ্রাণের চেষ্টা।
বাতাসে লাসের গন্ধ।
নদীতে তুফান কী রুমাল দিয়ে ঢাকা যায়?
চলছে মিছিল!
পরিচিত মানুষগুলো সামনে দেখা যায়।
মা বাবা, স্ত্রী সন্তান, ভাই বোন
সব কেনো অপরিচিত হলো না?
এই মিছিলে সবাই ক্লান্ত,
মৃত্যু দেখে এখন আর কারো চোখে জল নেই!
আপন লোক গুলোকেও
এখন আর আপন মনে হয় না!
মিছিলে নিজেকে দেখি স্লোগানে ব্যস্ত!
কদম বেলী আর গোলাপ খুঁজি না।
এক টুকরো সাদা কাপড় জড়িয়ে মিছিলে যাই!
মিছিল দীর্ঘ হচ্ছে…..
লোক বাড়ছে…
সব সাদা, ধবধবে সাদা!
১০টি মন্তব্য
ফয়জুল মহী
চমৎকার লেখা । মনোমুদ্ধকর ।
সিকদার সাদ রহমান
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
আমরা সবাই এখন কঠিন সময় পার করছি। মৃত্যু যে এমন করে ধরা দেবে সেটা ছিল কল্পনাতীত। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে তাই চোখের জল এখন জমাট বেঁধে আছে। খুব ভালো লিখেছেন। শুভ কামনা রইলো
সিকদার সাদ রহমান
ফাল্গুনী আপা ধন্যবাদ
ইঞ্জা
এ বড়ই কষ্টকর অনুভূতি, আমি প্রচুর প্রিয়জনকে ইতিমধ্যে হারিয়েছি কিন্তু করোনাকালে প্রিয়জনদের মৃত্যু বড়ই কষ্টকর।
সিকদার সাদ রহমান
আল্লাহ সবাইকে রহমত দান করুন
ইঞ্জা
আমীন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুন্দর উপলব্ধি। বন্ধ হোক মৃত্যুর মিছিল।
তৌহিদ
মৃত্যুর মিছিল থেমে যাক এটাই কাম্য। ভালো থাকুন ভাই।
হালিম নজরুল
মৃত্যুর মিছিল শেষ হোক, প্রত্যাশা রইল।