মন ভাল নেই০২

মনির হোসেন মমি ১১ ডিসেম্বর ২০১৩, বুধবার, ০১:০৯:১০অপরাহ্ন কবিতা, বিবিধ, সমসাময়িক ১৫ মন্তব্য

মন ভাল নেই

মন বলে,মন বলে কি কিছু ,

বিদ্যমান ছিল তোমাদের আত্ত্বাতে?

আত্ত্বাতে নেই দেশ প্রেম,নেই মাতৃত্ত্বের মমতা।

মন ভাল নেই

অত্যাচারী হায়নার ব্রাস ফায়ারে

ক্ষতবিক্ষত করেছিল বাংলার মাকে ,সেই ভাবে ফাসিঁর মঞ্চে

একত্রে সব শিয়ালের শিরচ্ছেদের স্বপ্ন আমার ভেস্তে যে যায় ।

মন ভাল নেই

রাজনিতীর রাজচক্রে বন্ধী আজ

স্বাধীনতার স্বপ্ন,আশা-আকাখ্ঙার বাস্তবায়নের প্রতিশ্রুতি

কলঙ্কিত বাংলার মা,মাটি,দেশ।

মন ভাল নেই

স্বাধীন দেশে স্বাধীনতা কাদেঁ স্বদেশী চক্রের ফাদে

বিয়াল্লিশটি বছর গড়েছে উঠেছে হায়নার দল

শান্তির ধর্ম ইসলামকে

পুজিঁ করে অশান্তির ছায়ায়।

মন ভাল নেই

চারদিক আগুনের স্ফুলিঙ্গ,পুড়ছে মানুষ পুড়ছে বাড়ী গাড়ী,

ফাসিরঁ মঞ্চে

দাড়ানো হায়নার তরে,

কি অদৃশ্য হাতের ইশারায়

ফাসির মঞ্চ হতে ফিরে যায়?।

মন ভাল নেই

নেই দেশ প্রেম ,নেই মাতৃদগ্ধের মূল্যায়ন,

নেই মায়ে চোখের পানি মুছে দেবার কেউ

সবাই যেন বলছে এখন ,

জয় রাজাকার জয়।

মন ভাল নেই

হয়তো আবারও তুলে নিতে হবে হাতে

কলম আর লাঙ্গলের স্হলে আগ্নেয়াস্ত্রে,

নব্য হায়নার নিশানায়

হয়তো কাটবে আধারঁ একদিন, 

সে দিন আমার পুরো মন ভাল নেই।

মন ভাল নেই

মনের অজান্তে মনকে বলি, তুই কেন বুজিসনা

আমিতো স্বাধীনতার হায়নার বিচার চাই,

তবে কেনো মিলে না মন অন্যের সাথে,

দ্বন্দ্ব কেনো এত স্বাধীনতার পক্ষে?।

মন ভাল নেই

মনকে দিয়েছি ছুটি, হবে না আর লিখা

বাংলা মায়ের দুঃখ কথা,চাইবনা আর বিচার ফাসির মঞ্চের

মন ভাসাব স্বপ্নের ভেলায়,

যেথার খুজেঁ পাবে স্বাধীনতার একটু সাধ।

 http://sonelablog.com/archives/9865

 

৪৯৪জন ৪৯৪জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ