একাকীত্বের সকাল, বিষন্নতার প্রহরে ~
শরতের মেঘ, ঢেকে যায় আকাশ বারে বারে ~
উষ্ণতা খুঁজি, বৃষ্টির সহবাসে ~
সর্বাঙ্গ চুমে যায়, মাতাল হাওয়ার উল্লাসে ~
শিহরীত হই, নিঃশ্বাস হয় গাঢ় ~
অঝর ধারা, একাকীত্ব বাড়িয়ে দেয় আরো ~
শরতের ভোরে, এই উষ্ণ আয়োজন ~
বৃষ্টির সাথে সহবাসে, ভরে গেছে মন ~
আমার একলা প্রহর, মেঘের কান্নার সুর ~
বিরহের ডানা মেলা গাং চিল, স্বপ্ন রোদ্দুর ~
ঠিকানা হীন, বিদীর্ণ নীলিমা ~
বৃষ্টির বুকে থাক, আমার কস্ট জমা ।
১৪টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বিষন্নতাই আগুন ঝরে কবি দা
অনেক শুভেচ্ছা রইল————–
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
নান্দনিক ও সুনিপুন প্রকাশ।
লেখা পড়ে বিমোহিত হলাম।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
সুন্দর মন্তব্যে প্রীত হলাম
অনেক শুভ কামনা
শামীম চৌধুরী
শরতের মেঘ, বৃষ্টি, বর্ষার সাথে সহবাস, কদম ফুল নারীর খোঁপায় শোভা এই সব কিছুই মানব মনের আলিঙ্গন। কবিতাটি ভাল লিখেছেন। ধন্যবাদ কবি।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
সুন্দর মন্তব্যে প্রীত হলাম
অনেক শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
প্রকৃতি আর প্রেম আপনার লেখনীতে মিলেমিশে একাকার হয়ে যায়। দারুন লাগে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
নিতাই বাবু
এক কথায় অসাধারণ এক কবিতা। কবির জন্য শুভকামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
আরজু মুক্তা
প্রকৃতি প্রেম মিলেমিশে একাকার। বৃষ্টির কাছে কষ্ট জমা দিয়ে কি শরতের নীলিমায় ভাসছেন?
কামরুল ইসলাম
বিরহে ভাসছি আপু,
অনেক শুভ কামনা
রেজওয়ানা কবির
বৃষ্টির বুকে থাক আমার কষ্ট জমা।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু