
তুমি যে এক মস্ত গাধা, বুঝতে পার আজ?
কোন খেয়ালে কর এমন আহাম্মকের কাজ!
যা করেছ, বেশ করেছ; ভুল কোরো না আর।
স্বার্থপরে ভরে গেছে জগৎ, এ সংসার।
ছিলে কতো আপন তুমি! রাখত মাথায় তুলে!
ফুরিয়ে গেছে ঠ্যাকা। দেখ, গেছে ঠিকই ভুলে।
দরকারটা চুকে গেলে আপনজনও ভাগে!
-এই কথাটা তোমাকে কেউ বলেনি এর আগে?
নিজের কথা ব’লে দেখো- দেখবে চোখে পানি।
দেখবে কারও বউ মরেছে, কিংবা কারও নানী!
কারও আবার পেটে ব্যাথা, দুঃখ কারও মনে।
জগৎবাড়ি ভাল্লাগে না, ঘুরে বেড়ায় বনে!
অথচ সব চলছে ঠিকই, দিচ্ছে তোমায় ফাঁকি!
তোমার দিকে নজর দেবার সময় আছে নাকি?
আচ্ছা, তুমি এমন বেকুব! বুঝতে পারা ভার!
বন্ধুজনে দিয়েছ আজ নিজের টাকা ধার।
১৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আনমনে ভাবি
ব্লগে এলেন
এ কোন কবি!
কাব্যের এমন প্রতিভা
লুকিয়ে রাখা ভার,
এ অনিন্দতা শুধুই তাঁর।
স্বাগত কবিতা রাজ্যে।
নাজমুল আহসান
মানুষের ছ্যাঁচড়ামি দেখে মনের দুঃখে কবি হয়ে গেছি! 😀
ছাইরাছ হেলাল
এমন ছ্যাঁচড়ামিকে বর ভেবে নিলেই কবিতা প্রাপ্তি।
মন্দ কী!!
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই অবাক হয়েছি। তা-ও এতো সুন্দর ছন্দে ছন্দে কবিতা। সত্যগুলোকে চমৎকার বিন্যাস করেছেন। আপনার কবিতা আরো চাই। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর
নাজমুল আহসান
আমি কবি নই। কী মনে করে যেন আজ হুট করে লিখে ফেললাম।
তৌহিদুল ইসলাম
দুঃখ মানুষকে দিয়ে কবিতা লেখায় প্রমাণিত। তবে যাই বলুন, যখন কেউ বিশ্বাস নিয়ে খেলা করে সেটি মেনে নিতে পারিনা। তারপরেও অন্যকে বিশ্বাস করি আর ঠকি অনেকসময়। মনে মনে ভাবি, একজন আছেন যিনি এর প্রতিদান আমাকে দেবেন। আপনার ক্ষেত্রেও তাই হবে ইনশাআল্লাহ।
শুভকামনা ভাই।
নাজমুল আহসান
হেহে! ঠিক বলেছেন ভাই। এ জন্যেই প্রেমে পড়লে মানুষ কবি হয়!
মনির হোসেন মমি
দানে যেমন প্রতিদান চাইতে নেই তেমনি আজকালকার ধারেও ফেরত চাইতে নেই।
অভিনন্দন এবং শুভ কামনা প্রিয় কবি।
নাজমুল আহসান
বাহ! ভালো বলেছেন তো!
রোকসানা খন্দকার রুকু
হা হা হা। কষ্টের হাসি। প্রয়োজন বড় অসহায়। যখন,যাকে,যেমন, যেভাবে হয় ব্যবহার করে।
পাশে থাকার অভিনয় করে। নিজের ল্যাজে যখনি পারা পড়ে অমনি প্রয়োজন হিংস্র থাবা বের করে।
শুভ কামনা প্রয়োজনের জন্য। বলা যায় না তার কখন পালা।
নাজমুল আহসান
আপনার প্রয়োজনের জন্যেও শুভকামনা রইল। ভালো থাকবেন।
হালিমা আক্তার
মানুষের বিশ্বাস নিয়ে মানুষই খেলা করে | ছন্দে ছন্দে চমৎকার বাস্তবতা তুলে ধরেছেন | শুভ কামনা |
নাজমুল আহসান
ধন্যবাদ হালিমা। ভালো থাকবেন।
আরজু মুক্তা
হাওলাত দিলে এখন ভাবে ঐটা গিফট দিছি।
ছন্দে ছন্দে কবিতা ভালো লাগলো।
নাজমুল আহসান
বড্ড মুশকিল আপা 😬