মূল্যহীন অভিমান

সুরাইয়া পারভীন ২৫ জুন ২০২০, বৃহস্পতিবার, ১২:১৪:৫২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

ক্রিং ক্রিং ক্রিং…

ফোন হাতে নিতেই  থমকে গেল পুষ্প। অনেক অপেক্ষার পর অনেক প্রত্যাশিত আর কাঙ্খিত নম্বরে কল এসেছে দেখে নিস্তব্ধ হয়ে রইল পুষ্প। অশ্রুসিক্ত আঁখি বুকে সাইক্লোন, জলোচ্ছ্বাস কিংবা কালবৈশাখীর ঝড় বইছে। ভয়ঙ্কর তাণ্ডবে হৃদয়ের পাড় ভাঙ্গছে অবিরত। পুষ্প ফোন তুলে চুপ করে রইলো।

ফোনের ওপাশ থেকে একটা আওয়াজ এলো। তারপর সেও চুপ

পুষ্প সালাম দিয়ে আবার চুপ করে গেল

বাদল সালামের উত্তর দিয়ে কথা শুরু করলো

-কেমন আছো?

এই প্রশ্নে পুষ্পের প্রচণ্ড অভিমান হল। মনে মনে পুষ্প বললো তুমি জানো না আমি কেমন আছি,কেমন থাকতে পারি? তবুও এমন প্রশ্ন করতে পারো কি করে?

চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করলেও তা চেপে রেখে দীপ্ত কন্ঠে বললো….

-ভালো আছি। তা কী মনে করে ফোন দিলেন?

-কেনো ফোন দেওয়া বারণ?

-না তা ঠিক নয়। এতো দিন ফোন দেননি তো তাই বললাম।

-হুম।

– তা আপনি কেমন আছেন?

-বাড়ি ফিরার পর থেকে খুব ভালো ছিলাম। গত কয়েক দিন থেকে একটু সমস্যায় আছি।

পুষ্প আগে থেকেই জানতো তার সমস্যার কথা। তবুও জিজ্ঞেস করলো

-কি হয়েছে?

-ঐ আর কি পারিবারিক ঝামেলা!

বলেই বলতে শুরু করল তার সমস্যার কথা। পুষ্প নিঃশব্দে শুধু শুনছে। একটু পর বাদল জিজ্ঞেস করলো

-কি হলো?

-কি হবে!

-চুপ করে আছো যে!

-শুনছি।

-কিছু বলবে না?

-কী বলবো?

-কিছুই বলার নেই! ওহ ফোন তো আমিই করেছি।

-হুম

-কী করছো?

-কিছু না।

-আগামী বইমেলার জন্য বই রেডি করেছো?

-না।

-কেনো,এবার বই পাবলিস্ট করবে না?

-না,আমি আর লেখালেখি করি না।

-মাঝে মধ্যে তো দেখি সোনেলায় পোস্ট করো।

-ঐ আর কি! টুকটাক লিখি

-অফিস করছো?

-না।

-কেনো? জব ছেড়ে দিয়েছো!

-হ্যাঁ।

-জব ছেড়ে দিলে কেনো?

-এমনিই।

-খুব ভালো। চাকরি বাকরি ছেড়ে দিয়ে সংসারী হয়ে ওঠো। সেটাই ভালো।

-হুম।

-আচ্ছা রাখছি।

-ঠিক আছে।

-ভালো থেকো

-আপনিও ভালো থাকবেন।

বাদল ফোন কেটে দিল। পুষ্প ভাবলো সত্যিই ফোন কেটে দিল! কেনো সে বুঝতে পারলো না কি চলছে পুষ্পের হৃদয়ের। এতো নিষ্ঠুর কেউ কী করে হয়? পুষ্প আর সহ্য করতে পারছিল না। সাথে সাথে কল ব্যাক করল পুষ্প। কিন্তু ওপার থেকে নারী কন্ঠ ভেসে এলো

আপনি যে নম্বরে ফোন করেছেন তা এখন…..

পুষ্প বুঝলো অভিমান আকড়ে ধরে থাকলে শুধু যন্ত্রণাই পেতে হয়। অভিমানের মূল্য দিয়ে কেউ মান ভাঙ্গায় না কখনো।

১১৮২জন ১০৩১জন
0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ