বেকুবনামা

নাজমুল আহসান ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০১:০৫:২৬অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

তুমি যে এক মস্ত গাধা, বুঝতে পার আজ?
কোন খেয়ালে কর এমন আহাম্মকের কাজ!

যা করেছ, বেশ করেছ; ভুল কোরো না আর।
স্বার্থপরে ভরে গেছে জগৎ, এ সংসার।

ছিলে কতো আপন তুমি! রাখত মাথায় তুলে!
ফুরিয়ে গেছে ঠ্যাকা। দেখ, গেছে ঠিকই ভুলে।

দরকারটা চুকে গেলে আপনজনও ভাগে!
-এই কথাটা তোমাকে কেউ বলেনি এর আগে?

নিজের কথা ব’লে দেখো- দেখবে চোখে পানি।
দেখবে কারও বউ মরেছে, কিংবা কারও নানী!

কারও আবার পেটে ব্যাথা, দুঃখ কারও মনে।
জগৎবাড়ি ভাল্লাগে না, ঘুরে বেড়ায় বনে!

অথচ সব চলছে ঠিকই, দিচ্ছে তোমায় ফাঁকি!
তোমার দিকে নজর দেবার সময় আছে নাকি?

আচ্ছা, তুমি এমন বেকুব! বুঝতে পারা ভার!
বন্ধুজনে দিয়েছ আজ নিজের টাকা ধার।

৯৬১জন ৭৭৩জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ