মায়ের হাতের তালের পাখাটা……
মৃদু মৃদু হাওয়ার দোলায় এখনো…..
হাতছানি দিয়ে যেন ডাকে,
মনে পড়ে…..
পাখাটা কিনে আনার পরই মা….
নতুন কাপড়ের টুকরো দিয়ে ঝালরের মতো
মুড়িয়ে দিতেন পাখাটার চারদিক।
তখন ছিল না বৈদ্যুতিক পাখা,
থাকলেও খুব কম লোকের ঘরে থাকতে,
ঘাম ঝরা বৈশাখী দুপুরে মায়ের গা ঘেঁষে শুতাম,
মৃদু মৃদু বাতাস দিতেন,কি প্রশান্তির বাতাস!
তিন বোনে ঠেলাঠেলি লেগে যেত……
কে মায়ের কাছটায় শোবে,
যদিও ছোট্ট বোনটিই জিতে যেত,
মাঝেমাঝে মা পাখার ডাটিটা দিয়ে প্রহার করতেন,
আমাদের ঝগড়ায় অতিষ্ট হয়ে গিয়ে।
কি মধুর স্বর্গীয় হাওয়া… প্রাণ,মন,অন্তঃকরণ….
সব যেন শীতল হয়ে যেত এর মধু স্পর্শে।
কখনো ঘুমিয়ে পড়লে, হঠাৎ জেগে উঠে দেখতাম..
ঘুমন্ত মায়ের হাতের পাখাটা তখনো চলছে।
বলতাম…”মা কি করে বাতাস দাও গো ঘুমিয়ে?”
মা বলতেন…”তুই বুঝবি না,বহু দিনের অভ্যাস”।
এখন, মরুভূমির মতো তপ্ত প্রাণহীন দিনগুলোতে
ফ্যান আছে,আছে এয়ার কুলার ও,
তবু সেই স্বর্গীয় প্রশান্তি পাই না কেন!
রাতে লণ্ঠনের আলোয় আমার প্রথম শিক্ষাগুরু মা,
এই গরমে পাখার শীতল বাতাস চালিয়ে পড়াতেন,
অসীম ধৈর্য সহকারে।
ষষ্ঠী পূজার সময় মা তাঁর পাখাটার ভেজা বাতাস..
মাথায় দিতেন আর বলতেন…ষাট….ষাট,
সন্তানের শতবর্ষের আয়ুর কামনায়।
মা নেই আজ চলে গেছেন কোন এক না ফেরার দেশে,
তাঁর হাতের পাখাটা হয়তো আছে…..
ঘরের কোন এক কোনে,বা ষ্টোর রুমে বাতিল জিনিসের সাথে,
তাই অহরহ তপ্ত ,দগ্ধ হৃদয়কে প্রশান্তি দেবার পাখাটা……
এখন অকেজো,অবসর প্রাপ্ত কর্মচারীর মত,
সেই হাতটা যে কোথাও নেই!!
ছন্দা দাম,আসাম,ভারত।
১৯টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
চমৎকার লিখেছেন কবিতা খানি
পড়ে মুগ্ধ
শুভকামনা রইল সদা
ছন্দা দাম
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই বন্ধু 🌹🌹
নাজমুল আহসান
দুর্দান্ত লিখেছেন।
ছন্দা দাম
অপার মুগ্ধতা বন্ধু 🌹🌹
ফয়জুল মহী
সুশোভিত ও সৌন্দর্যময় কথামালা ।
ছন্দা দাম
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধু 🌹🌹
সুরাইয়া নার্গিস
অসাধারন লিখছেন আপু।
মা মানেই মা পৃথিবীর কোন কিছুর সাথে মায়ের স্নেহ,ভালোবাসার তুলনা হয় না।
ভালো থাকুক সকল মা,মাকে ভালোবাসুন সব সময়।
রাব্বি হাম হুমাকামা রাব্বা ইয়ানি সগিরা।
ছন্দা দাম
অনেক ভালোবাসা বন্ধু।।মায়ের আবেগ হৃদয়কে বুঝি মৃত্যু পর্যন্ত জড়িয়ে রাখে।।
মনির হোসেন মমি
খুবই আবেগী লেখা।।সেই সময়টিকে আমরা সবাই মিস করছি।আর মা সেতো তুলনাহীন।জগৎতে ওপারে সকল মা এরা ভাল থাকুক এই কামনা।
ছন্দা দাম
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধু 🌹🌹
স্মৃতি মায়ের ভালোবাসা তোলনা হীন।।
রেজওয়ানা কবির
মায়ের কোন তুলনাই নেই, মা আমাদের গর্ব,সকল মাকে ভালোবাসা আর শ্রদ্ধা। ভালো লিখেছেন আপু।
ছন্দা দাম
অনেক ধন্যবাদ ও ভালোবাসা তোমায় বোন ❤️❤️
জিসান শা ইকরাম
লেখা পড়ে মা এর শীতল স্পর্শ পেলাম,
মা হাতের তালের পাখার বাতাস আমিও পেয়েছি।
শুভ কামনা।
ছন্দা দাম
সত্যি ভাই এই স্পর্শ যে সারাজীবন সম্পদ।। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
মায়ের হাতের পরশে তালপাতার বাতাসটাও যেন শীতল পরশ বুলিয়ে দেয়। মায়ের হাতটা নেই সেই বাতাস ও দেবার কেউ নেই তাইতো তার জিনিসটা কোথায় যেন অবজ্ঞা, অবহেলায় অকেজো হয়ে পড়ে আছে । চমৎকার, অসাধারণ লেগেছে । মায়ের সাথে তিন বোনের খুনসুটি খুব ভালো লাগলো। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা
ছন্দা দাম
অনেক ধন্যবাদ ও ভালোবাসা বোন।।
এই স্মৃতি বেদনাময় কিন্তু বড়ো মধুর গো রূমন্থনে।।
খাদিজাতুল কুবরা
দিদি ভাই খুব সুন্দর লিখেছেন মায়ের স্মৃতি। তালপাখা এবং মা দুটোরই কোন তুলনা হয়না।
ভালো থাকুন সব মায়েরা।
ছন্দা দাম
তোমাকে হৃদয়ের ভালোবাসা জানাই বোন।🌹🌹মায়ের অভাবে স্মৃতিই একমাত্র সম্পদ বোন।।
আরজু মুক্তা
তালপাখার মতো মায়েরও স্মৃতিও খুঁজে ফেরে