অরুনি মায়া আগস্ট ২৬, ২০১৫ at ৪:২২ অপরাহ্ন সেই অস্রু ও একদিন ফুরিয়ে যাবে। বালিকা টি হয়ে যাবে প্রেমহীন শুষ্ক মরুভূমির ন্যায় আবেগ বিহীন কঠিন মানবী তে,,,,,
জিসান শা ইকরাম আগস্ট ২৬, ২০১৫ at ৯:৪০ অপরাহ্ন চার লাইন দিয়ে যদি একটি উপন্যাসের কথা বুঝানো যায়,তবে উপন্যাস কেন লেখা? অসাধারন হয়েছে জিয়া ভাই।
বোকা মানুষ আগস্ট ২৮, ২০১৫ at ১২:১৯ পূর্বাহ্ন ধন্যবাদ জিসান ভাই! আপনার কাছ থেকে এত বড় একটা স্বিকৃতি আমার জন্য অনেক বড় একটা পাওয়া!
সীমান্ত উন্মাদ আগস্ট ২৭, ২০১৫ at ১:৩৭ পূর্বাহ্ন অনেক কিছুই বুঝিয়ে দিলেন, চার লাইনে!! বেশ দারুন লাগলো। শুভকামনা নিরন্তর।
বোকা মানুষ আগস্ট ২৮, ২০১৫ at ১২:১৫ পূর্বাহ্ন আপনাদের এই ভালবাসাই লিখে চলার অনুপ্ররনা যোগায়! সবাইকে ভালবাসা এবং ধন্যবাদ!
১৭টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চমৎকার অনুভূতির অনু কবিতা -{@
বোকা মানুষ
ভাল লেগেছে জেনে কৃতজ্ঞ বোধ করছি!
অরুনি মায়া
সেই অস্রু ও একদিন ফুরিয়ে যাবে। বালিকা টি হয়ে যাবে প্রেমহীন শুষ্ক মরুভূমির ন্যায় আবেগ বিহীন কঠিন মানবী তে,,,,,
বোকা মানুষ
বেদনাদায়ক হলেও এরকমই হয়! 🙁
মেহেরী তাজ
বেচারী। প্রেম শেষ এখন অবশিষ্ট আছে শুধু অশ্রু। ;?
বোকা মানুষ
প্রেম শেষ না হলেও কি অশ্রু থাকেনা?
নীলাঞ্জনা নীলা
চারটি লাইন। কিন্তু তার গভীরতা সীমাহীন। (y)
বোকা মানুষ
ধন্যবাদ!
জিসান শা ইকরাম
চার লাইন দিয়ে যদি একটি উপন্যাসের কথা বুঝানো যায়,তবে উপন্যাস কেন লেখা?
অসাধারন হয়েছে জিয়া ভাই।
বোকা মানুষ
ধন্যবাদ জিসান ভাই! আপনার কাছ থেকে এত বড় একটা স্বিকৃতি আমার জন্য অনেক বড় একটা পাওয়া!
সীমান্ত উন্মাদ
অনেক কিছুই বুঝিয়ে দিলেন, চার লাইনে!! বেশ দারুন লাগলো।
শুভকামনা নিরন্তর।
বোকা মানুষ
সবিনয় কৃতজ্ঞতা ও ধন্যবাদ!
বোকা মানুষ
আপনাদের এই ভালবাসাই লিখে চলার অনুপ্ররনা যোগায়! সবাইকে ভালবাসা এবং ধন্যবাদ!
অনিকেত নন্দিনী
চার লাইনে প্রেম-বিরহের গভীর বিবরণ।
চমৎকার!
বোকা মানুষ
সকৃতজ্ঞ ধন্যবাদ আপনাকে!
শুন্য শুন্যালয়
খুবই পঁচা কবিতা। নিয়মিত না এলে এমনই বলবো। 🙁
বোকা মানুষ
ধন্যবাদ পঁচা বলার জন্য! 🙂