****** মনোবল *****
—– শাহীন চৌধুরী ডলি
সমুদ্র কিনারে একা দাঁড়িয়ে
কেউ নেই অতলান্ত আঁধারে,
আসছে দুকূল ছাপিয়ে
বিধ্বংসী জোয়ার
ভয় পাসনে ভেসে যাবার ।
খড় কুটো ভেসে যায় যাক
তুই ডরাস নে,
মনোবল অটুট রাখ
মাটি আঁকড়ে পড়ে থাক
মুখ গুঁজে থাক বিশ্বাসে ।
ধৈর্য্যের ফল মিঠে হবে
জোয়ারের জল সরে
জেগে উঠবে শুভ্র চরাচর,
খুঁজে পাবি পায়ের তলায় ভিত,
ফের উঠে দাঁড়াবি
প্রকৃতির সহজাত নিয়মে ।
২০/০৭/২০১৭
ঢাকা
২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সকল কুয়াশা কেটে,
সকল আধার কেটে
আসুক সুপথ পটে।
মনোবল থাক সকল মুস্কিল আশান ঘুচে যাক।
ইঞ্জা
প্রতিটি শব্দ মনোবল বাড়ানোর ক্ষমতা রাখে, চমৎকার শব্দশৈলী, শব্দশক্তিতে রুপান্তরিত।
মুগ্ধ হলাম প্রিয় আপু।