মামার বাড়ি

জাহাঙ্গীর আলম অপূর্ব ৩০ মে ২০২১, রবিবার, ০৮:২৭:৫৯পূর্বাহ্ন ছড়া ১২ মন্তব্য

আমি আর খুকি মিলে

যাব মামার বাড়ি,

আছে আমার মামার বাড়ি

মস্ত মধুর হাড়ি।

মামার বাড়ি যেয়ে আমরা

খেলব নানা খেলা,

আম জাম ডুমুর ফলের

হরেকরকম মেলা।

ফলের সমাহার মামার বাড়ি

খেয়ে জুড়াবে প্রাণ,

নিত্য বিকেলে গেয়ে বেড়াব

হর্ষে করে গান।

কাজিনদের সঙ্গে রাত্রি বেলা

করব নানা গল্প,

হৈ হৈহল্লা করলে মামা

বকা দেবে অল্প।

রোজ প্রভাত ঘুম ভাঙবে

শুনে দোয়েলর শিস,

বাড়ি ফিরে এসে আমরা

 করব তা মিস।

রচনাকালঃ

২৬/০৫/২০২১

১২৮৬জন ১২০৬জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ