যদি মেঘ থেকে নেমে আসে –
শব্দ কল্পনারা এবং মৃত্যুর মতো শ্বাশ্বত কোন আহবান
যদি মেঘ থেকে নেমে আসে –
বিবর্ণ অক্ষরমালা এবং ভাসিয়ে নেয়া অবারিত উন্মুক্ত আধাঁর
যদি মেঘ থেকে নেমে আসে -…
নিরন্তর গল্পের ঢেউ এবং উৎসরিত লোনাজলে ভিজে যায় কেউ।
তবে শোন –
বৃষ্টি আমার বন্ধু, দুঃখ এবং আমি বাধা আছি অন্তত বাধনে
তাই –
রোদ ঝলমল দুপুরগুলোয় নামে সে তুমুলে, মন খারাপের ক্ষনে।
বৃষ্টি তোমার বন্ধুকে মনে রেখো,
তুমি তাকেও ভেজাবে যখনি,
সেও তোমাতেই অশ্রু লুকাবে দেখো
বৃষ্টি তোমার বন্ধুকে মনে রেখো।
২৪টি মন্তব্য
আবু জাকারিয়া
রোদ ঝলমল দুপুরগুলোতেও বৃষ্টি নামা,,,,নিশ্চিত কোন দুঃখের ইতিহাসের প্রতিফলন। দোয়া করি, রোদ ঝলমল দুপুর আরো ঝলমলে হোক।
আগুন রঙের শিমুল
থ্যাঙ্কস জাকারিয়ার পিতা 🙂
ছাইরাছ হেলাল
এমন বন্ধুত্বে অশ্রু না লুকালেও মনে রাখবে।
বাহ্।
আগুন রঙের শিমুল
রাখবেনা 🙂
স্বপ্ন নীলা
আমি যে কবে আপনার মত করে লিখতে পারবো —কবিতার প্রতিটি বাক্যে মুগ্ধতা রেখে গেলাম
আগুন রঙের শিমুল
আমার থেকে ভালো লিখবেন 🙂 অনেক ধন্যবাদ
খসড়া
ভাল লাগল।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ 🙂
স্মৃতির নদীগুলো এলোমেলো...
চমতকার। ছিমছাম এবং পরিনত লেখা। অনেক ভালোলাগা রইলো।
আগুন রঙের শিমুল
ধইন্যা ব্রো 🙂
নীলাঞ্জনা নীলা
মনে না রেখে উপায় নেই 🙂
আগুন রঙের শিমুল
তাই নাকি ? তাহলে তো ভালোই হয় 🙂
স্বপ্ন
কেমন এক বিষণ্ণতা -{@ (y)
আগুন রঙের শিমুল
🙂 🙂
প্রহেলিকা
এমন আহবানকে এড়িয়ে বৃষ্টি যেতেই পারে না, যেই বৃষ্টিই হোক পারবে না তা মেঘ বৃষ্টিই হোক অথবা বৃষ্টি মানবী। কি যে লেখেন আপনি প্রিয় সাইদ ভাই মনে ধরে খুব!
আগুন রঙের শিমুল
থ্যাংকস প্রহেলিকা , যে যাওয়ার সে এম্নিতেই যাবে 🙂
জিসান শা ইকরাম
গান মনে আসলো একটা
বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও…………
আগুন রঙের শিমুল
আমার পছন্দের গান দাদা
শিশির কনা
বৃষ্টি তার বন্ধুকে মনে রাখবে। -{@ (y)
আগুন রঙের শিমুল
রাখেনা 🙁
লীলাবতী
এই কবিতার মাঝে কাকে দেখি?একজন নরম সংবেদনশীল মানুষকে।কে সে ভাইয়া?বন্ধু কে ভুলবে না সে 🙂
আগুন রঙের শিমুল
যে লেখে কবিতা সে আমি নয় 🙂
শুন্য শুন্যালয়
ছবিটাতে চোখ আটকে রয়েছে।
এভাবেই যখন তখন বৃষ্টি নামিয়ে দেয়া গেলে খাঁ খাঁ ফেটে চৌচির হবেনা বুক। মেঘের ওপারে আরো কি কি লুকিয়ে রেখেছেন কে জানে!!!
বৃস্টিতে ভিজলেই খুব আনন্দ হয় আমার। এক বৃষ্টি লুকানোর জন্য আরেক বৃষ্টির কি প্রয়োজন?
আগুন রঙের শিমুল
মেঘের ওপারে আকাশ লুকানো , আস্ত আকাশ 🙂
বৃষ্টিতে ভিজলে অনেক আনন্দ হয় আমারও 🙂