আপনার প্রতি ভালোবাসা রেখে ব্লগের প্রতিও ভালোবাসা রেখে গেলাম। ব্লগ ছাড়া আমারও জীবন চলে না। তবুও সময়তে থাকি, সময়তে থাকি না। আবার আসি, অন্যের লেখা পড়ে সময়তে কাঁদি, সময়তে হাসি। কারোর পোস্টে মন্তব্য লিখি। কারোর সুলেখিত লেখনী পড়ে শিখি।
মেডিকেলে ভর্তি হওয়ার সাথে সাথে যেমন একজন মেডিকেল স্টুডেন্ট ডাক্তার হয়ে যান না তেমনি ব্লগে লিখলেই একজন ব্লগার জাগ্রত বিবেক নাও হতে পারেন এটা ঠিক আছে। কিন্তু একজন পূর্ণাঙ্গ সিনিয়র ব্লগার যদি জাগ্রত বিবেক না হয় তাহলে ব্লগিং করে লাভ কি! কালকে কাল, সাদাকে সাদা বলাটা, বিবেকের বিবেচনায় ন্যায়ের পক্ষে কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা এসবই তো জাগ্রত বিবেকের উদারহণ!
আপনার বিবেচনা অকপটে মন্তব্য করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। শুভ ব্লগিং…..
১৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বা দারুন প্রকাশ। ভালিবাসা রইল
চাটিগাঁ থেকে বাহার
আপনার জন্যও ভালোবাসা!
আহমেদ ফাহাদ রাকা
অসাধারণ লেখা
চাটিগাঁ থেকে বাহার
আপনাকে আন্তরিক ধন্যবাদ উৎসাহ জাগানিয়া মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
কি মন্তব্য দিবো ভেবে ভেবেই হয়রান হচ্ছি।
আপনি যে কারো মন্তব্যেই খুশি নন ভাইয়া!!
চাটিগাঁ থেকে বাহার
কারুর মন্তব্যে খুশি নই এটা ব্লগ দুনিয়ার বাইরের কথা বলা হয়েছে।
ব্লগ তো আমার প্রাণ। তাইতো বার বার ব্লগে ফিরে আসি….
সাবিনা ইয়াসমিন
ভাইয়া, লেখার শিরোনাম একদম উপরেই থাকে। মুল লেখায় আরেকবার শিরোনাম দেয়ার কি দরকার? দেখতে ভালো লাগেনা 🙁
চাটিগাঁ থেকে বাহার
এর পর থেকে লেখার সাথে শিরোনাম আর দিবো না।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
নিতাই বাবু
আপনার প্রতি ভালোবাসা রেখে ব্লগের প্রতিও ভালোবাসা রেখে গেলাম। ব্লগ ছাড়া আমারও জীবন চলে না। তবুও সময়তে থাকি, সময়তে থাকি না। আবার আসি, অন্যের লেখা পড়ে সময়তে কাঁদি, সময়তে হাসি। কারোর পোস্টে মন্তব্য লিখি। কারোর সুলেখিত লেখনী পড়ে শিখি।
চাটিগাঁ থেকে বাহার
আপনি একজন বন্ধুসুলভ ব্লগার। আপনার ব্লগিং ভালো লাগে।
ভালো থাকবেন।
মনির হোসেন মমি
দারুণ!আপনিতো দেখছি ভাল কবিতাও লিখেন। অবশ্যই মত প্রকাশের স্বাধীন প্লাটফর্ম ব্লগ আর তা হল সোনেলা ব্লগ।ধন্যবাদ।
চাটিগাঁ থেকে বাহার
একসময় নিয়মিত কবিতা লিখতাম। সময়ের ব্যবধানে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়।
আপনার সুন্দর মন্তব্যের জন্যে আন্তরিক ধন্যবাদ।
আরজু মুক্তা
শুভ ব্লগিং।
চাটিগাঁ থেকে বাহার
আন্তরিক ধন্যবাদ জানবেন।
তৌহিদ
ব্লগার মানে জাগ্রত বিবেকের অধিকারী এটা আমার কাছে সঠিক বলে মনে হয়না। আমাদের বিবেক জাগ্রত হোক এটাই কাম্য।
শুভকামনা রইলো।
চাটিগাঁ থেকে বাহার
মেডিকেলে ভর্তি হওয়ার সাথে সাথে যেমন একজন মেডিকেল স্টুডেন্ট ডাক্তার হয়ে যান না তেমনি ব্লগে লিখলেই একজন ব্লগার জাগ্রত বিবেক নাও হতে পারেন এটা ঠিক আছে। কিন্তু একজন পূর্ণাঙ্গ সিনিয়র ব্লগার যদি জাগ্রত বিবেক না হয় তাহলে ব্লগিং করে লাভ কি! কালকে কাল, সাদাকে সাদা বলাটা, বিবেকের বিবেচনায় ন্যায়ের পক্ষে কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা এসবই তো জাগ্রত বিবেকের উদারহণ!
আপনার বিবেচনা অকপটে মন্তব্য করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। শুভ ব্লগিং…..
তৌহিদ
হ্যা ভালো বলেছেন।
চাটিগাঁ থেকে বাহার
আপনাকে আন্তরিক ধন্যবাদ।