মেঘলা আকাশ মানেই যেন স্মৃতির দুয়ারে কড়া নাড়া । আর বৃষ্টি এসেই বোধহয় খুলে দিয়ে যায় সেই দুয়ার । পলকে হারিয়ে যাওয়া শৈশবের কোনও দিনে । ফিরে পাওয়া সেই মজার দিনগুলো, সাথে হারিয়ে যাওয়া কিছু মুখ , যারা তখন এতটা পর ছিল না যতটা আজকে । উদাসী মনে বাসা বাঁধে হাজার রঙিন খেয়াল । আকাশ ভালোবেসে ছুয়ে যায় মাটিকে । আর প্রকৃতির সেই ভালোবাসায় সামিল হই আমি । আমার বৃষ্টিতে ভিজতে দারুন লাগে । যখন বৃষ্টি হয় আমি হা করে চেয়ে থাকি বৃষ্টির দিকে । বৃষ্টির প্রতিটা ফোঁটা নতুন নতুন অনুভূতির সৃষ্টি করে মনের গহিনে । আমি হারিয়ে যাই ………… নিজের মধ্যেই …
কিছু স্মৃতি বুকের মাঝে এসে,
আলো-আঁধারে হারিয়ে গেছে কবে …
তাদের সব মুক্তি লেখা সেদিন ,
মনের আকাশ জুড়ে বিষণ্ণতার বৃষ্টি যেদিন হবে …
১২টি মন্তব্য
সীমান্ত উন্মাদ
বৃষ্টি কথনে অনেক অনেক ভালোলাগা
স্বপ্নচারী
অনেক ধন্যবাদ … 🙂
মোঃ মজিবর রহমান
বৃষ্টির সৃষ্টি করে মন উতলা।
ভাল লেগেছে।
স্বপ্নচারী
বৃষ্টির দিনে জানালার বাইরে চেয়ে থাকি নিস্পলকে … বাইরে অনবরত পড়তে থাকে বৃষ্টি … ইট – কাঠ – পাথরের এ বন্দী জীবনে কফির কাপে মৃদু চুমুক এর ফাঁকে এখনো হাত বাড়িয়ে ছুয়ে ইচ্ছে হয়, জানতে ইছছা করে ওরা কি আগের মতই আছে কিনা …
অনেক ধন্যবাদ …
নুসরাত মৌরিন
আসলেই বৃষ্টির মত নস্টালজিক আর কিছুই করতে পারে না…।এক পশলা বৃষ্টি মনে আর্গল খুলে কত হারানো কথা,স্মৃতিকে ফিরিয়ে আনে…।
ভাল লাগলো বৃষ্টি-বিলাস।
স্বপ্নচারী
পৃথিবীতে এমন কিছু সৌন্দয্য আছে যাকে দেখার পাশাপাশি অনুভব করতে হয়। বৃষ্টিকে আমি ঠিক সেই রকমই মনে করি। বিধাতা এর মাঝে এমন কিছু পরিচ্ছন্ন অলংকরন এঁকে দিয়েছেন, ভাল না লেগে উপায় নেই।
স্বপ্ন নীলা
আপনার পোস্টের মাঝেই হারিয়ে গিয়েছিলাম
স্বপ্নচারী
সেসব স্মৃতি মনের গহিনে বাক্স বন্দী হয়ে আছে, সেগুলোকে নতুন করে খুঁজে পাওয়ার সবথেকে শ্রেয় দিন হল বৃষ্টির দিন … মনের গহিনে হাতড়ে বেড়ানো সেসবের খোঁজে … অতঃপর হারিয়ে যাওয়া নিজের মাঝেই … 🙂
সাইদ মিলটন
বিপন্ন বেহাগে মৃত ছায়ার সাথে শুয়ে থাকি রাত দিন… এখানে অজস্র ধোঁয়ায় ঘুম পুড়ে যায়
স্বপ্নচারী
সুন্দর কথা বললেন তো …
অনেক ধন্যবাদ … 🙂
কৃন্তনিকা
বৃষ্টিকে ভালবাসে না এমন মানুষ বিরল…
বৃষ্টি নিয়ে সবার মনেই কিছু ভাবনা কাজ করে। আপনার লেখায় সবার মনের ভাবটি চলে এসেছে। ভালো লেগেছে…
স্বপ্নচারী
ধন্যবাদ দিদিভাই … 🙂