বৃষ্টিকাল (লিমেরিক)

মর্তুজা হাসান সৈকত ১৬ সেপ্টেম্বর ২০১৩, সোমবার, ০১:০৬:৪৪অপরাহ্ন কবিতা, সমসাময়িক ৯ মন্তব্য

বৃষ্টি পড়ছে টিনের চালে চলছে বৃষ্টিকাল
ডাকছে মেঘ ডাকছে কাক অদ্ভুত দিনকাল।

বিদ্যুৎ ঝলক ক্ষণে ক্ষণে
সারাটি দিন কাঁথার নিচে।

ফুটবল খেলা বেড়ে গেছে পাড়ায় আজকাল।

৫৭৯জন ৫৭৯জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ