বিস্বাসে রত্ন মিলে তর্কে বহু দূর
রতনে রতন চিনে অবিচক্ষনে দূর
মানুষ হয়ে জম্ম নিয়ে করিনি ভূল
মানুষের কাছে পরাজিত অন্য সব জাতি কূল।
নিজেকে হারিয়ে নিজেকেই খুজাঁ
সাগর জলে যেমন মুক্তোর খুজাঁ
পারিনা করিতে বিশ্বাস নিজকে নিজে
কি ভাবে রাখিব তোমার উপর আমার সর্বনাশ।
জন শূণ্যহীন পৃথিবী হয় না যেমন
তেমনি মানবের তরে সৃষ্টি এই জগত
মন্দ ভালো বিস্বাস অবিস্বাসের দুয়ারে
মানুষকে রাখিতে হয় কারোনা না কারোর উপর বিস্বাস।
পৃথিবীর হাজারো মক্ লুকাতে মানব আমরা
শক্তের ভক্ত নরমের জম
ভয় নেই যদি আসে সম্মূখভাগে শত্রু
ভয় হয় যদি পিছনে আক্রান্ত্র হই।
ভালবাসার শক্ত বন্ধনে থাকে বিস্বাস
বিস্বাসে গড়ে আবার ভাঙ্গে অবিস্বাসে দার
সংসারে রাখিও জিয়িয়ে বিস্বাসের সূত্র
অবিস্বাসে শয়তানের বসবাস করবে সংসার ছাড়খার।
কপত কপতীর মাঝেও বিস্বাসের বন্ধন
জোড়ে হয় না মিলন টিকে না মায়ার বন্ধন
কথায় কথায় নারী গড়ে অবিস্বাসের পাহাড়
পুরুষের ছোয়ায় থাকে বিস্বাস সব লোকে কয়।
বিস্বাসে আল্লাহ ভগবান যীষু মিলে
অবিস্বাসে বহু দূর
ডাকার মতন ডাকতে জানলে
খোদা যীষু ভগবান অন্তরে বিস্বাসে সূরা সূর।
১৬টি মন্তব্য
খসড়া
ভালবাসার ভিত্তিঈ বিশ্বাস।
মা মাটি দেশ
-{@ (y) ঠিক তাই।
প্রহেলিকা
মুগ্ধতা রেখে গেলাম কবি। ভাল থাকুন সবসময়। শুভেচ্ছা জানবেন।
-{@
মা মাটি দেশ
ধন্যবাদ ভাইয়া -{@ (y)
রিমি রুম্মান
সুন্দর ভাবনা…
মা মাটি দেশ
ধন্যবাদ আপু অনেক দিন পর এলেন -{@ (y)
ব্লগার রাজু
খুব সুন্দর (y) (y) (3
মা মাটি দেশ
ধন্যবাদ রাজু ভাইয়া -{@ (y)
ছাইরাছ হেলাল
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর ।
দারুণ ছন্দে ।
মা মাটি দেশ
ধন্যবাদ হেলাল ভাইয়া -{@ -{@
শুন্য শুন্যালয়
ছন্দে মাঝে মাঝে গরমিল হয়েছে, তবে ভাবনায় কবিতায় A+ (y)
মা মাটি দেশ
স্টিট লেখা মনে যা এসেছিল তৎরূপই লিখেছি আপু ধন্যবাদ। -{@ (y)
স্বপ্ন নীলা
বিশ্বাসই ঈমানের ভিত্তি ——— আর এটা হতে হবে অবশ্যই একাগ্রচিত্তে———
ভীষণ ভাল লেগেছে কবিতাটি
মা মাটি দেশ
ধন্যবাদ আপু -{@ (y)
হতভাগ্য কবি
বিশ্বাস থাকলে সব সত্য সব সুন্দর, ভালো লেগেছে লেখা । শুভ কামনা রইলো কবি
-{@
মা মাটি দেশ
ধন্যবাদ আপনাকে -{@ (y)