বোধ

মোঃ মজিবর রহমান ২৮ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, ০২:২১:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

জীবন ঘোর

চরকি ঘোরা

ভেলকিবাজি।

 

ভোরের শিশির কণা

কচুর পাতার জল

জীবন সেথা।

 

শিউলি ফুল গন্ধে

জীবন সেথা আনন্দে

পারবি ভাব্বি।

 

হ্রদয় ফোটে ফাল্গুনে

যুগল স্রোত আকর্ষণে

ভ্রমর হুলে প্রেম ফুটবে।

 

মৃত্যু থাকে যদি

হই না ফালে

হয়ে যায় সুচেও।

 

৭৫০জন ৫৯৩জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ