মনের জানালায় কেন উঁকি দাও বারবার।
হৃদয়খানি মোর ভেঙ্গে করে দাও চুরমার।
তুমি আমার প্রেম ময়ূরী মমতামাখা চাঁদ।
তোমাকে দেখিতে মনে জাগে বারবার স্বাদ।
তুমি হাস্যময়ী লাস্যময়ী রূপ লাবণ্যে অনন্যা।
উঁকি দিলে তুমি অন্তর জুড়ে বয়ে যায় আনন্দের বন্যা।
তুমি আমার হৃদয়ের রঙ্গিন ফুল জবা টগর গোলাপ হাস্নাহেনা।
আমার হৃদয় আঙ্গিনার ফুলেল সৌরভ সেকথা কেন বুঝ না।
তুমি আমার গানের পাখি দোয়েল কোয়েল কোকিলের মিষ্টি মধুর সুর।
সুরের ঝংকারে হৃদয়-মন হয়ে উঠে রিনিঝিনি সুমধুর।
তুমি আমার নয়নমণি তারা ঝিলমিল রুপালী আকাশ।
তোমার ভাবনায় দিন রাত কাটে যায় পাইনা কোনো অবকাশ।
এসো সখা প্রাণ সজনী এবার দাও ধরা।
প্রেম-প্রীতির মধুর মিলনে দু’জনে হই মগ্ন আনন্দে আত্মহারা।
তোমাকে রাখিব ভালবাসার বাহুডোরে অতি যতনে।
আমাদের প্রেম কাহিনী চির জাগরূক রবে সবার হৃদয়-মনে।
জ্যোৎস্নার আলোতে যাবো ঘরের বাইরে অনন্য প্রকৃতিতে।
জ্যোৎস্নার আলো গায়ে মেখে বিলীন হবো তোমাতে।

৭৬৬জন ৬২৫জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ