বাংলা আমার মা
আমি যে তার ছা
মায়ের উপর আসলে আঘাত
সন্তান হয়ে বসে থাকবো না।
মাকে রক্ষা জন্য আমি
করব প্রাণ দান
তাতে হবে রক্ষা আমার
বাংলা মায়ের মান।
মায়ের মুখের হাসির জন্য
কিনা পারি করতে
প্রয়োজন হলে মেশিন গান
তলে নেব এই হস্তে।
মাকে রাহু মুক্ত করার জন্য আমি
মৃত্যুর সাথে ধরব পাঞ্জা
এগিয়ে যাব সংশপ্তকের মতো
নেই কো কোনো ধান্দা।
শোন যখন আমার পিতা নাম
বঙ্গবন্ধু শেখ মুজিব
আমাকে কি দমন করতে পারে
এই ধরার কোনো জীব।
আমার পিতার নেতৃত্ব বাঙালিকে
করেছে প্রাণের সঞ্চার
সম্মিলিত প্রয়াসে দূর করব আমার
মায়ের সকল জঞ্জাল।
আমার পিতার নেতৃত্বে
মা পেল মুক্তি
যখন খুশি মায়ের কোলে
করব আমরা ফূর্তি।
রচনাকালঃ
২৪/১০/২০২০
৯৬৫জন
৮৮৪জন
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি দা অনেক শুভেচ্ছা রইল
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
হুম ঠিক বলেছেন। মায়ের উপর আঘাত এলে সহ্য করা কঠিন।তখন প্রতিবাদ করতে হবে, জীবন গেলেও হাসিমুখে মেনে নেব।
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন
শুভকামনা রইল প্রিয়
ফয়জুল মহী
বাহ সত্যি অনবদ্য অসামান্য উপস্থাপন
খুবই ভালো লাগলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য
শুভকামনা রইল প্রিয়
বোরহানুল ইসলাম লিটন
বেশ সুন্দর লেখা।
দেশাত্মবোধের এক অনন্য নিবেদন।
মুগ্ধতায় শুভেচ্ছা একরাশ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সত্যি অসাধারণ মন্তব্য
শুভকামনা রইল প্রিয় পাঠক
শুভকামনা রইল
আরজু মুক্তা
মা যেমন জন্মভূমিও তেমন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক
শুভকামনা রইল
সাবিনা ইয়াসমিন
এমন সন্তান ঘরে ঘরে জন্ম নিক যারা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানে। সন্তানেরা বেঁচে থাকুক মায়েদের অবলম্বন হয়ে, দেশের সন্তান হয়ে।
শুভ কামনা 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
শুভকামনা রইল প্রিয় পাঠক