ব্লগ আপডেট (নতুন আপডেট সহ)

নাজমুল আহসান ২৫ জুন ২০১৫, বৃহস্পতিবার, ১১:০৪:১৬অপরাহ্ন সোনেলা বার্তা ৬৪ মন্তব্য

ব্লগে ছোটখাটো কিছু পরিবর্তন এসেছে। আশা করি সবাই লক্ষ্য করেছেন।

  • ব্লগের ডানপাশে নিচের দিকে একটা ঊর্ধ্ব-নির্দেশক চিহ্ন আছে। বড়সড় কোনো পোস্ট পড়তে পড়তে নিচে চলে গেলে কষ্ট করে মাউস স্ক্রল করে উপরে আসতে হবে না। এখানে ক্লিক করলেই আপনাকে উপরে নিয়ে যাবে। \|/
  • বামদিকের কলামে “সোনেলাতে আছেন যাঁরা”-এর পরিবর্তে “অনলাইনে আছেন যাঁরা” করা হয়েছে। এই মুহূর্তে যারা লগিন করা অবস্থায় আছেন, এখানে তাঁদের নাম দেখাবে। 🙂
  • কারিগরি ত্রুটির কারণে ড্যাশবোর্ডে একটা ওয়ার্নিং দেখাচ্ছিল। সেটা সরানো হয়েছে। -{@
  • কমেন্টে ইমোটিকন আগের মতো ঠিকঠাক কাজ করছে \|/   শুধু ক্লিক করলেই কমেন্ট বক্সে চলে আসছে  :c   বিশ্বাস না হলে কমেন্ট করে দেখতে পারেন :p  ৪ ঘণ্টার সফল চেষ্টা মাত্র শেষ হল :v

এই বিষয়গুলো সংক্রান্ত কোনো অসামঞ্জ্যস্য বা ত্রুটি চোখে পড়লে দয়া করে জানাবেন। ধন্যবাদ।

৬৬৪জন ৬৬৪জন
0 Shares

৬৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ