মধ্যবিত্ত পরিবারের জীবন কাহিনী

Masuder Rahman ১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৯:৪৪:২৩অপরাহ্ন উপন্যাস ৯ মন্তব্য

কাশেম (ছদ্মনাম) ক্লাস সেভেন এ পড়ে। বাবা একজন দিনমুজুর  কোনো রকম দিনে এনে দিনে খায়। তার পড়ালেখা, সংসার সব মিলিয়ে কাশেমের বাবার খুব কষ্টহচ্ছে তারপরওছেলে কাশেমের পড়াশোনা করাইত কোনো মন খারাপ নাহ। কাশেমের পড়াশোনা করাইতে বাবা-মা দুই জনে নিজেদের সর্বোচ্চ সব ত্যাগ করেও ছেলের লেখাপড়া চালাইতেছে। বাবা অন্যের কাজ করে কিন্তু ছেলে কাশেম কে বাবার কর্মস্থলে যেতে নিষেধ। বাবার স্বপ্ন ছেলে কাশেমকে অনেক বড় ক্লাস পর্যন্ত পড়াবে এবং মা ও ছেলের পড়ায় সর্বোচ্চ শাসনে রাখেন।  কাশেমের মার সারাক্ষণ নজর ছেলে পড়তেছে কিনা, স্কুলে যাচ্ছে কিনা সব মিলিয়ে ছেলেকেই নিয়ে ব্যস্ত থাকে কিন্তু কাশেমের মা-বাবা সাংসারিক জীবনে শান্তিতে নাই অভাবের কারনে। কাশেম মা-বাবাকে নিয়ে দুঃশ্চিন্তায় থাকতো তাদের জগড়ার কারনে। সবমিলিয়ে কাশেমের পড়া চলছে কোনোরকমে অভাব অনটন এর মধ্যে। কাশেম এস,এস,সি পাশ করল বাবা-মা খুব খু,  আত্বীয় স্বজনরা খুব খুশী। কলেজ জীবন শুরু ৪ (চার) কিঃমিঃ হেঁটে কলেজে যেত।  কোনোদিন ১০ (দশ) টাকা দিত তাও অনেক কষ্ট করে াা কাশেমের দুপুরে নাস্তায় খরচ হইত ৫ (পঁাচ) টাকা আর বাকীটা দিয়ে ২ কিমি শেয়ার করে রিক্সায় করে আসত।

পরে আসতেছে কাশেমের জীবন যুদ্ধ………..

৪৮১জন ৪৩০জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন