
আপনি কি ভাবছেন এই দুনিয়ায় আপনিই একমাত্র বোকা? তাহলে শুনুন- ছোটবেলায় আব্বা আমাকে বলতেন হাদারাম বোকা, মা এখনো বলে বোকা, ভাইবোনেরাতো সবসময় বলে বোকা!
নচ্ছার সহপাঠীদের শয়তানির বখরা হতাম আমি বোকা। স্কুলে স্যারেরা বলতো বোকারাম আর কলেজ ইউনিভার্সিটিতে ম্যাডামরা যখন এই ‘দুষ্টু বলে’ ডাকতো আমি হতাম বোকা!
একটু উনিশ-বিশ হলেই অফিসে বস বলেন বোকা, কিছুদিন আগে নেতার ছোট্ট মেয়েটিও বলে বসলো – আংকেল আপনি কি বোকা!
পাড়ার ছেলেপেলেরা বলে- ভাইয়ে হচ্ছে একটা বোকা! বিশ টাকার ভাড়া আমি ত্রিশ টাকা দিলেই রিক্সাওয়ালা এমনভাবে চায় যেন আমিই দুনিয়ার একমাত্র বোকা!
শ্যালিকারা বিয়ের প্রথম দিনেই পকেট কেটে বলেছিলো দুলাভাই একটা হদ্দ বোকা! শাশুড়ি আম্মার আদুরে ডাক জামাই বোকা। ইদানিং বউও কথায় কথায় বলে– ধুর বোকা!
আর এদিকে আশেপাশে এত্তগুলা সি সি ক্যামেরা স্থান দিয়ে আমি নিজেই সেজেছি বোকা! বুদ্ধিমান হবো কবে এই ভাবনাতেও এখন নিজেকে লাগছে বোকা!
তবে টেনশন নট ভায়েরা, যারা আমার দলে তাদের স্বাগতম। মনে রাখবেন যুগে যুগে এ পৃথিবীকে বুদ্ধিমান বোকারাই শাসন করেছে।
“Any fool can make a rule” —Henry David Thoreau
★ কুইজ- বলতে পারেন ছবিতে বুদ্ধিমান কত নম্বর ব্যক্তিটি?
২২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
ফার্স্ট হলাম 🙂
প্রাইজ না নিয়ে পড়তে বসবো না কিন্তু 🙂
তৌহিদ
কুইজের উত্তর দিন, পুরস্কার জিতে নিন। ☺
কামাল উদ্দিন
আমিও আপনার মতোই বুদ্ধিমান বোকা হইতে চাই, সুযোগ থাকলে সাথে নিয়েন আমাকে 🙂
তৌহিদ
হ্যাবলাকান্তর লাহান মুখ নিয়ে সবার দিকে তাকাবেন। নিচ্চিত বোকা বোকা লাগবে কিন্তু। ☺
কামাল উদ্দিন
ভালো রেসিপি দিলেন তো, ঠিক আছে প্রয়োগ করে দেখবো।
তৌহিদ
বিফলে মুল্য ফেরত নেবেন না কি কামাল ভাই? 😃😃
খাদিজাতুল কুবরা
বোকা শুনে শুনে অভ্যস্থ হয়ে গেছি ভাই। এখন গায়ে মাখিনা। তবে ছোটবেলায় খুব মন খারাপ হতো।
বুদ্ধিমান স্বার্থপরের চেয়ে মনে হয় বোকা থাকা ভালো।
তৌহিদ
আসলে যারা আমাদের নিয়ে ভালোকিছু ভাবে তারা আদর করেই বোকা ভাবে। ভালো থাকুন আপু।
সুপর্ণা ফাল্গুনী
বোকারাই কষ্ট পায় বেশি, সবাই সহজেই ঠকাতে পারে কিন্তু তারা কারো ক্ষতি করেনা । এজন্য বোকা হওয়াটাই ভালো। ৩ নাম্বার জন বিপদমুক্ত বলে মনে হচ্ছে। আপনার লেখা পড়ে ‘ বোকা ‘ উপাধি টা খুব আদরের মনে হলো। আদরেই থাকুন, ভালো থাকুন
তৌহিদ
বোকাদের অনেক জ্বালা আসলে। সঠিক উত্তর দেবার জন্য ভাঁপাপিঠা পাওনা রইলো দিদিভাই।
রোকসানা খন্দকার রুকু
ভাইয়া তিন নম্বর। এখন আপনিও কিন্তু কোনভাবে বলবেন যাহ্ হয়নি বোকা। বোকাই ভালো। আমিতো বোকামীর ভান করি। ভালো লাগলো। শুভ কামনা ভাই।🌹🌹
তৌহিদ
না উত্তর সঠিক হয়েছে। আপনি মোটেই বোকা নন কিন্তু! শুভকামনা আপনার জন্যেও আপু।
আলমগীর সরকার লিটন
সুন্দর লেখেছেন তৌহিদদা
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভালো থাকুন।
আরজু মুক্তা
বোকা হইতে ভালো লাগে
তৌহিদ
চমেৎকার বাত!! শুভকামনা সবসময়। ☺
মনির হোসেন মমি
ছাগলের তিন নম্বর বাচ্চাটাই বুদ্ধিমান। কী ঠিক কীনা? এবার পরিষ্কার দেন।
তৌহিদ
কথা ঠিক, কথা ঠিক। উপহার হিসেবে ভাপাপিঠা আনিলিমিটেড ভাইয়া।
ধন্যবাদ জানবেন।
জিসান শা ইকরাম
বোকা একটি সুন্দর সম্বোধনও।
ছবির ৩ নাম্বার সবচেয়ে বোকা।
শুভ কামনা।
তৌহিদ
একদমই তাই। যাদের ভালোবাসি আমরা বোকা বলে তাদের কাছে ভালোবাসাই প্রকাশ করি।
ধন্যবাদ ভাই।
ছাইরাছ হেলাল
বোকারা আসলে বোকা-না, তারাই প্রকৃত বুদ্ধিমান।
তৌহিদ
একদম ঠিক ভাই, আমার ধারনা এই বোকাদের দলে আপনিও! ☺
বড্ড চালাক!! কি ঠিক বলেছিনা?
শুভকামনা ভাইয়া।