বৃষ্টি, বসন্ত ও প্রেম

বোকা মানুষ ৪ মার্চ ২০১৫, বুধবার, ১১:১৭:০৯অপরাহ্ন কবিতা, সাহিত্য ১১ মন্তব্য

থোকা থোকা বৃষ্টি ফুটে আছে

গাছের ডালে-ডালে, আকাশের

ঝুলবারান্দায়! শিরশির বাতাসে

প্রথম প্রেমের ছোঁয়ায় কেঁপে

ওঠার শিহরণ! গলির মোড়ে

ভীড় করা বর্ষনেরা গাইছে

রিমঝিম স্নিগ্ধতার তরল সুরে!

 

বসন্তের ফুলেরা নিয়েছে

কিশোরী প্রেমিকার সলাজ

রঙ্গীন সাজ!

 

বৃষ্টি ও বসন্তের তুমুল প্রেম

হোক তবে আজ!

২৪২৮জন ২২৬০জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ