ছোট বেলা থেকেই আমরা মধ্যবিত্তরা অতি সংযত জিবন যাপনে অভ্যস্ত হই ।
অল্পতে তুষ্ট হওয়া আমাদের সহজাত গুণ ।
ছেলেবেলা থেকেই আমাদের নুন্যতম চাহিদাও অপূর্ণ থেকে যায়
একটু বড় হওয়ার পর যখন বুঝতে শিখি তখন আর বাবা মায়ের কাছে বায়না ধরি না তারা কষ্ট পাবেন ভেবে
ছেলেবেলায় আমার বন্ধুরা যখন কম্পিউটারে গান শুনত আমি তখন ভাঙ্গা টেপ রেকর্ডার মেরামত করে রেডিও শুনতাম
এরপর একদিন শখ হল কম্পিউটার বক্সে গান শুনব
কিন্তু অত টাকা দিয়ে কম্পিউটার বক্স কেনার সামর্থ নেই
একজনের পরামর্শে একটা এম্প্লিফায়ারের সার্কিট কিনলাম আস্তে আস্তে সব যন্ত্রপাতি সংগ্রহ করলাম
তারপর স্কুলের বিত্তির টাকা দিয়ে বড় একটা স্পিকার কিনলাম
একই ভাবে সিডি ডিভিডি মোবাইল ল্যাপটপ
অতিরিক্ত সঞ্চয় করা আমার পছন্দ নয়
নিজের সব শখ গুলো নিজেই পূরণ করার চেষ্টা করি
কখনো কখনো নিজের বন্ধু নিজেই
নিজের সামর্থের অতিরিক্ত আশা কখনোই করি না
তবে অবশ্যই নিজের সামর্থ কে বাড়াতে চাই যাতে আমার চাহিদার সাথে সামর্থকে মানিয়ে নিতে পারি
আমি জানি আমার মত অনেক মধ্যবিত্ত জিবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে
এগিয়ে চলো বন্ধু যেতে হবে বহুদুর ।
৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
মধ্যবিত্তের জীবন আসলে একদিকে কস্টের
অন্য দিকে শান্তিরও বটে ।
আপনার সামর্থ বৃদ্ধি পাক ।
শুভ কামনা ।
সঞ্জয় কুমার
সুখ সে তো আমলকির মৌ মন্তব্যের জন্যে ধন্যবাদ
ওয়ালিনা চৌধুরী অভি
এমনই হয় মধ্যবিত্তের জীবন ।
সঞ্জয় কুমার
যথার্থ বলেছেন
পুষ্পবতী
কষ্ট হলেও মধ্যবিত্ত পরিবারে অনেক সুখ আছে আমার মনে হয়।
সঞ্জয় কুমার
কষ্টের পর যে সুখ আসে তাতেই প্রকৃত আনন্দ । কমেন্টের জন্য ধন্যবাদ ।
শুন্য শুন্যালয়
কস্ট করে সবকিছু পাওয়ার মধ্যেই আনন্দ বেশি.
এগিয়ে চলুক মধ্যবিত্ত জীবন. শুভকামনা .