
প্রতিদিন শহরে মিছিল হয়
মিছিলে থাকে না শ্লোগান ,
থাকে না প্রতিবাদ ,
কোন দাবি দাওয়া ও নাই
তবুও মিছিল হয় ।
মিছিলে শামিল হই
আমি , আমরা অথবা
আমাদের মতো কেউ ।
এ মিছিলে পুলিশ লাঠিচার্জ করেনা ,
গুলি ছোঁড়ে না ,
ছাড়ে না কাঁদানে গ্যাস ,
এমনকি কোন ব্যারিকেড দেয়া হয়না ,
মিছিলে বাধা আসেনা
এমন মিছিল দেখেছে কেউ কখনো ।
মিছিল মানে ৫২ ‘র মিছিল
“রাষ্ট্র ভাষা বাংলা চাই ”
মিছিল মানে ৭১ ‘র স্বাধীনতার সংগ্রাম
“তোমার আমার ঠিকানা
পদ্মা , মেঘনা , যমুনা ”
মিছিল মানে ৯০’র গণজাগরণ
স্বৈরাচার নিপাত যাক , গণতন্ত্র মুক্তিপাক ”
না এমন কোন প্রতিবাদী মিছিল নয়
এ এক অন্য রকম মিছিল,
এ মিছিলে যাওয়া সন্তানকে
মা আর দেখতে পায়না,
সন্তান বাবাকে ছুঁতে পায়না ,
বোন ভাইয়ের কাছে যেতে মানা
প্রিয়তমা স্ত্রী তাঁর স্বামীকে
জড়িয়ে ধরতে পারেনা ।
এ মিছিলের শব্দ হারিয়ে গেছে
কথারা লুকিয়েছে অদৃশ্য
শত্রুর আঘাতে,
অন্য রকম মিছিল
নিরব নিস্তব্দ মিছিল ।
এ মিছিল আমরা চাইনা
আমরা প্রতিবাদী মিছিল চাই
আমরা কোলাহল চাই
আমরা বাঁচতে চাই
আমরা জাগরণের গান
শুনতে চাই গাইতে চাই ।
২৭টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
অনাকাঙ্ক্ষিত নিরব-নিস্তব্ধ মিছিলের অবসান হোক।
লোকারণ্য মুখরিত হয়ে উঠুক আশা-আকাঙ্ক্ষা, শব্দ আর কোলাহলে।
ফিরে আসুক আমাদের চিরচেনা সবুজ সাবলীল পৃথিবী।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
তাই যেন হয়। নিরবতার অবসান ঘটুক। পৃথিবী জেগে উঠুক। হইচই কোলাহলে মুখরিত হয়ে উঠুক বসুন্ধরা। শুভ কামনা অবিরাম।
বন্যা লিপি
এ শবের মিছিল আমাদের কারোরই কাম্য নয়। আমরা জীবনের জয়গানের মিছিলে অংশী হতে চাই।
হালিমা আক্তার
ধন্যবাদ আপা। আল্লাহ যেন শব মিছিল থেকে আমাদের দ্রুত মুক্তি দেন। শুভ কামনা রইলো।
সুরাইয়া পারভীন
এমন মিছিল কখনোই চাই না
চাই এই মিছিলে সহযাত্রী হতে।
এইসব ভয়ানক নিরব নিস্তব্ধ মিছিল শেষ হোক
হালিমা আক্তার
আল্লাহ যেন এ মিছিল থেকে দ্রুত সবাইকে মুক্তি দেন। শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
আসলেই আমরা এ মিছিল চাই না। যেখানে মানুষ থেকে মানুষের দুরত্ব বাড়ে। থেমে যাক এ মিছিল আমরা আবার দলাদলির করি আপনজনের সাথে।
শুভ সকাল।
হালিমা আক্তার
আমিন। আপন জনের সাথে জড়াজড়ি করি থাকতে পারি যেন নিবিড় বাঁধনে। শুভ কামনা রইলো।
রিতু জাহান
গা শিউরে ওঠে চিন্তা করলে। কি নির্মমতা এ মিছিল।
স্বজন হারানোর ব্যাথা যেনো চারপাশ,, প্রতিদিন আসে খবর কেউ না কেউ যাচ্ছে চলে মিছিলে মিছিলে ওপারের দুনিয়াতে,,,
ভালো লিখেছেন আপু।
হালিমা আক্তার
আসলেই ভাবা যায়। প্রিয়জনের কাছে প্রিয়জন যেতে পারে না। এটা কি যে কষ্টের। আল্লাহ এ কষ্ট থেকে সকলকে মুক্তি দান করুন। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
এই শব মিছিলের নির্মমতা দেখেছি/দেখছি দূর থেকে।
এই মিছিলের সমাপ্তি কামনা করি মনে-প্রাণে।
হালিমা আক্তার
আমিন। দ্রুত এ মিছিলের সমাপ্তি আমাদের সকলের কামনা । আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় প্রকাশ এ মিছিল চলতে থাকলে আমিও মিছিল হব কবি আপু
হালিমা আক্তার
আসলে আমরা কে কখন এ মিছিলের যাত্রী হব কেউ জানিনা। আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন। শুভ কামনা অবিরাম।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বৈশ্বিক অতিমারি করোনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিল। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে জীবনের চাওয়া — এ মিছিলের শব্দ হারিয়ে গেছে
কথারা লুকিয়েছে অদৃশ্য
শত্রুর আঘাতে,
অন্য রকম মিছিল
নিরব নিস্তব্দ মিছিল ।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। শুভ কামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতি প্রীতিময় শুভেচ্ছা রইল।
প্রদীপ চক্রবর্তী
এ মৃত্যুমিছিলের খুব কাছাকাছি ছিলাম।
চারদিনে চোখের সামনে ২৭ জনের মৃত্যুবরণ দেখেছি।
যা ছিলো খুবি হৃদবিদারক।
..
পৃথিবী সুস্থ হয়ে উঠুক।
যথার্থ কবিতা।
হালিমা আক্তার
ভয়ানক দিনযাপন। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন।
রেজওয়ানা কবির
পৃথিবী সুস্থ হয়ে উঠুক এই কামনা। শুভকামনা।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মাছুম হাবিবী
এটা মৃত্যুর মিছিল, এই মিছিলের শব্দ নেই
এখানে নিরবে মিছিল হল। এই মিছিলের প্রতিটি শব্দ বুক পাঠা কাঁন্নায় শেষ হয়।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আরজু মুক্তা
এই শবের মিছিল আর চাইনা।
সব দূর হোক। আবার আগের মতো হোক পৃথিবী।
হালিমা আক্তার
আমরা সকলেই প্রতীক্ষায় আছি আবার আগের পৃথিবী দেখার। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
এমন মিছিল এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। যার যায় সেই বুঝে কি হারালো। দারুন ভাবে উপস্থাপন করলেন শবের মিছিলকে। ধন্যবাদ আপু। অবিরাম শুভ কামনা
হালিমা আক্তার
একদম সত্যি বলেছেন। যার যায় সেই বুঝতে পারে, কি হারালাম। সবাই যদি বুঝতো! শুভ কামনা রইলো।