ক্রিং ক্রিং ক্রিং…
ফোন হাতে নিতেই থমকে গেল পুষ্প। অনেক অপেক্ষার পর অনেক প্রত্যাশিত আর কাঙ্খিত নম্বরে কল এসেছে দেখে নিস্তব্ধ হয়ে রইল পুষ্প। অশ্রুসিক্ত আঁখি বুকে সাইক্লোন, জলোচ্ছ্বাস কিংবা কালবৈশাখীর ঝড় বইছে। ভয়ঙ্কর তাণ্ডবে হৃদয়ের পাড় ভাঙ্গছে অবিরত। পুষ্প ফোন তুলে চুপ করে রইলো।
ফোনের ওপাশ থেকে একটা আওয়াজ এলো। তারপর সেও চুপ
পুষ্প সালাম দিয়ে আবার চুপ করে গেল
বাদল সালামের উত্তর দিয়ে কথা শুরু করলো
-কেমন আছো?
এই প্রশ্নে পুষ্পের প্রচণ্ড অভিমান হল। মনে মনে পুষ্প বললো তুমি জানো না আমি কেমন আছি,কেমন থাকতে পারি? তবুও এমন প্রশ্ন করতে পারো কি করে?
চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করলেও তা চেপে রেখে দীপ্ত কন্ঠে বললো….
-ভালো আছি। তা কী মনে করে ফোন দিলেন?
-কেনো ফোন দেওয়া বারণ?
-না তা ঠিক নয়। এতো দিন ফোন দেননি তো তাই বললাম।
-হুম।
– তা আপনি কেমন আছেন?
-বাড়ি ফিরার পর থেকে খুব ভালো ছিলাম। গত কয়েক দিন থেকে একটু সমস্যায় আছি।
পুষ্প আগে থেকেই জানতো তার সমস্যার কথা। তবুও জিজ্ঞেস করলো
-কি হয়েছে?
-ঐ আর কি পারিবারিক ঝামেলা!
বলেই বলতে শুরু করল তার সমস্যার কথা। পুষ্প নিঃশব্দে শুধু শুনছে। একটু পর বাদল জিজ্ঞেস করলো
-কি হলো?
-কি হবে!
-চুপ করে আছো যে!
-শুনছি।
-কিছু বলবে না?
-কী বলবো?
-কিছুই বলার নেই! ওহ ফোন তো আমিই করেছি।
-হুম
-কী করছো?
-কিছু না।
-আগামী বইমেলার জন্য বই রেডি করেছো?
-না।
-কেনো,এবার বই পাবলিস্ট করবে না?
-না,আমি আর লেখালেখি করি না।
-মাঝে মধ্যে তো দেখি সোনেলায় পোস্ট করো।
-ঐ আর কি! টুকটাক লিখি
-অফিস করছো?
-না।
-কেনো? জব ছেড়ে দিয়েছো!
-হ্যাঁ।
-জব ছেড়ে দিলে কেনো?
-এমনিই।
-খুব ভালো। চাকরি বাকরি ছেড়ে দিয়ে সংসারী হয়ে ওঠো। সেটাই ভালো।
-হুম।
-আচ্ছা রাখছি।
-ঠিক আছে।
-ভালো থেকো
-আপনিও ভালো থাকবেন।
বাদল ফোন কেটে দিল। পুষ্প ভাবলো সত্যিই ফোন কেটে দিল! কেনো সে বুঝতে পারলো না কি চলছে পুষ্পের হৃদয়ের। এতো নিষ্ঠুর কেউ কী করে হয়? পুষ্প আর সহ্য করতে পারছিল না। সাথে সাথে কল ব্যাক করল পুষ্প। কিন্তু ওপার থেকে নারী কন্ঠ ভেসে এলো
আপনি যে নম্বরে ফোন করেছেন তা এখন…..
পুষ্প বুঝলো অভিমান আকড়ে ধরে থাকলে শুধু যন্ত্রণাই পেতে হয়। অভিমানের মূল্য দিয়ে কেউ মান ভাঙ্গায় না কখনো।
৩৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
অনেক ভাল লেখেছেন
স্মৃতিময় ভাসলো কিছু
অনেক শুভেচ্ছা রইল ———–
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
দুরত্ব একদিন সব কিছু কেড়ে নেয়। এমনকি প্রতিউত্তরের ভাষা একসময় হারিয়ে যায় চিরচেনা স্বর শুনতে পেলেও। দলা-দলা অভিমান গুলো কাউকে ভালো থাকতে দেয় না। অদেখা-না পাওয়ার বিনিময়ে অর্জন করা অভিমান গুলো আগ্নেয়গিরির মতো ফুটতে থাক একবুক যন্ত্রণার লাভায়। অপেক্ষার জল তাতে অগ্নুৎপাত ঘটায়। দহনে জর্জরিত হয়ে যায় প্রকৃতি / জনপদ।
একান্ত অনুভূতিতে ভালোলাগা রইলো।
নিয়মিত লিখুন, ব্লগে আপনাকে না দেখলে ভালো লাগে না প্রিয় লেখক।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
আমারও কী ভালো লাগে এখানে না এলে?
আবার খারাপও লাগে কারো লেখা না পড়ে শুধু নিজে পোস্ট করা। একদম সময় পাচ্ছি না আপু
নিয়মিত অবশ্যই হবো।
কৃতজ্ঞতা অশেষ আপু
দুর্দান্ত মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
প্রদীপ চক্রবর্তী
বরাবরের মতো ভালো লেখনী দিদি।
ইদানিং আপনার লেখা কম কম পাই।
দিদি রান্নাবান্না নিয়ে ইউটিউবে ব্যস্ত।
আবার রান্না করে একা একা খেয়ে থাকেন 😭
সুরাইয়া পারভীন
ঠিক বলেছেন দাদা
লেখা-লেখিতে একদম সময় দেওয়া হচ্ছে না
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া পারভীন
দেখুন আমি একদম একা একা খেতে পছন্দ করি না দাদা। চলে আসুন সবাই মিলে খাবো😰😰
বন্যা লিপি
শিরোনামেই বাজিমাৎ! এরপর আর বিষয়বস্তু বুঝতে বাকি থাকেনা কিছু। অভিমান মূল্যহীণই হয়ে থাকে সময়ের বৈচিত্রতায়।
ভালবাসা জেনো সুরু💗
সুরাইয়া পারভীন
দারুণ মন্তব্য মিষ্টি আপু-২
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালোবাসা অবিরাম ❤ ❤
বন্যা লিপি
*মিষ্টি আপু-২* বিষয়টা কি? বুঝলাম নাতো? আপুর আগে পরে বিষেশন লাগবে ক্যা দিতে?
সুরাইয়া পারভীন
মিষ্টি আপু -১ সাবিনা আপু
মিষ্টি আপু-২ বন্যা আপু
দু’জনকেই মিষ্টি আপু বলি তো
আগে সাবিনা আপু কে ডেকেছিল তাই উনি-১
পরে আপনাকে ডেকেছি তাই আপনি -২
আপনারা দুজনেই খুব খুব মিষ্টি। দেখতেও আর আন্তরিকতায়,ভাষায়
সুপর্ণা ফাল্গুনী
কখনো কখনো অভিমানটা উলুবনে মুক্তা ছড়ানোর মতোই হয়ে যায়। যার জন্য অভিমান, প্রতীক্ষা সে-ই যদি না বুঝে তখন নিজেকে একটা কীট মনে হয়। ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
একদম ঠিক বলেছেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜
ফয়জুল মহী
অসামান্য ভাবনায় নান্দনিক প্রকাশ।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
ভালো থাকবেন সুস্থ থাকবেন
সুপায়ন বড়ুয়া
শিরোনামে বাজিমাৎ।
স্মৃতিরা করে উৎপাত।
ভালো লাগলো আপু।শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অভিমান নিয়ে দারুণ অনুভূতির প্রকাশ — পুষ্প বুঝলো অভিমান আকড়ে ধরে থাকলে শুধু যন্ত্রণাই পেতে হয়। অভিমানের মূল্য দিয়ে কেউ মান ভাঙ্গায় না কখনো। — শুভ কামনা রইলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আপনি কপি পেস্ট মন্তব্য করেন!!
সুরাইয়া পারভীন
মানে কি!!😰😰😰
কোথায় কপি পেস্ট মন্তব্য করলাম
ছাইরাছ হেলাল
‘আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়’
এই লেখায় এমনটি তো দেখতে পাচ্ছি!!
এটি লেখা যাবে না এমন কিন্তু না।
সুরাইয়া পারভীন
এটা তো কপি পেস্ট নয় লিখে লিখে দেই
কথা গুলো একই। আমি ভেবেছিলাম এভাবে সম্বোধন করলে আন্তরিকতা প্রকাশ পায়।
আচ্ছা বেশ
এখন থেকে সবাই যেমন রি-কমেন্ট করে আমি তেমনই করবো
তৌহিদ
সব অভিমানের মুল্য সবাই দেয়না। এজন্য অপাত্রে অভিমান করতেই নেই।
ভালো লাগলো লেখা পড়ে আপু। ভালো থাকুন সবসময়।
সুরাইয়া পারভীন
আসলে অভিমান করার আগে ভাবা উচিত
যার উপর অভিমান করা হয় সে তার যোগ্য কি না
এ ক্ষেত্রে বড্ড বোকা পুষ্প
আপনিও ভালো থাকবেন ভাইয়া
ধন্যবাদ অশেষ
জিসান শা ইকরাম
অভিমান খুবই খারাপ। তিলে তিলে শেষ করে দেয় সবকিছু। সব সময় বুকে একটা ভারী পাথরের মত চেপে বসে দম বন্ধ হয়ে যাবার অনুভুতি পেয়ে বসে।
পুস্প যেন লেখা চালিয়ে যায়, আর সোনেলায়ও নিয়মিত আসে।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
পুষ্প লিখবে কি না তা জানি না
তবে সুরাইয়া লিখবে আর সোনেলায় নিয়মিতও থাকবে। শুধু একটু সময় লাগবে
ধন্যবাদ ভাইয়া
আরজু মুক্তা
অভিমান করো না, আমি সে তো বুঝি না।
সুরাইয়া পারভীন
সেটাই
কেউই বোঝে না
হুদাই অভিমান করা
ভালো থাকুন আপু
এস.জেড বাবু
অভিমান এর মূল্য না পেলে আরও বেশি কষ্ট লাগে আমার
আর সবারটা জানি না।
ভালো লাগলো লিখা, চমৎকার
সুরাইয়া পারভীন
সবার ক্ষেত্রে বোধহয় এমনি ঘটে ভাইয়া
ধন্যবাদ অশেষ। ভালো থাকুন সুস্থ থাকুন
এস.জেড বাবু
আপনিও ভালো থাকবেন আপু
হালিম নজরুল
অভিমান আকড়ে ধরে থাকলে শুধু যন্ত্রণাই পেতে হয়। অভিমানের মূল্য দিয়ে কেউ মান ভাঙ্গায় না কখনো।
—————–চমৎকার কথা।
সুরাইয়া পারভীন
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সবসময়