আপনি রহিম, করি্ আবুল জব্বার আর তালুকদার , ছোট ,বড় , লম্বা খাটো যেই হন না কেন আপনার পরিচয় আপনি মানুস । আপনি জানেন সৃষ্টির সেরা জীব আপনি এই ধরার সবচেয়ে দামি সেও আপনি । কিন্তু ভুলে যাবেন না এর সাথে সাথে সবচেয়ে নিকৃষ্ট, অধঃপতিত, নির্যাতক্ লুটেরা আর অসন্মানিত আপনি বা আপনার আমার সমগোত্রীয় কেউ না কেউ । এ সব কিছুর কারন আমরা মানুষ । আমি এই বিষয়টির নিস্পত্তি করতে পারব না ।বিধায় আজ আমার বিষয় ভিন্ন ।
আমি একটি আরবি প্রবাদ দিয়ে শুরু করতে চাই অনেক আগে শুনেছিলাম “ কুল্লু সাইএন্ন ইয়ার জেউ ইলা আসলিহি” জার অর্থ প্রত্যেক বস্তু তার মূলের দিকে ফিরে যায় । “আসলিহি” শব্দটি মূলত আছল শব্দ থেকে এসেছে যার অর্থ মূল । এখানে শব্দটিকে রূপক অর্থে ব্যাবহার করা হয়েছে ।
আপনি একজন পুরুষ হয়তো শিশু, কিশোর ,যুবক, বৃদ্ধ অথবা একজন বাবা । আপনি আপনার জীবনের প্রত্যেকটি বিষয় কর্ম নিয়ে এক্তু বসে ভাবুন কি করছেন ? এতদিন কি করে এসেছেন ? কেন করছেন ? কার জন্য করছেন ? কি কিছু পেলেন ! একটু সময় নিয়ে ভেবে নিয়েন তাহলেই হবে । চলেন আরেকটু সামনে যাই- আমি আসলে মনে হয় সহজ কথা জটিল করে ফেলেছি , দুঃখিত জনাব ।
আপনি আপনার জীবনে যে কাজ গুলী করছেন , তা ভালো ছিল কি খারাপ ছিল তার হিসাব দরকার নেই । কথা হচ্ছে প্রত্যেক মানুষ তার কর্মফল ভোগ করে । আপনি যদি প্রকাশে বা গোপনে কোন নৈতিক বা অনৈতিক কিছু করে থাকেন, হতে পারে খুন, ধর্ষণ , চুরি ,ছিনতাই আমানতের খেয়ানতকারি অথবা গোপনে দান করেছেন, মানুসের উপকার করেছেন তাহলে এর একটা প্রভাব আপনার পরবর্তী আহল গনের মধ্যে থাকবে । আপনাকে অবশ্যই এই কথাটি বিশ্বাস করতে হবে । আপনি গোপনে চিগারেট খাণ , আপনার সন্তান ও খাবে । আপনার এই ভালো আর মন্দ অভ্যাস গুলির ৮০% আপনার সন্তানের উপরে যাবে । আপনি অসামাজিক কাজ করছেন কেউ দেখছে না ,জানছে না মনে রাখবেন আপনার সন্তান একদিন এই কাজ গুলোই আপনার অগোচরে করে ফেলবে ।
আপনি খুব মানবিক একজন মানুষ সর্বদা মানুষের ভালো ছিন্তা করেন , মানুষের মঙ্গলে নিজেকে নিয়োজিত রাখেন, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ান , আপনার কাছে রাতের আধারে রাস্তায় চলা যুবতী মেয়টি নিরাপদ তাহলে আপনার যে অনাগত বা ঘরে যে সন্তানটি রয়েছে তার ভেতরেও ঠিক একই রকম মূল্যবোধের জন্ম হবে । যে আপনাকে করবে সম্মানিত । আপনি মাথা উচু করে বলতে পারবেন সে আমার সন্তান । ভাই অই যে অমুক , জানেন ছেলে টা কার ? আমার ভাই আমার ।
এইটা শুধু ছেলেদের ক্ষেত্রে না মায়েদের ক্ষেত্রও সমভাবে প্রযোজ্য । আপনি মা হিসাবে যে ধরণের চরিত্র , আচরণ ,জীবন স্বভাব আর বিশ্বাস নিয়ে পথ চলছেন ঠিক আপনার মেয়েতিও সে বিশ্বাস নিয়েই পথ চলবে । কারন আপ্নাকেই এখন ঠিক করতে হবে । কোন দিকে যাবেন আপনি ?
ভাই সন্তান আপনার বা একদিন বাবা হবেন কথা একই , আপনাকে তার উজ্জল আগামী নিয়ে ভাবতে হবে না , আপনি নিজে ভালো হন সে ভালো হবে । আপনার ছেলে বা মেয়ে তাকে নিয়ে কখন বিব্রত কর অবস্থায় পড়তে হবে না । আপনি নৈতিক হন সেও হবে আর এই নতিকতা, মূল্যবোধ, সভ্যতা , আচরণ ঘর থেকে শুরু হয়ে থাকে এ জন্যই হয়তো বলা হয়ে থাকে মানুষের প্রথম ও আদরশ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার । আপানার নিজের ভেতর যদি এর চর্চা না থাকে ,তাহলে সে কি দেখে শিখবে ? আপনাকে কখনই ভাবতে হবে না যে আপনার ছেলেটি রাস্তায় দারিয়ে কাউকে উত্যক্ত করছে ।এই ছেলে বা মেয়ে কে যদি আপনি এমন সুশিক্ষা দিতে পারেন , তাহলে জেনে রাখুন আপনার জীবনের শেষ দিন পর্যন্ত সে আপনার পাশে থাকবে । আপনার জন্য তার ভেতরে থাকবে অগাধ ভালোবাসা আর সম্মান ,একদিন সেই আপনার সামাজিক ও জীবনের ভালো থাকার নিরাপত্তার একমাত্র অবলম্বন হবে । এসব কিছুই নির্ভর করছে আপনার ওপর । সিদ্ধান্ত আপনার ।
অনেকেই আমার এসব কথার সাথে দ্বিমত পোষণ করতে পারেন । খুব স্বাভাবিক ভাবেই টা হতে পারে । আপনি ভালো আপনার ছেলে বা মেয়েটি ভালো হয়নি , সে অনেক খারাপ যা আপনি বাক্তি জীবনে ছিলেন না , তাহলে সে কেন হল ? ভাই অস্বাভাবিক বলে একটা কথা আছে । সমাজ, পরিবেশ, পরিস্থিতি বন্ধু বান্ধব এর একটা প্রভাব মানুষের ওপর সময় প্রকট প্রভাব ফেলে যার দরুন এই কাজ গুলী ঘটে থাকে । এরা খুব বেশি নয় । হাতে গোনা কয়েকজন ।
ভাই কিছুই শেষ হয়ে যায়নি , এখনো অনেক সময় আছে ,যার মাঝে আমরা আমাদের এই জীবনকে অর্থবহ করে তুলতে পারি । আমার আহ্বান যারা আজ বাবা বা মা হয়েছেন বা আগামীতে হবেন অথবা প্রক্রিয়াধীন আছেন। তারা এখনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন , কেমন করে সাজাবেন অনাগত আগামী ?
ভাল থাকবেন সবাই
……………………………………………………………………………..
আব্দুল্লাহ https://facebook.com/abdullahbd
২৬/০৮/২০১৪ , নাটোর ।
২৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অবশ্যই আমরা আল্লাহর সাহায্য চাই সঠিক সিদ্ধান্ত নিতে।
আপনাকে অভিনন্দন এখানে লেখার জন্য।
নাটোর শূন্য কিলোমিটার
আপনাকে ধন্যবাদ ভাই । ভালো থাকবেন , ঈদ মুবারাক
ঘুড্ডির পাইলট
আরবী অনুবাদ সমুহ জেনে উপকৃত হলেম !
ধন্যবাদ আপ্নাকে 🙂
নাটোর শূন্য কিলোমিটার
ধন্যবাদ আপনাকেও 🙂 ভাই , আমার একটা দোষ আছে টা হল বানান ভুল করা । সবাই নিজ গুনে ক্ষমা করে একটু কষ্ট করে বুঝে নিয়েন
লীলাবতী
নিজে ভালো তো সব ভালো। শিক্ষাটা আসে মুলত পরিবার থেকে, প্রভাবিত হই আমরা। ‘ নিজকে জানুন ‘ নিজের বিবেক দ্বারা পরিচালিত হই আমরা।
লেখাটি ভালো লেগেছে ভাইয়া। আমাদের এই সোনেলার ছোট পরিবারে স্বাগত জানাই।
নাটোর শূন্য কিলোমিটার
আমাদের অনুধাবন ,কার্যক্রম বিষয়টা আসলে টুকুই। ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন । ঈদ মুবারাক
ব্লগার সজীব
‘ প্রত্যেক মানুষ তার কর্মফল ভোগ করে ‘ এই বিশ্বাস টাই আমরা রাখতে পারিনা। অত্যন্ত সহজ ভাষায় কঠিক বিষয়কে উপস্থাপন করলেন। ধন্যবাদ আপনাকে। ঈদ মুবারক।
নাটোর শূন্য কিলোমিটার
চেষ্টা করেছি ভাই আমার উপলব্দি আর ধারনাটি পরিস্কার করার । আপনিও ভালো থাকবেন । ঈদ মুবারাক
আজিম
আপনার কথাগুলো ভাল লেগেছে আমাকে। আমি আপনার সাথে একমত।
কিছু কিছু ঘুষখোর দেখেছি, শেষ জীবনে শরীরের একপাশ অবশ হয়ে গেছে, মুখ বেকে গেছে একপাশে, কথা বলতে পারছেনা ইত্যাদি। অথচ জীবনে তার ঘুষ না খেলেও চলত। নেশার কারনে সে ঘুষ খেয়েছে, সেটার পাপ লেগেছে বলে আমি মনে করি।
আবার অনেক ঘুষখোরের সন্তান অনেক উপরে উঠে গেছে, এটার ব্যাখ্যা কী দেবেন! অস্বাভাবিকতা? যেমনটা দিয়েছেন, আপনি ভাল, আপনার সন্তানটা বখে গেছে অথবা ভাল হয়নি এটার কারন হিসেবে।
আমার ক্ষুদ্রজ্ঞানে আমি মনে করি, পুর্বপুরুষের কর্মফলও এক্ষেত্রে প্রভাব ফেলে। যেমন, আপনি খারাপ, আপনার সন্তান ভাল হয়ে গেছে। এটার ব্যাখ্যা এভাবে দিতে চাই যে, আপনার পুর্বপুরুষ ভাল ছিলেন সেটার প্রভাবে আপনার সন্তান ভাল হয়ে গেছে।
এই ব্লগে প্রথম পোষ্টেই খুব ভাল একটা বিষয়ের অবতারণা করেছেন বলে অনেক ধন্যবাদ। আমরা ভাল হবো না খারাপ হবো, সেই সিদ্ধান্ত নিতে আপনার পোষ্ট কিছুটা হলেও প্রভাব ফেলবে, কমপক্ষে ভাবাবে, নিদেনপক্ষে একটা ধাক্কা তো খাব আমরা।
নাটোর শূন্য কিলোমিটার
আমার উদ্দেশ্য আপনার শেষ কথার মতই । আপনি জত টুকু উপলব্দি করেছেন আমি এতো টুকুই আশা করেছিলাম । ধন্নবাদ ভালো থাকবেন ভাই । ঈদ মুবারাক
মেহেরী তাজ
খুব ভালো পোষ্ট ভাইয়া। আমরা নিজেরাই যেনো ভালো হই। ঈদের শুভেচ্ছা আপনাকে।
নাটোর শূন্য কিলোমিটার
ধন্যবাদ ভাই ।আপনাকেও ঈদের শুভেচ্ছা
হিলিয়াম এইচ ই
:/
নাটোর শূন্য কিলোমিটার
🙂
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম ।
সহজ ভাবে এমন পোষ্ট লেখার জন্য ধন্যবাদ।
এই লেখাটাই নিজকে বড় লেখখ প্রমান করার জন্য অনেকে এমন দুর্বোধ্য ভাবে লিখতেন যে কিছুই বুঝা যেত না।
সহজ করে লেখাটা আসলে একটি বড় গুন।
আমাদের আচরন হতে হবে সৃষ্টির সেরা জীব মানুষের মত — যেতে হবে বহু দূর —
ভালো লিখেছেন।
শুভকামনা
শুভ ব্লগিং।
নাটোর শূন্য কিলোমিটার
আপনে খেয়াল করবেন লেখার কোন ধারা বাহিকতা নাই আমার । লেখা লিখির নিয়ম জানি না , ভাই আসলে নিজের উপলব্দি টা প্রকাশ করেছি মাত্র ।
বনলতা সেন
আমাদের কে প্রমান করতে হবে স্রেষ্ঠত্বের।ঈদের শুভেচ্ছা জানালাম।
নাটোর শূন্য কিলোমিটার
অবশ্যই টা করতে হবে । আপনাকেও ঈদের শুভেচ্ছা
স্বপ্ন
আপনার লেখার সাথে দ্বিমত পোষন করছি না। আপনি ঠিকই বলেছেন। ভালো বা খারাপ তা নিজের উপরই নির্ভর করে। আমরা যেন সব খারাপ পরিত্যাগ করে সব ভালোটুকু গ্রহন করে বাঁচতে শিখি। ঈদ মুবারক ভাইয়া।
*আপনি রহিম, করি্ ** এখানে করিম হবেনা ভাইয়া ? আমিও দ্রুত লিখতে গিয়ে এমন লিখে ফেলি 😛
নাটোর শূন্য কিলোমিটার
আসলে প্রতি টা লেখাই কোন না কোন ঘটনা অবলোকন করে । ঠিক ওই সময় আমি একটা ঘটনা উপলব্দি করি আর লেখা শুরু করি । এই নাম গুলি তখনই চলে এসেছে । ধন্যবাদ ভালো থাকবেন । ঈদ মুবারাক ।
প্রজন্ম ৭১
আপনার পোষ্টে চিন্তার খোরাক পেলাম। ঈদ মোবারক।
নাটোর শূন্য কিলোমিটার
ধন্যবাদ । ঈদ মোবারক।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ভালো লিখেছেন ভাইয়া ।
নাটোর শূন্য কিলোমিটার
ধন্যবাদ আপনাকে