মহা রাতের ঘাতক আধাঁর
এভিনিউর মোড়ে মার্বেল খেলার ছলে
কেটে গিয়েছিলো আমার নাবালক প্রভাত
কুচকুচে সাদা ইউনিফর্মপড়া
এক কিশোরীর এক্কা দোক্কা খেলা দেখার ছলে
মন্ত্রমুগ্ধের মত পেরিয়ে ছিলাম উদাস দুপুর!
অস্তাচলা গোধূলীর বয়স্ক বিকেলের শেষ গানে
সুর মিলাতে মিলাতে কেটে গেলো আমার বিকেল!
এখন অধৈর্য্যর ঘোর অন্ধকার
বন্ধ হয়ে আসছে সব খুলা দ্বার
দোকানির বাকী হিসাব কষতে কষতে
রাতের উপর দিয়ে উড়ে মহা রাতের
ঘাতক আধাঁর!
৩/৯/২০১৩
https://m.facebook.com/poet.salman
৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনি মন্তব্যের উত্তর দিচ্ছেন না ।
সমস্যা কোথায় ?
জিসান শা ইকরাম
মহা রাতের ঘাতক আঁধার গ্রাস করে না ফেলে এই কামনা করি ।
আমি ” খুলা দ্বার ” কে ‘ খোলা দ্বার ‘ লিখতাম এতকাল 😛
লীলাবতী
আপনার ফেইসবুক লিংক কাজ করে না । (y)
স্বপন দাস
বোঝা যায় আপনার কবিতা লেখার হাত ভালো ।। এ কবিতাটিও ভাল তবে “কুচকুচে সাদা ইউনিফর্ম “—- সাদাকে কুচকুচে কি বলা যায় কখনো ?? আমি অন্তত পড়িনি ।।
যাক, আবারো লিখবেন আশাকরি ।।
খসড়া
আমার যদি ভুল না হয় তবে কুচকুচে কালো হয় আর সাদার ক্ষেত্রে ধবধবে সাদা।
অস্তাচলা নয় অস্তাচল এই সময় গোধূলি লগ্ন আর গোধূলির পর সন্ধ্যা শেষ রাত্রি আসে। গোধূলির আগে বিকেল। সময়ের হিসাবে বিরাট ভুল হয়েছে কবিতায়।
রাতের উপর দিয়ে উড়ে মাহা রাতের
ঘাতক আধার —– কিছু বুঝলাম না মাথার উপর দিয়ে উড়ে গেল।
আদিব আদ্নান
অসম্ভব সুন্দর শব্দের উপমা আপনার ‘অস্তাচলা গোধূলী’
‘রাতের উপর দিয়ে উড়ে মহা রাতের
ঘাতক আধাঁর!’ অনেক অনেক সুন্দর ।
এমন আরও লিখুন ।
বনলতা সেন
আবার মার্বেলে ফিরে যেতে চাই ।
অদ্ভুত সুন্দর দুঃখবোধের ভাষা ।
সালাহউদ্দিন সালমান
যারা মন্তব্য করেছেন , তাদের জন্য শুভকামনা রহিলো
লিখায় ভুল ভ্রান্তি থাকাটা অস্বাভাবিক কিছুই নয়
আমার কথা বলার অধিকার আছে
কে কি বল্লেন না বল্লেন আমার কিচ্ছু আসে যায় না!
কুচকুচে সাদা ” হায় আল্লাহ্ কি যে বল্লেন না!
আমি একটু উল্টো লিখতে ই ভালোবাসি
একদিন দেখবেন এই ভাষা টা খুব জমে উঠবে!
কিছু নতুন করার ইচ্ছে হোক তা অপ্রচলিত
https://m.facebook.com/poet.salman?