হলতো শুরু,সব বাধা ডিঙ্গিয়ে
দেশী-বিদেশী হুংকারকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে
কসাইয়ের ফাসি প্রমান দিল”আমরা বাঙ্গালী”।
মন এখন ভাবুক
একটি মসনদের তরে জীবন হচ্ছে সারা
ভাবছি না আর,ভাবছি শুধু সামনে আসছে ঘণ কালো অন্ধকার
ক্ষমতার ধারাবাহিকতা কতটা দরকার।
মন এখন ভাবুক
যখনই শুনি পায়নি রক্ষা এগার বছরের শিশুটিও
ইসলামের অপব্যাখ্যায় তাকেই আমরা শহীদ বলি,
তখনি ধমনীতে রক্ত প্রবাহে তীব্রতায় বলি জয় বাংলা।
মন এখন ভাবুক
করছি মানবতার যুদ্ধ,মুক্তিযুদ্ধের কলঙ্কিত ইতিহাস মুছতে,
যে যেভাবে পারে সবাই আমরা এ যুদ্ধের সৈনিক
সাহসের ভীত যেন থাকে অটুট,বাকী যে আরো রাগভ বোয়াল।
মন এখন ভাবুক
অপরাধী কেহ চাদেঁর দেশে,কেউবা মুরিদানায় পীর
ভন্ড সব সুয়োরের বাচ্চা,ইসলামকে পুজি করে ধরনীর বুকে,
পাবেনা রেহাই স্রষ্টা হতেও,স্রষ্টাতো গণমানুষের।
মন এখন ভাবুক
কি অধির আগ্রহে,কি অপার স্বার্থে জেগেছে আজ জনতা
সবার এক দফা এক দাবী,কি মুসলিম কি হিন্দু
রাজাকার তোরা কবে বাংলা ছাড়বি?
৭টি মন্তব্য
তন্দ্রা
দারুন এর জবাব নাই।
বীর বাঙ্গালী আবার জাগো,
ইসলামের অপব্যাখ্যাকারীদের
খতম কর।
আন্তরিকভাবে ধন্যাবাদ প্রধান মন্ত্রীকে অনেক প্রতিকুল আবহাওয়া অতিক্রম করে রাজাকারের ফাঁসি দেয়ার জন্য।
মা মাটি দেশ
অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য প্রধানমন্ত্রী। -{@
নীলকন্ঠ জয়
“মন এখন ভাবুক
কি অধির আগ্রহে,কি অপার স্বার্থে জেগেছে আজ জনতা
সবার এক দফা এক দাবী,কি মুসলিম কি হিন্দু
রাজাকার তোরা কবে বাংলা ছাড়বি?”
পছন্দ হইছে। রাজাকারদের এই বাংলায় ঠাই নেই ।
মা মাটি দেশ
ধন্যবাদ নীল ভাই -{@
শুন্য শুন্যালয়
অনেক ভালো লাগলো …
রাজাকাররা তোরা তোদের বংশধরদের নিয়ে কবে বাংলা ছাড়বি?
জিসান শা ইকরাম
‘ সবার এক দফা এক দাবী,কি মুসলিম কি হিন্দু
রাজাকার তোরা কবে বাংলা ছাড়বি ? ‘ (y) (y) (y)
ভালো লেগেছে খুব ।
তৌহিদ
সবার এক দফা এক দাবী,কি মুসলিম কি হিন্দু
রাজাকার তোরা কবে বাংলা ছাড়বি? সহমত জানালাম।