(y) দেখতে মনে কোন এক সাগর পাড়ে কিন্তু না,পড়ার টেবিলে রাখা প্লাষ্টিকের আবরন যা এখানে দেখতে সাগরের ঢেউ এবং হাতে আকাঁ “বন্ধু কেমন আছ”লেখাটি।
(y) সাধারন একটি কাগজে আকাঁ একটি কাল্পনিক ড্রইং যা মনে করিয়ে দেয় নারী প্রেমে বিষাক্ত সাপ এবং ভালবাসার পূজারীর প্রতিচ্ছবি।
(y) মনের মাঝে লুকায়িত সুপ্ত ভালবাসার বহিঃপ্রকাশ।রাফ খাতার পাতায় আকানোঁ পেন্সিল কলম ড্রইং
(y) নারী মনের জটিলতা-ফুল নেব না আঘাত দেব-এটাও একটি পেন্সিল কলম ড্রইং
(y) যে পৃথিবীতে মানুষের খাবারে অপ্রতুল সেখানে বিড়াল খাবার পাবে কোথায়?খাবারের সন্ধানে আপ্রান চেষ্টায় একটি জীব।মোবাইলে তোলা একটি ছবি।
(y) একটি রাজকীয় পরিবার
নেশা এক চিজ হে…….বিরহে ডুবে থাকা এক শান্তনার আশ্রয়স্হল (y) পেন্সিল ড্রইং
(y) জীবন কি?সংসার আর কর্ম………আর ঘাত প্রতিঘাতের প্রতিচ্ছবি। (y) পেন্সিল এবং মার্কার ড্রইং
(y) একটি নাম একটি আশা “মমি” তার নাম ভালবাসা, থাকে কাটার আঘাত(y) পড়ার টেবিলে উপর প্লাষ্টিকের আবরনে আকাঁ ।
(y) শুধু পেন্সিলে আকাঁ একটি জগের অংশ (y)
(y) নরমাল কাগজে আকাঁ সাঃ নাম না জানা ফুলের অংশ।
(y) সাধারন ডিজাইন
(y) নিজের মোবাইলে তোলা বাংলার প্রকৃতি এবং …………..
(y) ছবি তোলার কোন টেকনিক্যাল অভিজ্ঞতা নেই সখের বসে তোলা ছবিগুলো ভাল লাগলে আত্ত্বতৃপ্তিতে মন ভরে যাবে।সবাইকে ধন্যবাদ বিশেষ করে সোনেলা টিমকে।
(ছবিগুলো সোনেলা ব্লগের সবাইকে উৎসর্গ করলাম)
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
নিজের হাতেআঁকা ছবি গুলোই ভালো লেগেছে খুব ।
মোবাইলে তোলা বাংলার প্রকৃতিও সুন্দর ।
তবে হাতে আঁকা এবং মোবাইলে তোলা ছবি আলাদা আলাদা দিলে ভালো হতো।
উৎসর্গের জন্য ধন্যবাদ ।
শুভ কামনা ।
মা মাটি দেশ
পরবর্তীতে আলাদা আলাদা দিব।ধন্যবাদ।
লীলাবতী
খুব সুন্দর ছবি ছবি ব্লগ ।
মা মাটি দেশ
ধন্যবাদ (y)
প্রিন্স মাহমুদ
(y) চমৎকার
মা মাটি দেশ
অনেক শুভেচ্ছা -{@
শুন্য শুন্যালয়
অনেক সুন্দর সব ছবি…
হাতে আকা ছবিগুলো খুবই দারুণ …
আর ক্যামেরার ছবিও আরো ভালো লাগতো যদি সুন্দর করে গুছিয়ে দিতেন ..আমিও কিন্তু আগে পারতাম না,এখন একটু একটু পারি..
সব মিলিয়ে দারুণ (y)
মা মাটি দেশ
গুছানো শিখছি ধন্যবাদ। \|/
নীলকন্ঠ জয়
অনেক অনেক অনেক…… ধন্যবাদ এত্ত সুন্দর কিছু ছবি উপহার দেওয়ার জন্য। হাতে আঁকা ছবিগুলো অসাধারণ (y) -{@
মা মাটি দেশ
শুধু শুভেচ্ছা নয় এর চেয়ে বেশী কিছু দিতাম যদি থাকত (y)
মিথুন
আপনি তো খুব সুন্দর ছবি আকেন .প্লাস্টিকের ব্যাপার টা বুঝিনি.টেবিল ম্যাট এর উপর কি দিয়ে একেছেন?
মা মাটি দেশ
একটি টেবিল তার উপর প্লাষ্টিকের টেবিল ক্লথ তারপর আকাঁঝুকা এবং টেক পিকচার (y) ধন্যবাদ
তন্দ্রা
ওয়াও! আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবনা। আপনি আত্ত্বার সংগে থাকুন।
এত সুন্দর করে ছবি এঁকেছেন ভাবতেই মন ভোরে যাই। কি অসাধারন আকিয়ে,
আপনি আরও আরও ভালো আঁকুন প্রার্থনা করি।
মা মাটি দেশ
ধন্যবাদের ভাষা নেই আপনার মত বন্ধু পাওয়া সত্যিই আমি লাকি (y) একটু একটু করে নিজেকে বিলিয়ে দিতে চাই সবার মাঝে নিঃশর্তভাবে। (y) ধন্যবাদ ভাল থাকুন।
খসড়া
খুব ভাল লেগেছে, অনুমতি ছাড়াই নিজের কাছে রেখে দিলাম।
তৌহিদ
নিজের হাতেআঁকা ছবি গুলোই ভালো লেগেছে খুব ।
মোবাইলে তোলা বাংলার প্রকৃতিও সুন্দর ।