আমি কাঁটা ঘায়ে নুনের ছিটা দিয়ে যাই
আমি গাছে তুলে দিয়ে মই নিয়ে পালাই
আমি খইয়ের তেলে ভাজি খই
আমি মানুষটা ভণ্ড বলতে পারো
প্রেমিকতো মন্দ নই ।
আমি মুখোশ তৈরি করি
পুকুর চুরি করি
শাক দিয়ে ঢাকি মাছ
আমি জাতে মাতাল জানি
তালে ঠিকই থাকি
মাছ ধরিনা ছুই পানি ।
আমি সবকিছুই জানি
আমি সবকিছুই মানি
গাছ আমার নিশ্চয়ই
আমি মানুষটা ভণ্ড বলতে পারো
প্রেমিকতো মন্দ নই ।
* পুরনো ডায়েরীতে পেলাম । আমার লেখা নাকি জানিনা । নাও হতে পারে ।
৫টি মন্তব্য
সঞ্জয় কুমার
ভালো হয়েছে
ছাইরাছ হেলাল
প্রেমিকদের ভাল মন্দ বলে কিছু নেই ।
লেখা আপনার বা অন্যকারো হলেও আমাদের পড়তে সমস্যা নেই ।
স্বপ্ন নীলা
হুমমম —-পুরানো ডাইরি ঘেটে এমন ভাল লেখা পেলে ক্ষতি কি !! লেখায় ভাল লাগা —-
ফরহাদ ফিদা হুসেইন
হেভি হইছে প্রিন্স ভাই। 😀
শুন্য শুন্যালয়
বেশ বেশ, ভালো প্রেমিক পাওয়া সত্যই দুরূহ। ভালো হইছে কবিতা খানি যে-ই লিখুক 🙂