বৃষ্টি তোমার বন্ধুকে মনে রেখো

আগুন রঙের শিমুল ২৪ ফেব্রুয়ারি ২০১৫, মঙ্গলবার, ০৩:০০:৪০পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

যদি মেঘ থেকে নেমে আসে –
শব্দ কল্পনারা এবং মৃত্যুর মতো শ্বাশ্বত কোন আহবান
যদি মেঘ থেকে নেমে আসে –
বিবর্ণ অক্ষরমালা এবং ভাসিয়ে নেয়া অবারিত উন্মুক্ত আধাঁর
যদি মেঘ থেকে নেমে আসে  -…
নিরন্তর গল্পের ঢেউ এবং উৎসরিত লোনাজলে ভিজে যায় কেউ।

তবে শোন –
বৃষ্টি আমার বন্ধু, দুঃখ এবং আমি বাধা আছি অন্তত বাধনে
তাই –
রোদ ঝলমল দুপুরগুলোয় নামে সে তুমুলে, মন খারাপের ক্ষনে।

বৃষ্টি তোমার বন্ধুকে মনে রেখো,
তুমি তাকেও ভেজাবে যখনি,
সেও তোমাতেই অশ্রু লুকাবে দেখো
বৃষ্টি তোমার বন্ধুকে মনে রেখো।

১জন ১জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ