মা, চল, ভালবেসে কাঁদি

সুমধু চক্রবর্তী ৪ নভেম্বর ২০১২, রবিবার, ১০:০৮:২১পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ১৮ মন্তব্য

পুরুষ কেমন জানো সখী ?
শুনো তবে…

 

দুষ্টুমী করতাম তাই মারত মা। প্রচন্ড।
কখনোবা সেই লাঠিও ভাঙত। মারের চোটে।

 

কীভাবে জানি জেনেছিলাম।
সেই শিশুকালেই-
‘আমি নাকি মরদ।
জেনানারাই কাঁদে।’

 

জানো সখী?
কখনো রক্তে ভিজত পিঠ।
নিতম্ব।
হাত।
পা।
কাঁদিনি তবুও। ঝরেনি অশ্রু।
‘যে কাঁদে সে মরদ না।’

 

জানো?
তারপরও কিন্তু অশ্রুতে ভিজত গা!
মায়ের অশ্রু।
তারও পরে আমার অশ্রুতে।
না কেঁদে পারি সখী, বল?
ঐ অশ্রুতে যে ভালবাসা মাখা !

 

জেনে রাখো সখী,
ব্যাথায় মরদ কাঁদেনা।
আবেগে মরদ কাঁদেনা।
ভালবাসা কাঁদায় তাকে।
কাঁদিয়ে ছাড়ে।
কাঁদিয়ে মারে।
আজন্ম কাঙ্গাল সে, প্রেম ভিখারী।

 

এখন মা মারে না আর, সখী।
এখন মনে মনে বলি,-
‘আবার মারো, মা।
আবার কাঁদো।
চল, আবার কাঁদি দুজনে।
ভালবেসে।’

৭১০জন ৭১০জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ