ভোটের আগে নেতারা অনেক কিছুই বলে
ভোটের পর বেমালুম ভুলে যায়
আমরা আম পাবলিক
স্মরণশক্তি কম
ভোট এলেই দুষ্টু লোকের মিষ্টি কথায় সব ভুলে যাই
মহা আনন্দে যে কোন একটা চোর কে মনোনীত করে
নাগরিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করি
এই হল আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া
আম পাবলিক দের একটা বুদ্ধি দিই
একটা সুন্দর ডায়েরী কিনুন
বিভিন্ন সময় বিপদে পড়ে নেতাদের
সাহায্য চাইলে তাঁরা আপনাকে কিভাবে সাহায্য করছে এটা ডেট এন্ড টাইম সহ লিখে রাখুন ।
পাঁচ বছর পর তাঁরা যখন ভোট চাইতে আসবে
তার আগে নিজেও একবার দেখুন
এবং আপনার প্রিয় ন্যাতাকে ও একবার দেখান
এর পর আপনার ভোট আপনিই দিন চোর ডাকাত চিনে সিদ্ধান্ত নিন ।
২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
আর যদি সব নেতা চোর ডাকাত হয়?
সঞ্জয় কুমার
প্রায় সব নেতাই চোর । । ।