বুঝলাম না

মনির হোসেন মমি ৪ অক্টোবর ২০১৩, শুক্রবার, ১১:৩৭:১৫পূর্বাহ্ন বিবিধ ৬ মন্তব্য

আর কয়টা মাস !অপেক্ষা করো

দিবে তোমাদের নতুন কিছু ,

অপ্রত্যাশিত ঘটনার পূণরাবৃত্তি

আমাদেরই প্রিয় নেতা-নেত্রী

রাজনিতীর রণাঙ্গনে ।

 

কেউ শুনেনা কারো কথা

কেউ বলে আমিই নেতা,আমার উপর আছে কোন বেটা,

আমরা ভাবি আমাদের কথা

এ দেশে নেই আর কোন নেতা-ফেতা।

 

গল্প বলো আর কবিতা বলো

টক শো করো আর ম্যানশো করো,

সব কিছুই থাকবে স্হির,বহিবে চলমান

আগের মতই ঘূর্ণমানে ঘুড়ব আমরা।

 

 

 

 

 

৬০৬জন ৬০৬জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ