
ভালবাসা মানে হল বিন্দু বিন্দু ভাব,
ভালবাসা মানে হল ধৈর্য্যের অভাব।
ভালবাসা মানে হল মরা গাছেতে ফুল,
ভালবাসা মানে হল হারানো সব কূল।
ভালবাসা মানে হল মনেতে ভ্রমর অলি,
ভালবাসা মানে হল অসময়ে ঝরা কলি।
ভালবাসা মানে হল এক বুক আশা,
ভালবাসা মানে হল নির্মম হতাশা।
ভালবাসা মানে হল আনন্দের সহযাত্রী,
ভালবাসা মানে হল নিদ্রাহীন সব রাত্রি।
ভালবাসা মানে হল জীবনে বসন্তের ফাগুন,
ভালবাসা মানে হল সুখেতে দুঃখের আগুন।
৫টি মন্তব্য
পপি তালুকদার
সুন্দর। ছন্দেরা কথা বলে গেল মনের চাপা কথা।
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ সহ অফুরন্ত ভালবাসা নিবেন প্রিয়।।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসার জয় হোক মানবতার জয় হোক। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা। পহেলা বৈশাখ শুভ হোক
শামীনুল হক হীরা
আন্তরিক প্রীতি ও ভালবাসা রইল আপনার তরে।
নার্গিস রশিদ
ছন্দ যেমন সুন্দর ,প্রকাশ ভঙ্গি তেমন চমৎকার