মৃত্যুর পর এ দেহের কি হবে?
যত প্রিয়জন ই হোক না কেন তাকে মৃত্যুর পর ছেড়ে আসতেই হবে ।
নশ্বর দেহটা এর পর বিনষ্ট হবে ।
কবরে কফিনে নয়ত চিতায় পুড়ে চিরতরে নিঃশেষ ।
এভাবেই শেষ হয়ে যাবে এত সাধের এই দেহ ।
আমার বহু দিনের ইচ্ছা আমি মৃত্যুর পর আমার দেহের যেসব অঙ্গ পুনরায় ব্যবহার উপযোগী সে গুলি দান করে যাব । এমনিতেই এগুলো নষ্ট হয়ে যাবে । এর চেয়ে ভাল একজন অন্ধকে পৃথিবীর আলো দেখার সুযোগ করে দেয়া । একজন বিকল কিডনির মা কে তাঁর সন্তানদের মাঝে ফিরে যাওয়ার ব্যাবস্থা করা।
আমি মারা গেলেও ঐ অন্ধ লোকের চোখ দিয়ে আমি পৃথিবী দেখব ।
একটা কিডনি দানের মধ্য দিয়ে হয়ত একটা পরিবারের সবার মুখে হাসি ফুটবে । মৃত্যু পথযাত্রী খুঁজে পাবে জীবনের আলো ।
যদি ঈশ্বর জিজ্ঞাসা করেন তুমি তোমার অঙ্গ দান করেছ কেন ?
আমি বলব আমার স্বর্গের প্রয়োজন নেই । আমি মাটির পৃথিবীতে স্বর্গ সুখ তৈরি করে এসেছি ।
১৫টি মন্তব্য
স্বপ্ন নীলা
আপনার মহানুভবতার কথা শুনে ভীষণ ভাল লাগলো —— মানুষ মরবেই এটাই স্বাভাবিক —কিন্তু এটা মানা যায় না — ভাল লাগলো পোস্টটি
সঞ্জয় কুমার
কোনটা র কথা বলছেন ??
মোঃ মজিবর রহমান
“যদি ঈশ্বর জিজ্ঞাসা করেন তুমি তোমার অঙ্গ দান করেছ কেন ?
আমি বলব আমার স্বর্গের প্রয়োজন নেই । আমি মাটির পৃথিবীতে স্বর্গ সুখ তৈরি করে এসেছি ।”
সুন্দর অভিব্যাক্তি।
সঞ্জয় কুমার
ধন্যবাদ আপনাকে
শিশির কনা
অঙ্গ দান করা অত্যন্ত মহান একটি কাজ , আপনার এই চিন্তাকে সন্মান জানাচ্ছি ।
সঞ্জয় কুমার
ধন্যবাদ । সবাইকে এই বিষয়ে উৎসাহিত করতেই আমার এই লেখা ।
পুষ্পবতী
আপনার এই মহত চিন্তাভাবনাকে সম্মান জানালাম। তবে এইটা আপনি তখন বলতে পারবেনা যে আপনার স্বর্গের প্রোযোজন নাই
সঞ্জয় কুমার
সত্যি বলছি আমি স্বর্গের জন্য ভালো কাজ করিনা । এমনিতেই ভাল কাজ কম করি তারপরও যতটুকু করি সেটা আমার মনের প্রশান্তির জন্য ।
পুষ্পবতী
স্বর্গে তারাই যাবে যারা এই দুনিয়াতে ভালো কাজ করবে।তাই এমনটা ভাববেন না যে আপনি স্বর্গে যেতে পারবেন না।আমার মনে হয় যারা ভালো কাজ করে তারা শুধু স্বর্গের আশায় করেনা। যার মন ভালো চিন্তা ভাবনা ভালো তার মধ্যে ভালো কিছু এমনিতেই চলে আসে। তবে আমি কিন্ত আপনাকে এইটা বলিনাই যে স্বর্গ পাবার জন্য ভালো কাজ করেছেন। আমি বলছি ওই মহুর্তে আপনি বলতে পারবেন না স্বর্গের দরকার নাই কারণ তখন শুধু ঐটায় দরকার হবে।
শুন্য শুন্যালয়
ভালো লাগলো আপনার মহানুভবতা। কাওকে দান করে গেলে স্বর্গ পাওয়া যাবেনা, এটা ঠিক নয় হয়তো।
সঞ্জয় কুমার
আমি যতটুকু পারি আমার মনের প্রশান্তির জন্যে ভাল কাজ করব স্বর্গ প্রাপ্তির আশায় কখনোই নয় । ।
সঞ্জয় কুমার
আমি মনে করি ভয় দেখিয়ে কারও ভাল কাজ করানো সম্ভব নয় । হয়ত সাময়িক ভাবে করানো যেতে পারে ।
যে মানুষ কে লোভ বা ভয় দেখিয়ে ভাল কাজ করানো সম্ভব জেনে রাখবেন । ভয় দেখালে সে খারাপ কাজ করতেও দ্বিধা করবে না ।
আসল প্রয়োজন আত্ম উপোলব্দির ।
জিসান শা ইকরাম
ভালো চিন্তা ।
দিয়ে দিন ।
ভালো পোষ্ট ।
সঞ্জয় কুমার
এখনই ??? আগে তো মরি তারপর
সঞ্জয় কুমার
আজ রাত বারটার পর অর্পিতা 13 আপলোড করব ভাবছি