ব্লগার মানে জাগ্রত বিবেক

চাটিগাঁ থেকে বাহার ৩০ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ১০:০৮:৫৫অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

ব্লগার মানে জাগ্রত বিবেক

ব্লগ পাড়ার মানুষ আমি
ব্লগ ছেড়ে কোথায় যাই…
চেষ্টা অনেক করেছি বটে,
শান্তি যে কোথাও নাই ।
ঘুরে ফিরে দেখলাম
কত অজানা অচেনা গন্তব্যে,
মনটা যে বেজায় নারাজ
খুশি নই কারো মন্তব্যে ।
ঘরের ছেলে ঘরেই ফিরি
শান্তি নীড়ের হাওয়া,
ব্লগার মানে জাগ্রত বিবেক
তাই ব্লগেই আসা যাওয়া ।।

রচনাকাল: ২৪/০৬/২০১৩

৫৯৪জন ৪৮৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ