
যার মাঝে রোজ মিথ্যা জেগে কর্মে রাখে লয়,
তার কাছে কি সত্য ঘুরে খুঁজতে ক্ষণিক জয়?
থাকলে বরং আস্থা যেচে
ওরাও ভাবে মান দি’ বেচে
আর তা শুনেই মিথ্যা বলে ‘আমিই কালের হয়!’
তখন কি তার সঙ্গী-সাথী আর করে কেউ ভয়?
ভাবছো শুনে ’মিথ্যা সে নয় চিরস্থায়ী বীর?’
কও তো তবে একটুখানি বুদ্ধি রেখে স্থির!
জমিন ভেবে শ্রমীর বাছা
বাছলো না যে যা আগাছা
ফসল কি তার বাঁচতে পারে উচ্চ করে শির?
যতোই সুখে হোক সে’ মৌসুম সহন ধারার নীড়!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সত্য সত্যের মতই চিরসমুজ্জ্বল থাকে, থাকবেও।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
কর্মেই সুউচ্চ শীর
সত্য ততই নিশ্চিত
আগাছা যদি হই উচ্চে
ফসল রবে চুপসে।
থাকবে কি ইজ্জত চাষীর!
সুন্দর বোরহান ভাই। ভালো লাগল।
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় তৃপ্ত হলাম মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
শির হবে শীর নই।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক ভাবনা কবি দা
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম কবি দা!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
হালিমা আক্তার
মিথ্যা তো মিথ্যের দ্বারা বন্দি থাকে। সে কখনো স্বাধীন হতে পারে কি। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
সহাবস্থানে সকলই স্বাধীন।
মন্তব্য পাঠে অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
মিথ্যা হলো ফসল ক্ষেতের আগাছার মতো। একটা রেখে দিলেই পুরো ক্ষেত ছেঁয়ে যায়। চমৎকার উপমা দিয়েছেন লিটন ভাই।
বোরহানুল ইসলাম লিটন
অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।