মাতা ,মাতৃভাষা ও মাতৃভূমি

জি.মাওলা ২৩ সেপ্টেম্বর ২০১৩, সোমবার, ০৯:৩৯:৪৬অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য

মাতা, মাতৃভাষা ও মাতৃভূমি

প্রত্যেক মানুষের কাছেই না কি প্রিয়!

কথাটা বলেছেন আমাদের প্রিয়

ভাষাবিদ ডঃ মুহাম্মদ শহিদুল্লাহ।


মাতার কথাটা ঠিক আছে

ভালবাসি আমরা প্রত্যেকে মা কে।


মাতৃভূমিকে এখন আর কেও ভালবাসিনা

আছি সকলে মহা ধান্দায়

লুটতরাজের মহা মহতী পেশায়।


প্রতিদিন করছি

      কিংবা

করছে মহা সমারোহে

বার বার ধর্ষিতা।

 

১৬ই ডিসেম্বর বা ২৫শে মার্চ

এলেই কেবল উথলে উঠে প্রেম,

জানিয়ে দিতে চাই 

প্রিয় মাতৃভূমি কত ভালবাসি তোমায়।

 

মাতৃভাষা বাংলার প্রেমে

হয়ে উঠি প্রেয়সী কিংবা প্রেমিকের মত

 ২১শে ফেব্রুয়ারির একুশের প্রিয় গানের

সুরেলা কণ্ঠের…… আমরা কি ভুলিতে পারি……।

 

  ১৬, ২৫ বা ২১ গেলেই লাথি মেরে

তাড়িয়ে দিই এসব আবেগ ভালবাসা

প্রেমের কাহিনী গত আর গাথা।

 

আবার হয়ে উঠি বর্বর

ধর্ষণ করি মাতৃভূমি  ও মাতৃভাষাকে

প্রতিনিয়ত প্রতিবার। 

.০১am  ৮-৭-১৩ 

http://www.facebook.com/golammaula.akas/posts/546145485453381

৫৯২জন ৫৯২জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ