ভাষা

কাজী সোহেল ১০ মে ২০১৪, শনিবার, ০৬:৫৪:৪০অপরাহ্ন অন্যান্য ৩ মন্তব্য

মাতৃভাষাতেই শ্রেষ্ঠতম সুখ… ভাষা বিষয়টি আমাকে বরাবর আকর্ষণ করে… শিশুর মুখে উচ্চারিত প্রথম শব্দ থেকে শুরু করে শতায়ু বৃদ্ধের আঞ্চলিকতায় চমকিত, পুলকিত হই… ছোট্ট এ দেশটার না না অঞ্চলের ভাষার মধ্যে রয়েছে কতো বৈপরীত্য… কী পরম মমতায় মানুষ লালন করে মায়ের ভাষা… জানা ভাষাগুলোর মিল-অমিলের সৌন্দর্য… রুপান্তর… পরিবর্তন… বিবর্তন ইতিহাস বড় সুখপ্রদ… নতুন একটি ভাষা জানা মানে পৃথিবীকে নতুন করে আবিস্কার করা… কলম্বাসের তৃপ্তি লাভ… সক্ষমতা থাকা সত্ত্বেও যারা নিজের আঞ্চলিকতাকে মর্যাদার আসন দেয় তাদের জানাই সালাম… আর যারা বিকৃত উচ্চারণে ও না না রকম ধান্দায় নিজের সংস্কৃতিকে আক্রান্ত করার পাঁয়তারা করছে তাদের জানাই ধিক্কার… আমাদের ভাষা ভাবনার সুখে-সন্তুষ্টিতে-গর্বে-ভালোবাসায় আছে ‘একুশ’…রফিক-সালাম-বরকত আমাদের জ্বলজ্বলে নক্ষত্রসকল…

৬১৬জন ৬১৬জন

৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ