মা মাটি দেশ ছবির ব্লগ০১

মনির হোসেন মমি ৩০ নভেম্বর ২০১৩, শনিবার, ০৭:১৩:৫১অপরাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

  (y) দেখতে মনে কোন এক সাগর পাড়ে কিন্তু না,পড়ার টেবিলে রাখা প্লাষ্টিকের আবরন যা এখানে দেখতে সাগরের ঢেউ এবং হাতে আকাঁ “বন্ধু কেমন আছ”লেখাটি।

 

 

 

 

 

  (y) সাধারন একটি কাগজে আকাঁ একটি কাল্পনিক ড্রইং যা মনে করিয়ে দেয় নারী প্রেমে বিষাক্ত সাপ এবং ভালবাসার   পূজারীর প্রতিচ্ছবি।

 

 

 

 

 

 

 

(y) মনের মাঝে লুকায়িত সুপ্ত ভালবাসার বহিঃপ্রকাশ।রাফ খাতার পাতায় আকানোঁ পেন্সিল কলম ড্রইং

(y) নারী মনের জটিলতা-ফুল নেব না আঘাত দেব-এটাও একটি পেন্সিল কলম ড্রইং

 

(y) যে পৃথিবীতে মানুষের খাবারে অপ্রতুল সেখানে বিড়াল খাবার পাবে কোথায়?খাবারের সন্ধানে আপ্রান চেষ্টায়  একটি জীব।মোবাইলে তোলা একটি ছবি।

(y) একটি রাজকীয় পরিবার

নেশা এক চিজ হে…….বিরহে ডুবে থাকা এক শান্তনার আশ্রয়স্হল (y) পেন্সিল ড্রইং

(y) জীবন কি?সংসার আর কর্ম………আর ঘাত প্রতিঘাতের প্রতিচ্ছবি। (y) পেন্সিল এবং মার্কার ড্রইং

(y) একটি নাম একটি আশা “মমি” তার নাম ভালবাসা, থাকে কাটার আঘাত(y) পড়ার টেবিলে উপর প্লাষ্টিকের আবরনে আকাঁ ।

(y) শুধু পেন্সিলে আকাঁ একটি জগের অংশ (y)

(y) নরমাল কাগজে আকাঁ সাঃ নাম না জানা ফুলের অংশ।

(y) সাধারন ডিজাইন

(y) নিজের মোবাইলে তোলা বাংলার প্রকৃতি এবং …………..

 

(y) ছবি তোলার কোন টেকনিক্যাল অভিজ্ঞতা নেই সখের বসে তোলা ছবিগুলো ভাল লাগলে আত্ত্বতৃপ্তিতে মন ভরে যাবে।সবাইকে ধন্যবাদ বিশেষ করে সোনেলা টিমকে।

 

(ছবিগুলো সোনেলা ব্লগের সবাইকে উৎসর্গ করলাম)

 

 

 

 

 

 

১৯১০জন ১৯১০জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ