মাতাপিতা থাকিতে করিও যতন
তবে হারিয়ে গেলে বুঝিবে হারিয়েছে রতন।
এমন আপন পরশ পাবে নাকো তুমি
মাতাপিতা তোমার আমার আপন জন্ম ভুমি।
ছেলেবেলায় আমারে পিতামাতা করেছে পালন যেমন করে
মরণের পর তাদের সাথে ব্যবহার করিও তেমন করে।
শত কষ্ট করে আমারে করেছে তারা লালন
কষ্ট দিও না তাদের করো ফুলের মতো পালন।
জ্বালাতন করতাম যখন আমি রাতে
কষ্ট দিত না আদর করত দিয়ে মাথায় দুই হাতে।
সুখের স্থানে রেখে খোদা আমার পিতামাতারে
সন্তান হয়ে দুই হাত তুলে কামনা করি খোদার তরে।
রচনাকালঃ
২৬/১২/২০১৯
৯৯৩জন
৯২০জন
৮টি মন্তব্য
মনির হোসেন মমি
মায়ের তুলনা হয় না।যখন থাকবেনা তখন বুঝবে মায়ের কদর কত। সুন্দর কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
মা অনন্যা
তার সাথে হয় না তুলনা।
শুভকামনা রইল প্রিয় পাঠক
সুপর্ণা ফাল্গুনী
বাবা-মায়ের চেয়ে আপন কেউ নেই। বেঁচে থাকতেই তাদের যত্ন ও ভালোবাসা দেয়া উচিত। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
জাহাঙ্গীর আলম অপূর্ব
মা বাবা ই সবচেয়ে বেশি আপন
শুভকামনা রইল সদা প্রিয় পাঠক
আলমগীর সরকার লিটন
অনেক অনেক শ্রদ্ধা জানাই কবিতার প্রতি কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল নিত্য প্রিয় পাঠক
আরজু মুক্তা
আপনজন হারালেই বোঝা যায়।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন প্রিয় পাঠক
শুভকামনা রইল