(y) “ যারা বলে অসম্ভব,অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়॥ ”
-জন সার্কল।
(y) “ আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই॥ ”-প্রমথ চৌধুরী।
(y) “ তোমার বন্ধু হচ্ছে সে,যে তোমার সব খারাপ দিক জানে;তবুও তোমাকে পছন্দ করে॥
-অ্যালবার্ট হুবার্ড।
(y) “ স্কুলে যা শেখানো হয়,তার সব টুকুই ভুলে যাবার পর যা থাকে;তাই হলো শিক্ষা॥ ”
-অ্যাল বার্ট আইন স্টাইন।
(y) “ আমি আপনাকে কখনও ভাল বাসতে না বলে যুদ্ধ করতে বলি।কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন না হয় মরবেন।কিন্তু ভাল বাসাতে না পারবেন বাঁচতে; না মরতে॥ ”
-এডলফ হিটলার।
(y) “ যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে,পুরুষ চায় নিজের শক্তির দিকে।তোমার বাহু,তোমার মাথা তোমাকে টেনে তুলবে,তোমার কপাল নয়॥
-ডঃ লুৎফর রহমান।
(y) -{@ “ বাঙালি সমালোচনা সহ্য করে না; নিজেকে কখনো সংশোধন করেনা।নিজের দোষ ত্রুটি সংশোধন না করে সে গুলোকে বাড়ানোকেই বাঙালি মনে করে সমালোচনার যথাযথ উত্তর॥
-হুমায়ুন আজাদ।
(y) “ কাল আমার পরীক্ষা।কিন্তু এটা আমার কাছে বিশেষ কোন ব্যাপারই না,কারন শুধমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারন করতে পারেনা॥
-টমাস আলভা এডিসন।
(y) “ সবাই অনেক দিন বাঁচতে চায়,কিন্তু কেউই বুড়ো হতে চায় না॥
-জোনা থন সুইফট।
(y) “ পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি॥
-হুমায়ুন আজাদ।
(y) “ তুমি যখন প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবেনা; কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে॥
-Dr. Seuss.
(y) “ এক বার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে।এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা॥
-বিল গেটস।
(y) “ টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভাল॥
-সক্রেটিস।
(y) “ জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি। জীবন থেকে একটা বছর ঝরে গেল, সে জন্যে অনুতাপ করাই উচিত॥
-নরম্যান বি.হল।
(y) “ আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ॥
-বিল গেটস।
(y) “ যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালবাসো।আর যে তোমাকে ভালবাসে তাকে তুমি কষ্ট দিওনা।কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও,কিন্তু কারো কাছে হয়তো বা তুমিই তার পৃথিবী॥
(y) “চিন্তা কর বেশী, বল কম, লেখো তার চেয়েও কম”
-জনরে
(y) “অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে”
-হজরত আলী (রাঃ)
(y) “যাহা তুমি দেখাও,তার চেয়ে বেশি তোমার থাকা উচিত।যা তুমি জান,তার তুলনায় কম কথা বলা উচিত।”
-উইলিয়াম সেক্সপিয়ার
(y) “নদীতে স্রোত আছে,তাই নদী বেগ বান।জীবনে দন্দ্ব আছে তাই জীবন বৈচিত্রময়”
-টমাস মুর
(y) “পূর্ণ অর্জন অপেক্ষায়,পাপ বর্জন করা শ্রেষ্টতর”
-হজরত আলী (রাঃ)
(y) “ধর্ম নিয়ে যারা কোন্দল করে,ধর্মের মর্ম তারা জানে না।”
-ডঃ মুহাম্মদ শহীদল্লাহ
(y) “প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত, যেন আজ জীবনের শেষ দিন।”
-সেনেকা
(y) “যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ কর।”
-সাইরাস
(y) “নিয়তি তোমাকে যা দান করে’তার মধ্যে সব চেয়ে উত্তম দান তোমার স্ত্রী।”
-পোপ
(y) “তিনিই প্রকৃত সুখি, যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না।”
-ভার্জিল
(y) “জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়,বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন।”
-কালাইল
(y) “প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না।”
-নীহা রঞ্জন
(y) “সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়।
-ইমার সন
(y) “মানুষ যত গোপন পাপ করুক না কেন,তার শাস্থি সে প্রকাশ্যেই পায়।”
-বেল জনসন
(y) “সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য্য।”
-হোয়াটলি
(y) “পরবর্তী দিন কখনও সুখের নয়, বিগত দিনের চেয়ে।”
-মিলটন
(y) “দুঃখ-কষ্ট নিয়েই মানুষের জীবন,কিন্তু দুঃখের পর সুখ আসবে,এটাই ধ্রুব সত্য।
-এডওয়ার্ড ইয়ং
(y) “পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে।”
-জনলিলি
(y) “ সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে,অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে॥ ”
-আল হাদিস।
১৫টি মন্তব্য
মেহেরী তাজ
তোমার বন্ধু হচ্ছে সে,যে তোমার সব খারাপ দিক জানে;তবুও তোমাকে পছন্দ করে॥
-অ্যালবার্ট হুবার্ড।….. এটা সত্যি হইলে আমি অনেকের বন্ধু। 😀
চিন্তা কর বেশী, বল কম, লেখো তার চেয়েও কম”
-জনর…….. এই জন্যই আমার এই অবস্থা। 🙂
বাঙালি সমালোচনা সহ্য করে না; নিজেকে কখনো সংশোধন করেনা।- এটাও সত্যি।
ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দেরিতে হলেও বুঝতে পেরেছেন বলে ধন্যবাদ। -{@
ইঞ্জা
অনেক কষ্ট করেছেন আপনি, দারুণ সব উক্তি পেলাম। (y)
ব্লগার সজীব
খুবই ভাল সংগ্রহ ভাইয়া। ‘ “ তোমার বন্ধু হচ্ছে সে,যে তোমার সব খারাপ দিক জানে;তবুও তোমাকে পছন্দ করে॥
-অ্যালবার্ট হুবার্ড।’ – এমন বন্ধু কিন্তু ফেইসবুকের বন্ধু না :p
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এমন বন্ধু কিন্তু ফেইসবুকের বন্ধু না (y) সতর্কবাণী পছন্দ হইছে -{@
নীহারিকা
(y) “নিয়তি তোমাকে যা দান করে’তার মধ্যে সব চেয়ে উত্তম দান তোমার স্ত্রী।” -পোপ
আহা এটা যদি সব স্বামীরা জানতো!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
না বুঝলে কি সংসার হয়!অযথা দুলা ভাইকে দোষারূপ করলেন।তবুও -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই অনেক কষ্ট করছেন, বুঝতে পারছি। আপনি যে প্রকৃত বন্ধু এই আমাদের সবার এটা আবারও বুঝতে পারছি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ দিদি -{@
মোঃ মজিবর রহমান
যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ কর।”
“পূর্ণ অর্জন অপেক্ষায়,পাপ বর্জন করা শ্রেষ্টতর”
ভাল থাকুন মনির ভাই, প্রিয়তে নিলাম।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অনেক ধন্যবাদ মজিবর ভাই। 🙂
মিষ্টি জিন
মানুষ যত গোপন পাপ করুক না কেন শাস্তি সে প্রকাশ্যে পায়.. এমন যদি হোত।
যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন থেকে শুরু কর। আমি মানি এটা।
অনেক কষ্ট করেছেন ভাইয়া। বেশ ভালো পোষ্ট
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
প্রথম মন্তব্যটি একটু বুঝিয়ে বলছি কথায় আছে দুনিয়ার পাপের দুনিয়াতেই দেখাইয়ে মারেন।তা সত্য এমন কিছু ঘটনা ঘটে যা আমরা বুঝতেপারি না কেনো এমন হলো কারন আমরা মানুষ আমরা সব জান্তা নই।ধন্যবাদ
শুন্য শুন্যালয়
সব কথাগুলোই সুন্দর। তবে আমার ঘুম কিছুতেই কমেনি কোনদিন, প্রেমে পইড়াও না 😀
আপনার ধৈর্য দেখি আর দেখি 🙂
জিসান শা ইকরাম
খুবই ভাল পোষ্ট।