
আজ আমায় ভালোবাসুক কেউ বলতে আসি নাই;
আমি আজ বলতে এসেছি তোমাদের মতো করে
অভিজাত এলাকায় এক ভালোবাসার গল্প বলতে
ঝড়ের রাতে বাতির আলোয় জ্বলে যখন উষ্ণ প্রেম
ঝিঁ ঝিঁ পোকার কর্কশ গলায় যখন ভয়ের আতংক
তখন তোমাদের ভালোবাসি বলার অধিকার নাই
তুমি সেদিন কাউকে ভালোবাসি বলতে এসো না।
আজ আমায় ভালোবাসুক কেউ বলতে আসি নাই;
এক স্পর্শ না পাওয়ার ব্যথায় যখন ছটফট করো
আধো আলো ঘরে যখন একাকী চোখ বর্ষণ করো
কপালে আলতো চুমুর খেয়ালে যখন শিউরে উঠো
তখন তোমাদের ভালোবাসি বলার অধিকার নাই
তুমি সেদিন কাউকে ভালোবাসি বলতে এসো না।
আজ আমায় ভালোবাসুক কেউ বলতে আসি নাই;
জামার অবাধ্য বোতাম শাসাতে যখন টেনে তুলো
মানুষের শূন্যতায় যখন শুধু আরেক মানুষ বুঝো
বদ্ধ ঘরে একাকীত্বের সংলাপে যখন কেঁদে উঠো
তখন তোমাদের ভালোবাসি বলার অধিকার নাই
তুমি সেদিন কাউকে ভালোবাসি বলতে এসো না।
আজ আমায় ভালোবাসুক কেউ বলতে আসি নাই;
আমি বলতে এসেছি তোমার চোখে চোখ রেখে
ব্যস্ততা পরস্পরের বাড়তে থাকে মাকড়সার জালে
চুমুর সংকটে চায়ের কাপে ব্যস্ত সুখের ধোঁয়া উঠে
তখন একবার নয়; বারবার কানে কানে বলে দিও-
প্রয়োজনে ভালোবাসি আবেগে হুল ফুটানোর মতো
প্রয়োজনে ভালোবাসি সময়ে উল্টে খাওয়ার মতো
নেত্রকোণা, ময়মনসিংহ।
১৮টি মন্তব্য
সুরাইয়া পারভিন
চুমুর সংকটে চায়ের কাপে ব্যস্ত সুখের ধোঁয়া উঠে
তখন একবার নয়; বারবার কানে কানে বলে দিও-
প্রয়োজনে ভালোবাসি আবেগে হুল ফুটানোর মতো
প্রয়োজনে ভালোবাসি সময়ে উল্টে খাওয়ার মতো
চমৎকার ঝাঁঝালো কবিতা,,,, অনবদ্য উপস্থাপন।
নাজমুল হুদা
প্রয়োজনে ভালোবাসি আমি মনে করি এমনেই হয়। আশেপাশে শত শত ঘরে এখন এমন পরিস্থিতি যা দেখে ভাবনা আসে তাই শব্দে গেঁথে তুলছি ।
ধন্যবাদ আপু 💕
সাবিনা ইয়াসমিন
ভালো বাসুক কেউ ” বলতে না চাইলেও অনেক কিছু বলা হয়ে গেছে।
ভালো লাগলো কবিতাটি।
অন্যদের পোস্ট পড়ে কমেন্ট দিও নাজমুল । ব্লগে সহ ব্লগারদের লেখার প্রতিও যত্ন নিতে হয়। আন্তরিকতা সুন্দর করতে এর কোনো বিকল্প নেই।
ভালো থেকো,
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
অবশ্যই আপু,
এখন থেকে আমি অবসর লেখা পড়বো। লেখা পোস্ট করা আর পড়া তো এক না । তাই লেখা দিয়ে উপস্থিতি জানান দেই নইলে তো ভুলে যাবেন তাড়াতাড়ি ছোট ভাইকে।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, ভুলবো না। কমেন্ট দেখলেই বুঝে যাবো নাজমুল ইজ হিয়ার 😜😜
নাজমুল হুদা
তাইলে এখন থেকে অন্যভাবেই উপস্থিতি জানান দেওয়ার তুমুল প্রস্তুতি নিচ্ছি, তবুও ভুলতে দিবো না।
ইনশাআল্লাহ!
ফজলে রাব্বী সোয়েব
চমৎকার উপস্থাপন।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💕
ছাইরাছ হেলাল
ভালবাসার তুমুল দাবি এমন করেই বলা উচিৎ।
তা সংকট যতই প্রবল হোক না কেন।
নাজমুল হুদা
ভালোবাসুক কেউ বলতে আসি নাই।
সংকটে ভালোবাসি প্রয়োজন…
ধন্যবাদ ভাইয়া 💕
আরজু মুক্তা
কবিতা আপনি ভালোই লিখেন।
নাজমুল হুদা
কবিতা অনেকেই পড়ে না। গল্প লিখতে ইচ্ছে হয় পারি না। অনেক ঘটনা ঘুরপাক খায় লিখতে পারি না।😭
সুপায়ন বড়ুয়া
কেউতো বাসেনি ভালো
তোমার মতোন করে।
হৃদয়ে জ্বলেছে আলো
তাকে দেখার পরে।
লাগলো ভালো শুভ কামনা !
নাজমুল হুদা
অনেক সুন্দর একটা কমেন্ট।
আমার মতো আমায় ভালোবাসতে দেন
ভালোবাসার পরেও ভালোবাসা পাবেন।
ধন্যবাদ প্রিয় 💕
সুপর্ণা ফাল্গুনী
আজ আমায় ভালোবাসুক কেউ বলতে আসি নাই; আমাকে আমার মতো থাকতে দাও।ধন্যবাদ আপনাকে
নুর হোসেন
আরেকটু ভালবাসা হোক,
হোক আবেগের প্লাবন-
যখন থেমে যাবে তখনও ঠেলে দিবো চলুক চলতেই থাকুক আপনার প্রানবন্ত কবিতার মত।
জিসান শা ইকরাম
ভালোবাসুক কেউ তা বলতে আসিনি,
তবে যা বলে দিয়েছি, তাতেই বুঝতে হবে কি বলতে এসেছি 🙂
কবিতা ভালো লেগেছে।
সৈকত দে
আজ আমি আর মন্তব্য করতে আসি নাই।
শুধু এটুকু বলতে এসেছি কবিতা সুন্দর লিখেছেন ভাই।