আমি কাঁটা ঘায়ে নুনের ছিটা দিয়ে যাই
আমি গাছে তুলে দিয়ে মই নিয়ে পালাই
আমি খইয়ের তেলে ভাজি খই
আমি মানুষটা ভণ্ড বলতে পারো
প্রেমিকতো মন্দ নই ।

আমি মুখোশ তৈরি করি
পুকুর চুরি করি
শাক দিয়ে ঢাকি মাছ
আমি জাতে মাতাল জানি
তালে ঠিকই থাকি
মাছ ধরিনা ছুই পানি ।

আমি সবকিছুই জানি
আমি সবকিছুই মানি
গাছ আমার নিশ্চয়ই
আমি মানুষটা ভণ্ড বলতে পারো
প্রেমিকতো মন্দ নই ।

 

* পুরনো ডায়েরীতে পেলাম । আমার লেখা নাকি জানিনা । নাও হতে পারে ।

১জন ১জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ