মনোবল

শাহীন চৌধুরী ডলি ২০ জুলাই ২০১৭, বৃহস্পতিবার, ০১:৩৪:১৭অপরাহ্ন বিবিধ ২ মন্তব্য

****** মনোবল *****
—– শাহীন চৌধুরী ডলি

সমুদ্র কিনারে একা দাঁড়িয়ে
কেউ নেই অতলান্ত আঁধারে,
আসছে দুকূল ছাপিয়ে
বিধ্বংসী জোয়ার
ভয় পাসনে ভেসে যাবার ।
খড় কুটো ভেসে যায় যাক
তুই ডরাস নে,
মনোবল অটুট রাখ
মাটি আঁকড়ে পড়ে থাক
মুখ গুঁজে থাক বিশ্বাসে ।
ধৈর্য্যের ফল মিঠে হবে
জোয়ারের জল সরে
জেগে উঠবে শুভ্র চরাচর,
খুঁজে পাবি পায়ের তলায় ভিত,
ফের উঠে দাঁড়াবি
প্রকৃতির সহজাত নিয়মে ।

২০/০৭/২০১৭
ঢাকা

৩৫৩জন ৩৫৩জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ