কাশেম (ছদ্মনাম) ক্লাস সেভেন এ পড়ে। বাবা একজন দিনমুজুর কোনো রকম দিনে এনে দিনে খায়। তার পড়ালেখা, সংসার সব মিলিয়ে কাশেমের বাবার খুব কষ্টহচ্ছে তারপরওছেলে কাশেমের পড়াশোনা করাইত কোনো মন খারাপ নাহ। কাশেমের পড়াশোনা করাইতে বাবা-মা দুই জনে নিজেদের সর্বোচ্চ সব ত্যাগ করেও ছেলের লেখাপড়া চালাইতেছে। বাবা অন্যের কাজ করে কিন্তু ছেলে কাশেম কে বাবার কর্মস্থলে যেতে নিষেধ। বাবার স্বপ্ন ছেলে কাশেমকে অনেক বড় ক্লাস পর্যন্ত পড়াবে এবং মা ও ছেলের পড়ায় সর্বোচ্চ শাসনে রাখেন। কাশেমের মার সারাক্ষণ নজর ছেলে পড়তেছে কিনা, স্কুলে যাচ্ছে কিনা সব মিলিয়ে ছেলেকেই নিয়ে ব্যস্ত থাকে কিন্তু কাশেমের মা-বাবা সাংসারিক জীবনে শান্তিতে নাই অভাবের কারনে। কাশেম মা-বাবাকে নিয়ে দুঃশ্চিন্তায় থাকতো তাদের জগড়ার কারনে। সবমিলিয়ে কাশেমের পড়া চলছে কোনোরকমে অভাব অনটন এর মধ্যে। কাশেম এস,এস,সি পাশ করল বাবা-মা খুব খু, আত্বীয় স্বজনরা খুব খুশী। কলেজ জীবন শুরু ৪ (চার) কিঃমিঃ হেঁটে কলেজে যেত। কোনোদিন ১০ (দশ) টাকা দিত তাও অনেক কষ্ট করে াা কাশেমের দুপুরে নাস্তায় খরচ হইত ৫ (পঁাচ) টাকা আর বাকীটা দিয়ে ২ কিমি শেয়ার করে রিক্সায় করে আসত।
পরে আসতেছে কাশেমের জীবন যুদ্ধ………..
৯টি মন্তব্য
মনির হোসেন মমি
প্রথম লেখাই উপন্যাস নিয়ে এলেন।সোনেলায় অভিনন্দন এবং শুভ কামনা।প্রোফাঃ ছবিটা যোগ করে নামটা বাংলায় করুন।
উপন্যাসের প্লটটি খুব চমৎকার।মধ্যবিত্তদের বৈচিত্রময় জীবন অধ্যায়। খুব ভাল হয়েছে তবে ফাইনাল পোষ্টে যাবার আগে লেখাগুলো একটু দেখে নিয়েন।লেখায় বানান বাক্যের যত স্বচ্ছতা থাকবে পাঠক ততই বাড়বে।
লিখুন আরো এবং পড়ুন অন্যের লেখাটিও।ভাল থাকবেন।শুভ ব্লগিং।
ফয়জুল মহী
ভালো লিখেছেন
সুপায়ন বড়ুয়া
সোনেলায় স্বাগতম !
পাশে আছি সারাক্ষন।
সাবিনা ইয়াসমিন
মধ্যবিত্ত নয়, নিন্ম মধ্যবিত্ত পরিবারে সন্তানের লেখাপড়া নিয়ে মা-বাবার স্বপ্নের সাথে সন্তানের মানসিক পরিস্থিতি তুলে ধরেছেন। পরবর্তী পর্ব গুলো পড়ার অপেক্ষায় রইলাম।
স্বাগতম আপনাকে সোনেলা ব্লগ পরিবারে। নিয়মিত লিখুন, অন্যদের গুলো পড়ার চেষ্টা করুন। সবার সাথে মিলেমিশে আন্তরিকতা গড়ে উঠবে।
শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
অভিনন্দন সোনেলায়-
চমৎকার ভূমিকার পরে- পরের পর্বে মন লেগে থাকে।
শিঘ্রই লিখুন
শুভকামনা।
হালিম নজরুল
বেশি বেশি লিখুন। আমরা বেশি বেশি পড়ার সুযোগ পাবো।
সুপর্ণা ফাল্গুনী
উপন্যাস পড়তে ভালোই লাগে। সুন্দর একটি রোমাঞ্চকর উপন্যাস পাবো এটাই কামনা রইলো। ভালো থাকুন
সুরাইয়া পারভীন
স্বাগতম আপনাকে আমাদের পরিবারে।
নিম্নবিত্ত পরিবারের গল্প তুলে ধরেছেন। চমৎকার লিখেছেন।
কামাল উদ্দিন
কাশেমের পরবর্তি পর্বের অপেক্ষায় আপনার সাথেই আছি…..