তোমায় নিয়ে একটি কবিতা লিখবো বলে
ছিড়েছি কত কাগজ,ভেঙেছি কলম কতবার,
তবুও হলোনা আমার ভালোবাসার
সঠিক প্রকাশ।
কেটেছে কত বিনিদ্র রজনী
পার করেছি বিক্ষিপ্ত প্রহর,
কাজে অ-কাজে ভাবনার অতলে পরে
রাখিনি সময়ের খবর।
তোমার দু চোখে বিধাতা দিয়েছেন
এক সমুদ্র গভীরতা,
কবিতায় আসে না সেই অপরুপ দৃষ্টি সুখের আল্পনা।
হাসি আর কথায় আছে
মেঘের কারুকাজ,
নিরবতা এনে দেয় ঝড়ের পূর্বাভাস।
দুঃখ গুলো কোথায় লুকাও
দেওনা যে তার খোঁজ,
ভালোবাসি তোমায় খুব
বোঝো না কেন?তুমিতো নও অবুঝ।
সখা,,তোমায় ভালোবাসি,
ডুব দিতে চাই ঐ চোখের সমুদ্রে
ফেরাবে কি-করে??
আমিতো ভয় পাই না সখা
ভালোবাসায় ডুবিয়া মরিতে।
২১টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হাসি আর কথায় আছে
মেঘের কারুকাজ,
নিরবতা এনে দেয় ঝড়ের পূর্বাভাস।
বাহ্ এই না হলে আপনি কবি।দারুণ লাগল কবিতার প্রতিটি লাইন।কাগজ ছিড়লেও কলম ভাঙ্গা হয়নি আমার। -{@
সাবিনা ইয়াসমিন
আপনার কলমে মনে হয় কালি বেশি ছিলো।অথবা আপনি খুব শান্ত মনের অধিকারী ছিলেন ,তাই আর কলম ভাংগে হয়নি।
ধন্যবাদ ভাইজান।আপনার মন্তব্য পেলে লেখার উৎসাহ বেড়ে যায়।ভালো থাকুন।শুভ কামনা রইলো। -{@
মাহমুদ আল মেহেদী
কবিতা বুঝায় চেষ্টারত লিখাতো বহুদূর ! ধন্যবাদ আপনাদের যে কবিতা পড়ার সুযোগতো হয় আপনাদের মাধ্যমে । সুন্দর সহজ সাবলীল ভাষার যাদুকরী মিশ্রন আহ! কি চমৎকার উপস্থাপন সত্যিই অভিভূত আমি।
সাবিনা ইয়াসমিন
আমি যা লিখি তা অ-কবিতা।ভারি গম্ভীর শব্দ আমার মাথায় আসে না।পড়ে পড়ে যে মন্তব্য গুলো দেন,সেইই লোভেই লিখি।কি করবো,,আমি যে লেখক হতে চাই 😀
ভালো থাকুন।আর আমাদের জন্যে কিছু লিখুন।অনেকদিন হলো কিছু লিখছেন না।
নীলাঞ্জনা নীলা
অ-কবিতা কিন্তু কবিতা হয়েই আছে। ভালোবাসা মানেই মোম পোড়া যন্ত্রণা।
আপনি সবসময়ই ভালো লেখেন। :c
সাবিনা ইয়াসমিন
নীলা আপু আপনি সোনেলার সেরা কবিদের একজন।তাইতো এতো চমৎকার করে বলে দিলেন “ভালোবাসা মানেই মোম পোড়া যন্ত্রনা’
আমি সারাদিন বসে কলমের মাথা চিবিয়েও এতো চমৎকার লাইন লিখতে পারবো না। 😀
অনেক ধন্যবাদ প্রশংসা করেছেন বলে।ভালো থাকুন অনেক আর ভালোবাসা নিবেন।❤❤
নীলাঞ্জনা নীলা
এই সেরেছে সেরা বানিয়ে দিলেন!!! আমি খুব সাধারণ একজন। আপনার প্রতিমন্তব্যর প্রতি আমি কৃতজ্ঞ।
ভালোবাসায় হোক বসবাস।
ভালো থাকুন আপনি। 🌹🌹
সাবিনা ইয়াসমিন
❤❤❤❤❤
মোঃ মজিবর রহমান
ভালোবাসা কি হৃদয়ে উদ্গিরন ঘটায় জানিনা বুঝিও না। তয় কবিতা লিখতে পুটু আপনি।
সাবিনা ইয়াসমিন
হ্যা ভাই আপনি ঠিক বুঝেছেন।আমি কবিতা লেখায় পুটু। ঐ কারনেই কবিতা না লিখে অ-কবিতা লিখি।পটু হলে নিশ্চিত কবিতা হতো। 😀
ভালোবাসা বেশি না বুঝাই ভালো।তাহলে আপনিও রাশি রাশি কবিতা লেখায় মগ্ন থাকতেন।আমার গুলোতে মন্তব্য করার সময়ই পেতেন না। 😀
মোঃ মজিবর রহমান
তা অবশ্য ঠিক মনের ভিতর যা উকি মারেনা তা অন্তরে কিভাবে আঘাত হানবে??? আমি নগন্য পাঠক হওয়ার ক্ষমতাও মাঝে মাঝে হারিয়ে ফেলি। মাঝে মাঝে ভাবি কি হবে এইসব করে মরেই তো যাব।
হ্যাঁ লিখতে না পারলেও [পড়তে পারি এটাই সুক্রিয়া।
ছাইরাছ হেলাল
খুব সুন্দর ভালোবাসার আক্ষেপ কবিতায়!!
বলছি বটে কবিতায়, কবিতা কবিতা কী-না
তা তো জানতে পারিনি/জানান-নি;
আজ-ও, বেলার অবেলায়, ও-বেলায়;
চোখ সমুদ্রে ডুবে যাবার আগে কলসি নেবেন জানি,
ভেসে উঠার সময় লুকোনো লাইফ জ্যাকেট-টি
আলগোছে জাপটে নেবেন তাও তো মানি;
সাবিনা ইয়াসমিন
আপনি যে চোখ বুজেই সব দেখতে পান,সেটা এবার ঠিক ঠিক বুঝলাম।আমি যে সমুদ্রে ডোবার আগে নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখবো সেটা আপনার নজর এড়ায়নি।
লাইফ জ্যাকেটিতো অবস্যই পড়ে নিবো।সাতার জানি না। 😀
যুদ্ধ,প্রেম আর জান বাচানোর জন্যে কত কিছু যে করতে হয় !!জান বাচানো বেশি জরুরি।মরে গেলে লেখক হবো কি করে। 😀
ছাইরাছ হেলাল
লেখক কী জিনিস!!
খাওয়ার না পড়ার না পরার নাকি মাথায় রাখার তা-ই তো জানলাম না!!
সাবিনা ইয়াসমিন
লেখক কি জিনিস সেটাতো এখনো জানতেই পারলাম না।লেখক হতে পারলে প্রথম অনুভূতিটা আপনার সাথে শেয়ার করবো। তখন আপনিই বলে দিবেন ওটা খায় না মাথায় দেয়। :p
জিসান শা ইকরাম
যার কথা নিয়ে এমন আক্ষেপ তিনি এই লেখা পড়লে অবশ্যই বুঝবেন, কতটা চেস্টা করছেন আপনি তার জন্য,
অনুভুতির সহজ সুন্দর প্রকাশ।
সাবিনা ইয়াসমিন
আহারে ,,এখনতো আমারই আফসোস হচ্ছে।স্বপ্ন মানবটির যদি একটা সোস্যাল আইডি থাকতো,,তাহলে অ-কবিতা টির সাথে এই মন্তব্যটাও পড়তো।তবে সে ভেসে বেড়ায় বাতাসে।কবিতাতো দুরের কথা অনেক সময় স্বপ্নেও উঁকি দেয় না।
ভালো থাকুন।আর লিখুন।শুভ কামনা রইলো।
রিতু জাহান
ভালবাসার অকবিতায় এতো প্রেম ঢেলেছো যে সে ডুবে যাবেই যাবে।
খুবই সুন্তর হয়েছে আপু।
সাবিনা ইয়াসমিন
সবাই বুঝলো শুধু সেই আমার প্রেমের গভীরতা বুঝলো না।মরুক ব্যাটা।ওর কপালে যদি আমার প্রেমে ডুবে মরা লিখা থাকে তাহলে আর কিইইবা করার আছে।
অনেক ভালোবাসা রইলো আপু।ভালো থাকুন সারাক্ষন।❤❤❤❤
মায়াবতী
অ কবিতায় যদি এমন হৃদয় নিঙড়ানো হাহাকার থাকে তাহলে স কবিতা না হয় না ই বা আসলো কলমের খোঁচায়।
আমি শুধু ভাবি তোমরা কি করে পারো অ আ কবিতা লিখতে! আমি যদি একটু ক খ কবিতা ও লিখতে পারতাম তাহলে হয়তো মন খারাপের অন্ধকার ঘুচে যেত আমার। কি বলো অ কবি?
সাবিনা ইয়াসমিন
কলমের খোঁচায় সব লেখা গেলেও আক্ষেপ গুলো আঁকা যায়না।তাইতো আক্ষেপ গুলো অ-কবিতা হয়ে বিক্ষোভ জানায়।
খুব মিস করছিলাম আপনাকে জাদু মণি।আপনার মন্তব্য না পেলে আমার লেখা গুলো অসম্পূর্ণ মনে হয়।কবে আসবেন আপনার সুখ দুঃখ গুলো নিয়ে আমাদের মাঝে??