ভালোবাসার অ-কবিতা (১)

সাবিনা ইয়াসমিন ৬ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ০৭:৩৬:৫৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

তোমায় নিয়ে একটি কবিতা লিখবো বলে
ছিড়েছি কত কাগজ,ভেঙেছি কলম কতবার,
তবুও হলোনা আমার ভালোবাসার
সঠিক প্রকাশ।
কেটেছে কত বিনিদ্র রজনী
পার করেছি বিক্ষিপ্ত প্রহর,
কাজে অ-কাজে ভাবনার অতলে পরে
রাখিনি সময়ের খবর।
তোমার দু চোখে বিধাতা দিয়েছেন
এক সমুদ্র গভীরতা,
কবিতায় আসে না সেই অপরুপ দৃষ্টি সুখের আল্পনা।
হাসি আর কথায় আছে
মেঘের কারুকাজ,
নিরবতা এনে দেয় ঝড়ের পূর্বাভাস।
দুঃখ গুলো কোথায় লুকাও
দেওনা যে তার খোঁজ,
ভালোবাসি তোমায় খুব
বোঝো না কেন?তুমিতো নও অবুঝ।
সখা,,তোমায় ভালোবাসি,
ডুব দিতে চাই ঐ চোখের সমুদ্রে
ফেরাবে কি-করে??
আমিতো ভয় পাই না সখা
ভালোবাসায় ডুবিয়া মরিতে।

১২৪১জন ১২৪৩জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ