বিস্বাস

মনির হোসেন মমি ৪ এপ্রিল ২০১৪, শুক্রবার, ০৭:১৮:৪৭অপরাহ্ন কবিতা, বিবিধ ১৬ মন্তব্য

বিস্বাসে রত্ন মিলে তর্কে বহু দূর

রতনে রতন চিনে অবিচক্ষনে দূর

মানুষ হয়ে জম্ম নিয়ে করিনি ভূল

মানুষের কাছে পরাজিত অন্য সব জাতি কূল।

নিজেকে হারিয়ে নিজেকেই খুজাঁ

সাগর জলে যেমন মুক্তোর খুজাঁ

পারিনা করিতে বিশ্বাস নিজকে নিজে

কি ভাবে রাখিব তোমার উপর আমার সর্বনাশ।

জন শূণ্যহীন পৃথিবী হয় না যেমন

তেমনি মানবের তরে সৃষ্টি এই জগত

মন্দ ভালো বিস্বাস অবিস্বাসের দুয়ারে

মানুষকে রাখিতে হয় কারোনা না কারোর উপর বিস্বাস।

পৃথিবীর হাজারো মক্ লুকাতে মানব আমরা

শক্তের ভক্ত নরমের জম

ভয় নেই যদি আসে সম্মূখভাগে শত্রু

ভয় হয় যদি পিছনে আক্রান্ত্র হই।

ভালবাসার শক্ত বন্ধনে থাকে বিস্বাস

বিস্বাসে গড়ে আবার ভাঙ্গে অবিস্বাসে দার

সংসারে রাখিও জিয়িয়ে বিস্বাসের সূত্র

অবিস্বাসে শয়তানের বসবাস করবে সংসার ছাড়খার।

কপত কপতীর মাঝেও বিস্বাসের বন্ধন

জোড়ে হয় না মিলন টিকে না মায়ার বন্ধন

কথায় কথায় নারী গড়ে অবিস্বাসের পাহাড়

পুরুষের ছোয়ায় থাকে বিস্বাস সব লোকে কয়।

বিস্বাসে আল্লাহ ভগবান যীষু মিলে

অবিস্বাসে বহু দূর

ডাকার মতন ডাকতে জানলে

খোদা যীষু ভগবান অন্তরে বিস্বাসে সূরা সূর।

৫০২জন ৫০২জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ