
বেনামি প্রেম
সকাল সকাল কুয়াশার আস্তর ভেদ করে,
ঘোলা ঘোলা সূর্যের মত অন্তরে এসে বিঁধে রইলো এক নীল কাঁটা।
বেলা-বেলায় মাঝ বেলাতেই ছিড়েখুঁড়ে পোক্ত হলো কাঁটায় কাঁটায় জর্জরিত অন্তর খানি,
পার্থিব ঘড়ির কাটা শুধু ঘুরতেই ব্যস্ত,
কপাল কাটা আরও ব্যস্ত বিধির বিধানে
আমি ব্যস্ত কাঁটা উদ্ধারে /
কিন্তু হায়,
এযে ছিলো প্রেমের কাঁটা!
উগরে/ উৎরে দিবো? তা-ও যে অসাধ্য!
প্রেমিক আমার তুই কন্টকে নয়,
চলে আয় আড়াল ফুঁড়ে
ভালোবাসার গাছ লাগাবো
তোর আমার বেনামি প্রেমে।
২৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলার উঠোনে স্বাগতম আপনি।
প্রথম পোস্টেই পর্তুলিকা নামে ফুল নিয়ে আসলেন আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে। নিয়মিত লেখুন, অন্যদের লেখা পড়ুন।
প্রেমের কাঁটা ভিন্ন রকমের হয়, একে যায়না তোলা আবার অন্তরে বিদ্ধ হয়ে নীল করে অন্তর।
ভালোবাসার গাছ লাগিয়ে যে ফুল হবে তার নাম কি হবে?
আশা পুর্ন হোক,
শুভ কামনা।
পর্তুলিকা
ভালবাসার গাছ এখনো লাগাই নাই। অজানা প্রেমিকের অপেক্ষায় আছি।
অন্যের লেখায় যেতে চেষ্টা করবো।
ধন্যবাদ।
কামাল উদ্দিন
কাটা দিয়েই প্রেমের কাটা তুলতে হবে, ভালোলাগা জানিয়ে গেলাম।
পর্তুলিকা
অনেক ধন্যবাদ প্রিয় কবি।
কামাল উদ্দিন
হায় আল্লাহ আমি আবার কবি হইলাম কবে!!
পর্তুলিকা
আপনি কবি না?
আপনার সুন্দর কমেন্ট দেখে আপনাকে আমার কবি মনে হইছে।
তৌহিদ
সোনেলার উঠোনে স্বাগতম। প্রেমে কাঁটার খোঁচা লাগবেই তা সে যতই বলেননা কেন। তবে তার মধ্যেও নিগূঢ় ভালোবাসা থাকে কিন্তু। যে গাছ লাগাবেন দেখবেন সে গাছের যেন আবার কাঁটা না হয়!
পর্তুলিকা নাম পছন্দ হয়েছে। পাঠক আপনাকে আপু নাকি ভাইয়া ডাকবে সেটাতো বলেন? ☺
পর্তুলিকা
নাম আমার পর্তুলিকা
শরীরে স্বভাবে বালিকা
ভাই না আপু না হতে চাই বন্ধু সবার
ডাকুন শুধু পুর্তলিকা
থ্যাংকস তৌহিদ।
তৌহিদ
ভালো থাকবেন।
সুরাইয়া পারভীন
প্রেম নামক বিষাক্ত কাঁটা কখনো উগড়েও যায় না দেওয়া, উপড়েও যায় না ফেলা। দারুণ লিখেছেন
সোনেলা পরিবারে স্বাগতম আপনাকে ভাইয়া/আপু
পর্তুলিকা
আপনাকে ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
স্বাগতম আপনাকে।
রোমান্টিক কবিতায় এক রাশ ভালো লাগা।
নিয়মিত লিখুন, আমাদেরটাও পড়ুন।
শুভ কামনা 🌹🌹
* শিরোনাম এর পর কবিতা/ লেখার নাম আলাদা করে দেয়া লাগে না। 😊
পর্তুলিকা
আপনার কথা মনে থাকবে।
ধন্যবাদ, শুভেচ্ছা আপনার জন্যে।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে।
ভালবাসা নিয়ে লেখাটি ভাল লাগল।
পড়ুন ও লিখুন।
পর্তুলিকা
সবাই পড়ার উপদেশ দিচ্ছেন?
আচ্ছা পড়বো।
ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
কাটা দিয়েই প্রেমের কাটা তুলতে হবে,
ভালো লাগলো খুব, স্বাগত আপনাকে।
পর্তুলিকা
ধন্যবাদ কবি।
সুপায়ন বড়ুয়া
“ভালোবাসার গাছ লাগাবো
তোর আমার বেনামি প্রেমে।”
বেনামি প্রেমে থেকোনা মত্ত
ভালবাসায় রাকুন ব্যস্ত।
শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
রাখুন ব্যস্ত
পর্তুলিকা
প্রেম সম্পুর্ণ হলে তাহাতেই ব্যস্ত হব। আগে প্রেমিক আসুক। ধন্যবাদ কবি।
নিতাই বাবু
ইশ! যদি আগের মতো যোয়ান থাকতাম নতুন করে প্রেম ভালোবাসার একটা গাছ রোপণ করে রাখতাম। গাছের নাম রাখতাম “বেনামি প্রেম”। আপনার কবিতা পড়ে নিজের মনে এমনই ইচ্ছে জাগতে শুরু করেছে কবি। শুভকামনা থাকলো।
পর্তুলিকা
মন্তব্য মুগ্ধতা জানবেন শ্রদ্ধেয় ব্লগার। শিগ্রি আপনি গাছ লাগান। আপনার প্রেমের গাছে ফুল ফল দ্রুত আসুক।
সুপর্ণা ফাল্গুনী
বেনামি প্রেম চাইনা। সুন্দর একটি নাম দিয়ে প্রেমের যাত্রা শুরু করুন। শীঘ্রই আপনার কাঙ্খিত জন আপনার জীবনে চলে আসবে এই কামনা রইলো। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
পর্তুলিকা
ধন্যবাদ সুপ্রিয়।
নিরব সাগর
আমার একটা বেনামী প্রেমপত্র চাই। শুধু ভালোবাসি লেখা থাকবে আর সেটাই হবে আমার গন্তব্যহীন গন্তব্য।
পর্তুলিকা
সুন্দর চাওয়া। চাওয়া পূর্ণ হোক যথাসময়ে।
ধন্যবাদ কবি।