তোমাকে কামনা করা, ভুল ছিল আমার,
তোমাকে ভালোবাসা, বড়ই ভুল ছিল আমার।
তোমার মাঝে নিজেকে দেখা,
ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।
প্রথম দেখাতেই তোমাকে লেগেছিল ভালো,
ভেবেছিলাম হবে মোর স্বপ্নের সুভাষিনী,
কিন্তু তুমি ছিলে যে এক মরীচিকা,
যাকে ভালাবাসাটাই ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।
তোমাকে কামনা করেছি আমার নিজ স্বত্তায়,
তোমাকে চেয়েছি নিজের নিঃসঙ্গতায়,
চেয়েছি তোমাকে আপন মনে সাজিয়ে রাখতে,
কিছুই হল না এসবের তোমাকে নিয়ে কারণ,
এসবই ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।
এখন আমি নিঃসঙ্গ একলা এক পথিক,
অতীতের বিরীহ ভাবনায় শুধু এটাই ভেবে যায়,
এসবই ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।
২২টি মন্তব্য
লীলাবতী
ভালোবাসা ভুল নয়,অন্য পক্ষের কোন দায়বদ্ধতা না থাকলে। আমরা অনেক সময় অন্য পক্ষের সীমাবদ্ধতা বুঝতে চাই না। যাকে ভালো বাসতে চাই, সে যেন বাধ্য আমাকে ভালোবাসতে। একবারো ভাবিনা, তাঁর ভালোবাসার জন্য থাকতে পারে।
কবিতায় আবেগ প্রকাশ ভালো হয়েছে।
মিজভী বাপ্পা
ধন্যবাদ 🙂
ছাইরাছ হেলাল
ভুল আমরা ভুল করেই করে ফেলি।ভুল থেকে শিক্ষা নিয়ে আবার ভুল করব।
চলমান প্রক্রিয়া
মিজভী বাপ্পা
ঠিক একবারে মনের উক্তিটি ব্যক্ত করেছেন ভাই। ধন্যবাদ 🙂
খসড়া
ভুল করে আমি ভালবেসে ভুল করেছি।
মিজভী বাপ্পা
হুমম খুভই দুঃখুঝন্নক ব্যাপার 🙂
কৃষ্ণমানব
তোমার অভিমানে আকাশটা আজ হয়েছে নীল :/ ..
আমি সেই মেঘে উড়ে চলা নিসঙ্গ একা গাংচিল ,,
নিসঙ্গ শব্দটা কতটা অপ্রিয় যে থাকে সেই বুঝতে পারে 🙂 !
যাই হোক দাগ থেকে ধারুন কিছু হলে সেই দাগ ই ভালো :p
ধুয়ে নিয়ে যাক , মনের সকল আধারের মরিচিকা ।।
লেখা আরেকটু বড় হওয়ার প্রত্যাশা করি 😀 ।
ভালো থাকুন সবসময় 🙂
মিজভী বাপ্পা
বাহ দাদা দারুণ লিখেছেন। দেখি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আরও বড় করে লেখা যায় কিনা সে চেষ্টাই করব। ধন্যবাদ।
কৃন্তনিকা
মানুষ মাত্রই ভুল করে, ভুল থেকেই শেখে।
শুধু কবিতা হয়ে থাকলে, বলবো, সুন্দর…
আর যদি কবির অনুভুতিও হয়ে থাকে, রইল শুভকামনা।
মিজভী বাপ্পা
ধন্যবাদ। যদি বলি কবির কবিতা+পূর্বের আবেগের যৌথ ভাবনা তাহলে 🙂
নুসরাত মৌরিন
এক জীবনে কিছু সুন্দরতম ভুল হলে হোক না ক্ষতি কি?
জীবন তো একটাই… তাতে ভালবেসে ভুল করে কাটিয়ে দিলে ষোল আনাই লাভ। 🙂
মিজভী বাপ্পা
একবারে খাঁটি উক্তিটি ব্যক্ত করেছেন আপু।অনেক অনেক ধন্যবাদ 🙂
ব্লগার সজীব
ভুল না করলে এই শব্দের সার্থকতা নষ্ট হয়ে যাবে। আমরা চাইনা বাংলা ভাষা থেকে একটি শব্দ কমে যাক।
মিজভী বাপ্পা
একদম ঠিক সজীব দা 🙂 ভুল থেকেই তো সংশোধনের সূত্রপাত 🙂
খেয়ালী মেয়ে
এত্তো এত্তো ভুলে বুঝা গেল আপনে আসলেই মানুষ,রোবট না…. 🙂
মিজভী বাপ্পা
জ্বী ধন্যবাদ।একবারে বেশী পরিমাণে ভুল কইরালচি :'(
বন্য
কোথাও কোথাও বেশ সাদামাটা মনে হয়েছে, কোথায় যেন একটা অভাব ছিল, কবিতা যেখানে দর্পণ সেখানে আর কিছুটা মনোযোগী হওয়া যায়। যদিও ভাব প্রকাশ ভাল হয়েছে। শুভ কামনা।
মিজভী বাপ্পা
আমি টেকের পাপী গো ভাই। কবিতা যে মনের দুঃখে বাহির হইছে এই তো বেশী। আর ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। এরপর আপনার দেয়া বিষয় গুলোর উপর দৃষ্টি রাখব 🙂
জিসান শা ইকরাম
ভালো লেগেছে একান্ত অনুভুতি ।
মিজভী বাপ্পা
ধন্যবাদ ভাই 🙂
মোঃ মজিবর রহমান
তোমাকে কামনা করেছি আমার নিজ স্বত্তায়,
তোমাকে চেয়েছি নিজের নিঃসঙ্গতায়,
চেয়েছি তোমাকে আপন মনে সাজিয়ে রাখতে,
কিছুই হল না এসবের তোমাকে নিয়ে কারণ,
এসবই ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।
সুন্দর ভাললাগা রইলো।
মিজভী বাপ্পা
অনেক অনেক ধন্যবাদ ভাই 🙂