বোধ

এরশাদ খান ১০ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০৮:০৩:২৬অপরাহ্ন অণুগল্প ৮ মন্তব্য
  • তোমার চোখেমুখে হাসি দেখলে ইচ্ছে করে,
    সারা শহর আমি আলোয় ভরিয়ে দিই।
    তোমার কান্না দেখলে ইচ্ছে করে,
    পুরো চট্টগ্রাম আমি গুড়িয়ে দিই।
    তোমার কথা শুনলে ইচ্ছে করে,
    কোকিলের গান থামিয়ে দিই।
    তোমার চোখ আমার চোখে পড়লে
    ইচ্ছে করে -আকাশে উড়াল দিই।
    আমরাও হই শঙ্খ-চিল।
    বিস্ময়ভরা চোখে দেখি সারা শহর,
    সমগ্র দুনিয়া, মানবজাতি।
    দেখিয়ে দিই শুধু একজনের সত্যিকারের
    ভালোবাসা কেমন করে জীবন বদলে দেয়।
    তখন,কেমন জীবন্ত মনে হয় নিজের হাত,চোখ!
    নিজেকে কিভাবে চিনতে পারি,আয়নায়,
    আমি একজন পুরুষ, পাগল।
    কিন্তু নারী, তোমাদের সে সব বোধ মুখে
    না বললে বুঝতে পার না!
    কবে ভিতরটা দেখবে,বলো?
৬৫৮জন ৫৭৫জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

  • এরশাদ খান-এর বোধ পোস্টে
  • এরশাদ খান-এর বোধ পোস্টে
  • এরশাদ খান-এর বোধ পোস্টে
  • এরশাদ খান-এর ছাদ পোস্টে
  • এরশাদ খান-এর ছাদ পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ