লালের বেষ্টনীতে
লালসাগ্রস্ত ক্ষমতার অট্টভঙ্গির নেতা নই
নীতিগ্রস্ত মাদকের পিপাসিত কবি নই
আমি পিপাসিত শব্দের পিপাসিত কবি।
করি অশুদ্ধ কবির অশুদ্ধ কবিতা পান
আজ কবিতায় বলে- আমি নাকি
কবিতাসক্ত, নিষিদ্ধ, বেপোরোয়া মাতাল ?
ইতিহাসের অবলা মস্তিষ্কে
কবিতায় সেঁটে দেয় প্রতিবাদী ক্যান্সার
যার উত্তপ্ত ভাইরাসে
দগ্ধ হয় ভাবনার বিচ্ছিন্ন শব্দকোষ
অনিয়মেই জন্ম দেই
আমার কলমে ভগ্ন কবিতার মহৌষধ ।
এ যুগে নীল-নকশার রেসকোর্সে
আমি এক নবাগত , কাব্য মাতাল কবি
শুনো- আমার সুপ্রিয় উপস্থিত ধর্ষিতা
পর্দার আড়ালে নির্যাতিতা,নির্বাসিতা
জনপ্রতিনিধি এবং জনগণ
নেই তো আজ তোমাদের
তর্জনির জনতায় শান্তিকামী গণতন্ত্রী কবিতা।
মনে রেখো-
সবুজ মুখোশে মোড়ানো অশান্তির প্রণেতারা;
কবিতা বিমুখ আটারো জনতার রক্তে
স্বৈরাচারী ঘুণে ধরা বিবেকের গলিতে
এবার কবিতায় জ্বলবে
কবিতায় জ্বালাবে, কবিরাই শব্দ-বোমা ফাটাবে
বাঁচলে এবার
সোজা পথে মুখটা খুলে দেশটা বাঁচাও …!
নেত্রকোনা, ময়মনসিংহ।
১৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সাহসী উচ্চারণ,
এভাবে উৎরে যেতে চাই আমরা, কিন্তু পারছি কৈ!!
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য লেখনী দাদা।
বেশ ভালো লাগলো।
তৌহিদ
এরকম পিপাসা থাকা ভালো, একারনেই আপনার কাছ থেকে এত এত সুন্দর লেখা পাচ্ছি আমরা।
ভালো লাগলো নাজমুল ভাই।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
ইঞ্জা
অনবদ্য আহবান, মুগ্ধ হলাম ভাই আপনার লিখণশৈলিতে।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
আরজু মুক্তা
কিন্তু কবিদের মুখও বন্ধ করে দেয়া হয়েছে।
কিছু লিখলেই হামলা!
নাজমুল হুদা
লিখতে ভয় নাই, প্রকাশ ঘটলেই ভয় ।
শামীম চৌধুরী
খুব সুন্দর কবিতা হয়েছে। তবে সেই চিরাচরিত কথা। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?
নাজমুল হুদা
কেউ নাই,সময় বেঁধে নিবে ।
ধন্যবাদ ভাইয়া 😍
নিতাই বাবু
কবির কবিতার বোমা বিস্ফোরিত হোক।
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ দাদাভাই । কবিতাময় হোক সব
মনির হোসেন মমি
যার উত্তপ্ত ভাইরাসে
দগ্ধ হয় ভাবনার বিচ্ছিন্ন শব্দকোষ
অনিয়মেই জন্ম দেই
আমার কলমে ভগ্ন কবিতার মহৌষধ ।
দারুণ শব্দ ও বাক্যের মাঝে প্রতিবাদী ঝড়।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍।
জিসান শা ইকরাম
এমন কবিতা লিখতে সাহস প্রয়োজন,
দেশকে বাঁচাতে কি পারবো আমরা?
শুভ কামনা।
নাজমুল হুদা
সাহস আছে কিনা জানি না। তবে দেশ ভালো থাকে না কখনও কখনও । সেই থেকে কবিতা।
ধন্যবাদ ভাইয়া 😍