আমি ছিলাম না, এসেছি এ ধরায়
শোনা কথা।
শুনে শেখা মেনে নেওয়া*
যারা আমায় ডেকেছিল, এ ধরায় এনেছিল
তাদের ও চিনেছিলাম তাদের কথায়।
শুনে শেখা মেনে নেওয়া*
এসেছিলাম কোথা হতে মনে পড়ে না,
কোথা ছিলাম অন্ধকারে
সে দিন গুলোর স্মৃতি জাগে না।
অন্ধকূপের ছিদ্র পথ বেয়ে যে দিন
নেমেছিলাম এ ধরণীতে ;
বছর পেরিয়ে আজ আবার সে দিন।
আজ আমার জন্মদিন,
মৃত্যুদিনের খোঁজে
ধাপ পেরোনোর দিন।
সে কথা ভুলে থাকি, মনে রাখি,
শুধু শুভদিন জন্মদিন!!
-{@ -{@
৫টি মন্তব্য
বনলতা সেন
আসলে প্রতিটি জন্মদিনই এক একটি ছোট মৃত্যু দিন ।
এমন দিনে হিম শীতল আনন্দ শুভেচ্ছা ।
খসড়া
শুভ জন্মদিন।আনেক আনেক শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
শুভ হোক আপনার জন্মদিন
শুভ কামনা সব সময়ের জন্য -{@ -{@
স্বপন দাস
শুভেচ্ছা রইল জন্মদিনে ।।
ব্লগার সজীব
-{@ জন্মদিনের শুভেচ্ছা ।