ব্লগে ছোটখাটো কিছু পরিবর্তন এসেছে। আশা করি সবাই লক্ষ্য করেছেন।
ব্লগের ডানপাশে নিচের দিকে একটা ঊর্ধ্ব-নির্দেশক চিহ্ন আছে। বড়সড় কোনো পোস্ট পড়তে পড়তে নিচে চলে গেলে কষ্ট করে মাউস স্ক্রল করে উপরে আসতে হবে না। এখানে ক্লিক করলেই আপনাকে উপরে নিয়ে যাবে। \|/
বামদিকের কলামে “সোনেলাতে আছেন যাঁরা”-এর পরিবর্তে “অনলাইনে আছেন যাঁরা” করা হয়েছে। এই মুহূর্তে যারা লগিন করা অবস্থায় আছেন, এখানে তাঁদের নাম দেখাবে। 🙂
কারিগরি ত্রুটির কারণে ড্যাশবোর্ডে একটা ওয়ার্নিং দেখাচ্ছিল। সেটা সরানো হয়েছে। -{@
কমেন্টে ইমোটিকন আগের মতো ঠিকঠাক কাজ করছে \|/ শুধু ক্লিক করলেই কমেন্ট বক্সে চলে আসছে :c বিশ্বাস না হলে কমেন্ট করে দেখতে পারেন :p ৪ ঘণ্টার সফল চেষ্টা মাত্র শেষ হল :v
এই বিষয়গুলো সংক্রান্ত কোনো অসামঞ্জ্যস্য বা ত্রুটি চোখে পড়লে দয়া করে জানাবেন। ধন্যবাদ।
ঊর্ধ্ব-নির্দেশক চিহ্ন দেখছি কিছু দিন ধরে।এটি তাহলে সোনেলার অবদান?আমি ভেবেছি এটি ব্রাউজারের 🙂 এটি থাকায় অনেক উপকার হয়েছে।
অনলাইনে আছেন যারা,এটি দেখার খুব ইচ্ছে ছিল।লগইন অবস্থায় এবং লগইন ব্যাতীত কতজন দেখছেন এটিও যুক্ত করা উচিৎ।
আচ্ছা আপনি কে বলুন তো।এই কি প্রথম একজন মডু দেখলাম? 🙂
“লগইন অবস্থায় এবং লগইন ব্যাতীত কতজন দেখছেন” এটা সংযুক্ত করার ব্যাপারটা বিবেচনা করা হবে 🙂
আমি মডু না। আমি অধম হচ্ছি এই ব্লগের ডেভেলপার। আপনাদের মডু-মহোদয় আমাকে যেভাবে বলেন, আমি যেভাবে করে দেওয়া চেষ্টা করি। (মডুর নাম জিজ্ঞেস করিয়া লজ্জা দিবেন না :p )
এসব সংযুক্ত করে দেয়ায় ধন্যবাদ। আমরা সেই কবে থেকে প্রিয় লেখা সংগ্রহে রাখার কথা বলেছি,কেউ আমাদের পাত্তাই দেয় না 🙁 আমরা কি এমন ব্লগ চেয়েছিলাম,যেখানে প্রিয় লেখা সংগ্রহে রাখতে পারবো না? 🙁
সেটা মডুদেরকে বলতে হবে 🙂 যদিও আপনাদের মডু নিয়মিতই আমাকে এসব ব্যাপারে তাগিদ দিয়ে থাকেন, আমি নিজেই সময় করতে পারি না 🙁
ব্যক্তিগতভাবে আমি খুব ব্যস্ত থাকি, সবকিছুর মধ্যে আপনাদের জন্যে সময় বের করা খুব কঠিন হয়ে যায়! ^:^
প্রায়ই ভাবি, দিনগুলো এতো ছোট ক্যারে? :@
নতুনত্বে স্বাগতম সবসময়।
কোন আইডি খুঁজে বের করবো কি করে এখন? মানে আগে যেমন তালিকা থেকে বের করা যেত?
মুশকিলে তো আরেকটা ফেললেন, আগে যেমন লুকিয়ে লুকিয়ে আসতাম, এখন আর তা পারবো না। অনলাইনে শো করবে 🙂 অনেক কস্ট করছেন আমাদের জন্যে, আমাদের প্রিয় ব্লগটির জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া।
প্রায় সময় আমার প্রোফাইলের অদেখা মন্তব্যে অনেক মন্তব্য থাকে তা নিমূর্লে কি করা যায়।বলাবাহুল্য মন্তব্যগুলো ওপেন করার পরও বিদ্যমান থাকে যা মাঝে মধ্যে এডমিন ক্লিন করেন।
পিসি এবং মোবাইল দুইটা থেকেই উঁকি দেই তবে মোবাইলে সারাক্ষণ ডাটা অন করা থাকে বলে আমি ঘুমালেও আমাকে অন লাইনে দেখাবে! (কান্নার ইমো হবে)
কেবলমাত্র পিসি থেকে পোস্ট দেয়ার সময়েই ইমো সংযোজন করা যায়। কমেন্টে ইমো’র উপর মাউস ধরলে চিহ্নগুলো দেখায় যা টাইপ করে ইমো দেয়া যাবে কিন্তু মোবাইলে পোস্ট বা কমেন্ট কোনোটাতেই ইমো দেয়া যায় না। আশা করছি এইটাও ঠিক করা হবে।
ঊর্ধ্ব-নির্দেশক চিহ্ন বেশ কিছুদিন আগেই চোখে পড়েছে। একটু একটু করে এমন অনেক কিছুই যোগ করা হবে আশা করছি।
আমার একটা কথা ছিলো, ধরুন আমি একি মন্তব্য দুইবার করে ফেলেছি, এখন একটা মন্তব্য ডিলিট করতে চাই কিন্তু আমি কোন অপশন পাচ্ছি না।। এইটা একটু ঠিক করে দিন। উন্মাদের অনুরোধ অন্তরের গহীন থেকে পিলিজ লাগে। আমি কিন্তু সিরিয়াসলি কইছি। ;(
নিরাপত্তা ব্যাহত হবে যদি একজন আরেকজেনর মন্তব্য ডিলিট করতে পারে, কিন্তু নিজের করা মন্তব্য নিজে ডিলিট করলে সেখানে কিভাবে নিরাপত্তা ব্যাবস্থা ব্যাহত হবে মডু মামা। 😮 ;? ;( 😀 :D) 🙁 :p
ধরুন, আমি আপনাকে কমেন্টে গালি দিলাম। এরপর আপনি উত্তরে আমাকে গালি দিলেন। লাইগ্যা গ্যালো ক্যাচাল :@
এরপর আমি আমার কমেন্ট ডিলিট করে দিয়ে সাধু সাজলাম, ‘কই গালি তো দেইনি!’ 😀
৬৪টি মন্তব্য
আশা জাগানিয়া
ঊর্ধ্ব-নির্দেশক চিহ্ন দেখছি কিছু দিন ধরে।এটি তাহলে সোনেলার অবদান?আমি ভেবেছি এটি ব্রাউজারের 🙂 এটি থাকায় অনেক উপকার হয়েছে।
অনলাইনে আছেন যারা,এটি দেখার খুব ইচ্ছে ছিল।লগইন অবস্থায় এবং লগইন ব্যাতীত কতজন দেখছেন এটিও যুক্ত করা উচিৎ।
আচ্ছা আপনি কে বলুন তো।এই কি প্রথম একজন মডু দেখলাম? 🙂
নাজমুল আহসান
“লগইন অবস্থায় এবং লগইন ব্যাতীত কতজন দেখছেন” এটা সংযুক্ত করার ব্যাপারটা বিবেচনা করা হবে 🙂
আমি মডু না। আমি অধম হচ্ছি এই ব্লগের ডেভেলপার। আপনাদের মডু-মহোদয় আমাকে যেভাবে বলেন, আমি যেভাবে করে দেওয়া চেষ্টা করি। (মডুর নাম জিজ্ঞেস করিয়া লজ্জা দিবেন না :p )
মেহেরী তাজ
ঊর্ধ-নির্দেশক টা দেখেছি। কিন্তু লগ-ইনে কারা আছেন এটা খেয়াল করি নি। আমাদের সোনেলা ত্রুটিহীন হচ্ছে।
নাজমুল আহসান
🙂
ব্লগার সজীব
নতুন সংযোজন,ভালো লাগছে নতুন অবয়ব। মোবাইলে লগইন হলেও দেখা যাবে অনলাইনে আছেন তার তালিকা ?
নাজমুল আহসান
অনলাইনের কাঁরা আছেন এই তালিকা মোবাইলে দেখানো হবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি এখনো।
ব্লগার সজীব
মোবাইলে লগইন হয়ে দেখেছি, আমার নাম অনলাইনে দেখা যায় না।এটি ঠিক করতে হবে।
নাজমুল আহসান
ওকে 🙂
ব্লগার সজীব
মন্তব্যের ইমো কাজ করেনা।ক্লিক করলে মন্তব্যে আসেনা 🙁
নাজমুল আহসান
এটা খেয়াল করেছি। ঠিক করে ফেলব ইনশাআল্লাহ।
ব্লগার সজীব
🙂
নাজমুল আহসান
এখন একবার দেখবেন? :p
ব্লগার সজীব
ঠিক হয়েছে ইমো \|/ এক বস্তা ধনে পাতা আপনাকে।
ছাইরাছ হেলাল
কাজ হচ্ছে জেনে আনন্দিত।
নাজমুল আহসান
ধন্যবাদ।
লীলাবতী
এসব সংযুক্ত করে দেয়ায় ধন্যবাদ। আমরা সেই কবে থেকে প্রিয় লেখা সংগ্রহে রাখার কথা বলেছি,কেউ আমাদের পাত্তাই দেয় না 🙁 আমরা কি এমন ব্লগ চেয়েছিলাম,যেখানে প্রিয় লেখা সংগ্রহে রাখতে পারবো না? 🙁
নাজমুল আহসান
হয়ে যাবে।
লীলাবতী
মডুরা শুধু আশ্বাস দিয়েই যায়,কবে সমাপ্ত হবে এই আশার বানী? 🙁
নাজমুল আহসান
সেটা মডুদেরকে বলতে হবে 🙂 যদিও আপনাদের মডু নিয়মিতই আমাকে এসব ব্যাপারে তাগিদ দিয়ে থাকেন, আমি নিজেই সময় করতে পারি না 🙁
ব্যক্তিগতভাবে আমি খুব ব্যস্ত থাকি, সবকিছুর মধ্যে আপনাদের জন্যে সময় বের করা খুব কঠিন হয়ে যায়! ^:^
প্রায়ই ভাবি, দিনগুলো এতো ছোট ক্যারে? :@
সানোয়ার
আমিত আমার প্রোফাইলে ঢোকতে পারিনা জানিনা কি সমস্যা
নাজমুল আহসান
ঢুকতে পারছেন না মানে কী? কোন ধরণের সমস্যা হচ্ছে?
ব্লগার সজীব
প্রফাইলে ঢুকতে না পারলে এখানে মন্তব্য করেন কিভাবে?
খেয়ালী মেয়ে
😀
শুন্য শুন্যালয়
নতুনত্বে স্বাগতম সবসময়।
কোন আইডি খুঁজে বের করবো কি করে এখন? মানে আগে যেমন তালিকা থেকে বের করা যেত?
মুশকিলে তো আরেকটা ফেললেন, আগে যেমন লুকিয়ে লুকিয়ে আসতাম, এখন আর তা পারবো না। অনলাইনে শো করবে 🙂 অনেক কস্ট করছেন আমাদের জন্যে, আমাদের প্রিয় ব্লগটির জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া।
নাজমুল আহসান
“কোন আইডি খুঁজে বের করবো কি করে এখন?” ঠিকই তো! 🙁
আচ্ছা, ঠিক আছে, ব্লগার সার্চ করার একটা ব্যবস্থা করে দেব।
সানোয়ার
নিয়ন্ত্রণ কক্ষ লেখা আসে কোন ‘কাছ করে না
নাজমুল আহসান
আপনি বাক্য অসম্পূর্ণ করে বলেন কেন? সমস্যাটা খুলে বলুন।
ব্লগার সজীব
ব্লগার্স প্রফাইল আপডেট করা প্রয়োজন।যেমন কতদিন ধরে সোনেলায় আছি,কতটি পোষ্ট দিয়েছি,কতটি মন্তব্য করেছি,কতটি মন্তব্য পেয়েছি।এতে একজন ব্লগার একটিভ কতটা তা বুঝা যাবে।
নাজমুল আহসান
হয়ে যাবে। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
প্রায় সময় আমার প্রোফাইলের অদেখা মন্তব্যে অনেক মন্তব্য থাকে তা নিমূর্লে কি করা যায়।বলাবাহুল্য মন্তব্যগুলো ওপেন করার পরও বিদ্যমান থাকে যা মাঝে মধ্যে এডমিন ক্লিন করেন।
জিসান শা ইকরাম
খুব ধীরে ধীরে পরিবর্তন গুলো হচ্ছে।
এটিই হোক- একবারে গাছের টপে উঠে গেলে,আর উঠবার জায়গা পাওয়া যাবে না 🙂
নাজমুল আহসান
:p
খেয়ালী মেয়ে
পরিবর্তনগুলো চোখে পড়েছে….
ধন্যবাদ….
নাজমুল আহসান
চোখে ফেলার জন্যে কৃতজ্ঞতা জানাচ্ছি -{@
মিথুন
ছোটখাটো পরিবর্তনে বড়সড় আনন্দ হচ্ছে। সবার মত আমিও পোস্ট প্রিয় বা স্টার করার সুযোগ চাই……
নাজমুল আহসান
হয়ে যাবে ইনশাআল্লাহ 🙂
অনিকেত নন্দিনী
পিসি এবং মোবাইল দুইটা থেকেই উঁকি দেই তবে মোবাইলে সারাক্ষণ ডাটা অন করা থাকে বলে আমি ঘুমালেও আমাকে অন লাইনে দেখাবে! (কান্নার ইমো হবে)
কেবলমাত্র পিসি থেকে পোস্ট দেয়ার সময়েই ইমো সংযোজন করা যায়। কমেন্টে ইমো’র উপর মাউস ধরলে চিহ্নগুলো দেখায় যা টাইপ করে ইমো দেয়া যাবে কিন্তু মোবাইলে পোস্ট বা কমেন্ট কোনোটাতেই ইমো দেয়া যায় না। আশা করছি এইটাও ঠিক করা হবে।
ঊর্ধ্ব-নির্দেশক চিহ্ন বেশ কিছুদিন আগেই চোখে পড়েছে। একটু একটু করে এমন অনেক কিছুই যোগ করা হবে আশা করছি।
নাজমুল আহসান
ইমোটিকন সমস্যার সমাধান করা হয়েছে \|/ এখন শুধু ক্লিক 😀
অনিকেত নন্দিনী
আরে! তাইতো দেখছি! সাব্বাস!!! :c
নাজমুল আহসান
:c
স্বপ্ন
দেখি ইমো কাজ করে কিনা :v
নাজমুল আহসান
দেখছেন? 😀
স্বপ্ন
করছে কাজ \|/ ধন্যবাদ আপনাকে।এই প্রথম সোনেলা ব্লগের কাউকে নামে চিনলাম।শুভেচ্ছা জানবেন -{@
নাজমুল আহসান
“নামে চিনলাম” মানে কী? 😮
জিসান শা ইকরাম
৪ ঘন্টা ! ম্যালা খাটছেন আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে। স্বপ্নের মত আমিও এই প্রথম সোনেলা ব্লগের কাউকে নামে চিনলাম 😀
নাজমুল আহসান
😀
মারজানা ফেরদৌস রুবা
একমত।
মারজানা ফেরদৌস রুবা
সব কথার বড় কথা ডেভেলপার ভাইয়ার জবাবগুলো দারুন লেগেছে। মারমুখি, ঠাশঠাশ টাইপ যেনো ফটোটাই কথা কইছে… হাহাহা। ধন্যবাদ আপনাকে।
ব্লগার্স প্রফাইল আপডেট করা হলে ভালো হয়। কে কতদিন যাবত সোনেলায় আছি,কতটি পোষ্ট দিয়েছি,কতটি মন্তব্য করেছি,কতটি মন্তব্য পেয়েছি।
নাজমুল আহসান
শুধু ডেভেলপার ভাইয়ার “জবাবগুলো” দারুণ লেগেছে? আর কিছু দারুণ লাগেনি? :p
সীমান্ত উন্মাদ
আমার একটা কথা ছিলো, ধরুন আমি একি মন্তব্য দুইবার করে ফেলেছি, এখন একটা মন্তব্য ডিলিট করতে চাই কিন্তু আমি কোন অপশন পাচ্ছি না।। এইটা একটু ঠিক করে দিন। উন্মাদের অনুরোধ অন্তরের গহীন থেকে পিলিজ লাগে। আমি কিন্তু সিরিয়াসলি কইছি। ;(
ঠিক আছে ইমু ভাই লাফালাফি করে, কথা সত্য, দেখেন \|/
নাজমুল আহসান
নিরাপত্তার স্বার্থে মন্তব্য ডিলিট এবং এডিট করার অপশন বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র মডু এই ক্ষমতার অধিকারী ;(
সীমান্ত উন্মাদ
নিরাপত্তা ব্যাহত হবে যদি একজন আরেকজেনর মন্তব্য ডিলিট করতে পারে, কিন্তু নিজের করা মন্তব্য নিজে ডিলিট করলে সেখানে কিভাবে নিরাপত্তা ব্যাবস্থা ব্যাহত হবে মডু মামা। 😮 ;? ;( 😀 :D) 🙁 :p
আবারো একটা ইমুটিক টেষ্টরান দিলাম। := :p
নাজমুল আহসান
ধরুন, আমি আপনাকে কমেন্টে গালি দিলাম। এরপর আপনি উত্তরে আমাকে গালি দিলেন। লাইগ্যা গ্যালো ক্যাচাল :@
এরপর আমি আমার কমেন্ট ডিলিট করে দিয়ে সাধু সাজলাম, ‘কই গালি তো দেইনি!’ 😀
নাজমুল আহসান
এক্সকিউজ মি, আমি মডু মামা না ^:^
শুন্য শুন্যালয়
ইমো কাজ করছে? মনির ভাইইইইইইইইইইইইইইইইই আপনি কোথায়? ইমো কাজ করছে, জলদি আসুন।
এত্তো কস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। কিন্তু গোলাপ বাবা কই গেলো?
নাজমুল আহসান
গোলাপবাবা ইমো’র নিচে পরে গেছে ;(
সানোয়ার
মোবাইল থেকে ইমো কাছ করেনা আর আমি বলেছিলাম আমি আমার প্রোফাইলে ঢুকতে পারিনা কি কারনে সমস্যা কোথায় যে সমস্যা আমি খোঁজে পাই না ভাই
মেহেরী তাজ
\|/ 😀 (3 -{@
আরে তাই তো।
নাজমুল আহসান
(3
ব্লগার সজীব
প্রিয় লেখা সহ আরো কিছু হয়নি এখনো,তবে হবে এই আশা করতে পারি,কি বলেন?
নাজমুল আহসান
জ্বি।
মিথুন
অনলাইনে আছের যারা আছে, অফলাইনে আছেন কজন এটা দেয়া যায়? দেখি চুরি করে কয়জন লুকিয়ে থাকে………… 🙂
নাজমুল আহসান
আপনাদের মডুর সাথে এই বিষয়ে আলাপ হয়েছে।
ইমন
(3