মনের জানালায় কেন উঁকি দাও বারবার।
হৃদয়খানি মোর ভেঙ্গে করে দাও চুরমার।
তুমি আমার প্রেম ময়ূরী মমতামাখা চাঁদ।
তোমাকে দেখিতে মনে জাগে বারবার স্বাদ।
তুমি হাস্যময়ী লাস্যময়ী রূপ লাবণ্যে অনন্যা।
উঁকি দিলে তুমি অন্তর জুড়ে বয়ে যায় আনন্দের বন্যা।
তুমি আমার হৃদয়ের রঙ্গিন ফুল জবা টগর গোলাপ হাস্নাহেনা।
আমার হৃদয় আঙ্গিনার ফুলেল সৌরভ সেকথা কেন বুঝ না।
তুমি আমার গানের পাখি দোয়েল কোয়েল কোকিলের মিষ্টি মধুর সুর।
সুরের ঝংকারে হৃদয়-মন হয়ে উঠে রিনিঝিনি সুমধুর।
তুমি আমার নয়নমণি তারা ঝিলমিল রুপালী আকাশ।
তোমার ভাবনায় দিন রাত কাটে যায় পাইনা কোনো অবকাশ।
এসো সখা প্রাণ সজনী এবার দাও ধরা।
প্রেম-প্রীতির মধুর মিলনে দু’জনে হই মগ্ন আনন্দে আত্মহারা।
তোমাকে রাখিব ভালবাসার বাহুডোরে অতি যতনে।
আমাদের প্রেম কাহিনী চির জাগরূক রবে সবার হৃদয়-মনে।
জ্যোৎস্নার আলোতে যাবো ঘরের বাইরে অনন্য প্রকৃতিতে।
জ্যোৎস্নার আলো গায়ে মেখে বিলীন হবো তোমাতে।
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
তোমাতে আমাতে জোৎস্না-আনন্দ মন্দ জমবে না!!
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
“তোমাতে আমাতে জোৎস্না-আনন্দ মন্দ জমবে না” !!— দারুণ মন্তব্য করেছেন ভাইয়া।
ভালো থাকবেন। শুভ কামনা রইলো ।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া প্রেম- কবিতা দারুন লাগলো। কি দারুন বর্ণনা, জ্যোৎস্নার আলো গায়ে মেখে বিলীন হবো তোমাকে। পূর্ণ হোক আশা। শুভ কামনা রইলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দিদি, আপনার সুন্দর মন্তব্যের জন্য শুভ কামনা রইল।
প্রদীপ চক্রবর্তী
মনের জানালায় এতকিছু!
দারুণ লাগলো দাদা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
হা হা হা। ধন্যবাদ, ভালো থাকবেন।
সুপায়ন বড়ুয়া
রোমান্টিক মন মনের জানালায়
উঁকি মারে বার বার।
স্মৃতির অগোচরে প্রেমের আকুতি
হানা দেয় বার বার।
ভাল লাগলো। শুভ কামনা।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ছন্দে ছন্দে দারুণ রোমান্টিক কথা বলেছেন দাদা। ভালো থাকবেন। শুভ কামনা রইল।
ফয়জুল মহী
অনবদ্য একটি লেখা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভাই ।
তৌহিদ
দুজনার প্রেমকাব্যে বিমোহিত হলাম ভাই। শুভকামনা জানবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার মন্তব্যে আমি মুগ্ধ । ভালো থাকবেন। শুভ কামনা ।
নিতাই বাবু
আহা্ প্রেম! প্রেমের আনন্দ বেদনার কথা কলমের খোঁচায় খোঁচায় ফুটিয়ে তুলেছেন, শ্রদ্ধেয় কবি। কবিতা পাঠে মুগ্ধ হলাম।
শুভকামনা থাকলো। আশা করি এই সময়ে সপরিবারে ভালো থাকবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
“আহা্ প্রেম! প্রেমের আনন্দ বেদনার কথা কলমের খোঁচায় খোঁচায় ফুটিয়ে তুলেছেন, শ্রদ্ধেয় কবি। কবিতা পাঠে মুগ্ধ হলাম”।– দাদা, এমন মন্তব্যে আমি আবেগাপ্লুত এবং অনুপ্রাণিত হলাম। সবাই ভালো। আপনিও পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন। শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
আধো আলো আধো ছায়া।
দারুণ কবিতা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুন্দর মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ।