বয়সী হিজল

কাজী সোহেল ৮ এপ্রিল ২০১৪, মঙ্গলবার, ১২:২৯:২২পূর্বাহ্ন বিবিধ ৩ মন্তব্য

 

চারপাশ ঘিরে সমৃদ্ধ বৃক্ষদল

ফুল-ফল-কাঠে পল্লবিত অহং

পাতার বিলাসে কখনো বাতাসে গান

কখনো সুখ জল হয়ে নামে

বৃষ্টির ফোঁটায় ফোঁটায়

 

অদূরে আমি বয়সী হিজল

দিতে না পারার কষ্টে ম্রিয়মান

বিবর্ণ রোজনামচায় স্থবির

লুকোতে পারি না নিজেকে

 

কেবল শ্রান্ত কোন পাখি এলে

পেতে দিই ছায়ার চাদর

খুলে ফেলি মনের দুয়ার

 

বয়সী হিজল

দিতে না পারার কষ্টে ম্রিয়মান

৬৪০জন ৬৪০জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ