তোমার চোখেমুখে হাসি দেখলে ইচ্ছে করে,
সারা শহর আমি আলোয় ভরিয়ে দিই।
তোমার কান্না দেখলে ইচ্ছে করে,
পুরো চট্টগ্রাম আমি গুড়িয়ে দিই।
তোমার কথা শুনলে ইচ্ছে করে,
কোকিলের গান থামিয়ে দিই।
তোমার চোখ আমার চোখে পড়লে
ইচ্ছে করে -আকাশে উড়াল দিই।
আমরাও হই শঙ্খ-চিল।
বিস্ময়ভরা চোখে দেখি সারা শহর,
সমগ্র দুনিয়া, মানবজাতি।
দেখিয়ে দিই শুধু একজনের সত্যিকারের
ভালোবাসা কেমন করে জীবন বদলে দেয়।
তখন,কেমন জীবন্ত মনে হয় নিজের হাত,চোখ!
নিজেকে কিভাবে চিনতে পারি,আয়নায়,
আমি একজন পুরুষ, পাগল।
কিন্তু নারী, তোমাদের সে সব বোধ মুখে
না বললে বুঝতে পার না!
কবে ভিতরটা দেখবে,বলো?
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভিতরটা যদি দেখা যেতো, পড়া যেতো তাহলে নারী পুরুষ কখনো মুখ ফুটে কিছু বলতো না। সুন্দর হয়েছে। শুভ কামনা রইলো
এরশাদ খান
ধন্যবাদ আপু
ফয়জুল মহী
অনুপম,অতুলনীয়,
এরশাদ খান
ধন্যবাদ ভাই
কামাল উদ্দিন
ভেতর দেখার চোখ সবার থাকে না, তবে এতোটা ভালোবাসলে তার কিন্তু বুঝতে না পারার কথা নয়……শুভ কামনা জানিয়ে গেলাম কবি।
এরশাদ খান
মানুষ সবই বুঝে,দেখায় না কিছুই।মেয়েরাও হয়তো তাই করে। ধন্যবাদ
কামাল উদ্দিন
শুভেচ্ছা
হালিম নজরুল
চমৎকার প্রয়াস।