আচ্ছা,
আমায় বলবে তুমি ভালবাসা কি?
শরীরের বুঝি তার বহিঃপ্রকাশ!
তুমি ছুঁয়ে দিলে তাকে ভালোবাসা বলে?
তুমি ছুঁয়ে দিলে নাকি জাত ধর্ম চলে যায়।
তবে কি সমাজ, সংসার আমায় অচ্ছুৎ ভেবে দূরে ঠেলে দিবে?
আমার যে ভয় হয়!
ঈশ্বর কি আমায় নরকে দেবেন?
আচ্ছা ভালোবাসলে বুঝি হিংসে হয়!
তোমার সে নাম না জানা প্রেমিকাকে আমার বড্ড হিংসে হয়,
যাকে তুমি এখন ভালোবাসো
ইচ্ছে হয় তাকে আছরে,কামড়ে শরীরের জ্বালা জুরোই।
কতোটা অবুঝ আমি,
ধরেই নিয়েছি আমি ছাড়া তুমি আর কারও হতেই পারো না
ভুলেই গেয়েছিলাম আমি তোমার দাসত্বের শিকলে বাঁধা হলেও,
তুমি আমার নও।
তুমি হয়তো সে দিন অমন করে না বললে,
কোনোদিন হয়তো বিশ্বাস করতামই না,
তুমি অন্য করো।
সে যাই হোক;
বলবে আমায় ভালবাসা কেমন করে হয়,
আর কি করেই বা হারিয়ে যায়!
আমি জানি না ভালোবাসলে কোথায় যন্ত্রনা হয়,
শরীরে?
নাকি মনে?
ভুল বলছি হয়তো,
তাই না!
ভালোবাসলে শরীরে বা মনে কোথাও যন্ত্রনা হয় না,
অন্তত বিজ্ঞান তো তাই বলে।
ভালোবাসলে যন্ত্রনা হয় মস্তিষ্কের নিউরনে।
ঠিক বুঝে উঠতে পারি না কোথায় যন্ত্রনা হয়,
বলবে তুমি ভালোবাসা কি করে ভুলে যেতে হয়?
১৬টি মন্তব্য
এস.জেড বাবু
শেষ লাইনটার জবাব কারো কাছে নেই।
গল্প, কবিতা, উপন্যাস আর বাস্তবে যে জবাব খুঁজে পাওয়া যায়- মস্তিষ্কের নিউরন তা মেনে নেয় না।
চমৎকার লিখেছেন।
সাখিয়ারা আক্তার তন্নী
শুভেচ্ছা নিবেন,
আকবর হোসেন রবিন
ভালোবাসা ভুলা যায় কিনা জানিনা। তবে জীবনানন্দ বলে গেছেন,‘প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।’
সাখিয়ারা আক্তার তন্নী
হয়তো তাই,
শুভেচ্ছা নিবেন।
মনির হোসেন মমি
আমি জানি না ভালোবাসলে কোথায় যন্ত্রনা হয়,
শরীরে?
নাকি মনে?
ভুল বলছি হয়তো,
তাই না!
মাথা খালি ভূঁ ভূঁ করে। চমৎকার কবিতা।
সাখিয়ারা আক্তার তন্নী
মাথা ভূঁ ভূঁ করার কারন?
যাই হোক আপনাকে ধন্যবাদ।
আরজু মুক্তা
সত্যিকারের প্রেম ভোলা যায়না।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
আপনাকে ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
ভুলে-টুলে যাওয়ার দরকার কী!
ঝুলে-টুলে থেকে গেলেই বা মন্দ কী!
এ এক কঠিন সমীকরণ, ভুলে যাওয়া, ভুলে না যাওয়া।
দারুণ কবিতা প্রেম প্রেমের।
সাখিয়ারা আক্তার তন্নী
শুভেচ্ছা নিবেন,
তৌহিদ
ভালোবাসার সঙগা আজ পর্যন্ত কেউ জানতে পেরেছে বলে মনে হয়না। তবে আমি ভাবি কি দরকার এর উত্তর খোঁজার? আমি আমার আবেগের প্রকাশ নিজের মত করে ঘটাই, যাকে বা যাদের ভালোবাসি তারাও সেভাবেই ঘটাক। কোনো টানাপোড়ন না থাকলেই হলো।
ভালো লিখেছেন।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
ভালোবাসার কোন রঙ হয় না তো,তাই হয়তো কোন সঙাগায়নে ফেলা যায় না।
তবু ভালোবাসতে হয়!
এটা বোধয় সৃষ্টির নিয়ম।
জিসান শা ইকরাম
ভালোবাসা অত্যন্ত পবিত্র একটি সম্পর্ক,
তবে এতে হিংসে আছে খুব,
কঠিন ভালোবাসা প্রেমিক/প্রেমিকাকে অত্যন্ত স্বার্থপর করে দেয়, স্বাধীনতা হরণ হয়।
‘ ভালোবাসলে শরীরে বা মনে কোথাও যন্ত্রনা হয় না,
অন্তত বিজ্ঞান তো তাই বলে।
ভালোবাসলে যন্ত্রনা হয় মস্তিষ্কের নিউরনে। ‘ === এই বিষয় নিয়ে আমি কিছু লিখতে চেয়েছিলাম, লেখাটার অর্ধেক লিখেও ফেলেছি।
আপনি তার সূচনা করে দিলেন।
শুভ কামনা।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
আপনিও লিখা শুরু করে দিন।
ধন্যবাদ
সুরাইয়া পারভিন
দারুণ লিখেছেন 👏
ভালোবাসার মানুষ অন্য কাউকে নিয়ে ভাবলে ভালোবাসতে প্রচণ্ড হিংসে হয়।কেনো হয় জানি না। ভালোবাসা মানুষকে হিংস্র পশু বানিয়ে দেয় ।কি জানি ভালোবাসলে কোথায় যন্ত্রণা হয় ,কেনো হয়? কিছুতেই ভালোবাসা ভুলে যাওয়া যায় না গো,,,,।
সাখিয়ারা আক্তার তন্নী
হুম,
ভালোবাসলে হিংসে হয়।
আমার একটু বেশিই হয়……..
ধন্যবাদ