বিরহ।।

বোকা মানুষ ২৬ আগস্ট ২০১৫, বুধবার, ০১:৪৭:৪৯অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৭ মন্তব্য

প্রেম বিক্রি করতে করতে,
প্রমোদ বালিকাও একদিন
জেনে যায় বিরহের মানে!
তার চোখে রাধার অশ্রু এখন…!

৭২৩জন ৭২৩জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ