আর কয়টা মাস !অপেক্ষা করো
দিবে তোমাদের নতুন কিছু ,
অপ্রত্যাশিত ঘটনার পূণরাবৃত্তি
আমাদেরই প্রিয় নেতা-নেত্রী
রাজনিতীর রণাঙ্গনে ।
কেউ শুনেনা কারো কথা
কেউ বলে আমিই নেতা,আমার উপর আছে কোন বেটা,
আমরা ভাবি আমাদের কথা
এ দেশে নেই আর কোন নেতা-ফেতা।
গল্প বলো আর কবিতা বলো
টক শো করো আর ম্যানশো করো,
সব কিছুই থাকবে স্হির,বহিবে চলমান
আগের মতই ঘূর্ণমানে ঘুড়ব আমরা।
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
” আর কয়টা মাস !অপেক্ষা করো
দিবে তোমাদের নতুন কিছু ,” — মানে কি ? এটা কোন হুমকি নাকি ?
মা মাটি দেশ
হুমকি নয় -হয়তো উন্নয়ন সন্ভাবনাময় এদেশের অগ্র যাত্রার রাজনিতীর নতুন মেরু করন এর ভালো-মন্দের আগমন।
ধন্যবাদ।
নীলকন্ঠ জয়
কঠিন ভাবে রাজনীতি বিশ্লেষণ। কিন্তু হতাশার সমাধান কোথায়?
শুভেচ্ছা।
মা মাটি দেশ
হতাশার সমাধান “সময়ের কাছে”
ধন্যবাদ।
খসড়া
বুঝতেও দিচ্ছে না।
তৌহিদ
ভালো মন্দ মিলিয়ে এই তো আমরা। এই নিয়েই চলছে রাজনীতির মেরুকরণ।